বৃহস্পতিবার | ১৮ই ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ | ৩রা পৌষ, ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ খবর :
বীর মুক্তিযোদ্ধাদের প্রেরণা নিয়ে ভবিষ্যত গড়তে চাই: মনোজ কুমার আগামী ৩-৪ কার্যদিবসের মধ্যে গণভোট আইন: আইন উপদেষ্টা নির্বাচন শান্তিপূর্ণ ও উৎসবমুখর করতে সেনাবাহিনীর সহায়তা দরকার: প্রধান উপদেষ্টা রাজশাহীতে বিচারকের বাসায় ঢুকে ছেলেকে ছুরিকাঘাত করে হত্যা, স্ত্রী গুরুতর আহত আধুনিক ও যুগোপযোগী প্রশিক্ষণের মাধ্যমে প্রস্তুত থাকার আহ্বান সেনাপ্রধানের সংসদ নির্বাচনের দিন গণভোট: প্রধান উপদেষ্টা ফেব্রুয়ারির পর নির্বাচন মানুষ মেনে নেবে না: মির্জা ফখরুল রাজশাহীতে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত ডেঙ্গুতে আরো ৫ জনের মৃত্যু, হাসপাতালে ১০৩৪ জন জাতীয় সংসদের অর্ধেক আসন চায় নারীরা
আমার স্ত্রী মরেনি, হত্যা করা হয়েছে : আঁখির স্বামী

আমার স্ত্রী মরেনি, হত্যা করা হয়েছে : আঁখির স্বামী

প্রবাহ ডেস্ক: সেন্ট্রাল হসপিটালে ভুল চিকিৎসা ও কর্তৃপক্ষের প্রতারণায় না ফেরার দেশে পাড়ি জমিয়েছেন আলোচিত মাহবুবা রহমান আঁখি। তবে তার এই অকাল মৃত্যুকে সেন্ট্রাল হসপিটালের হত্যাকাণ্ড বলে অভিহিত করেছেন স্বামী ইয়াকুব আলী সুমন।

তিনি বলেন, আমার স্ত্রী মারা যায়নি, তাকে হত্যা করা হয়েছে। রোববার (১৮ জুন) দুপুরে আঁখির মৃত্যু পরবর্তী প্রতিক্রিয়ায় তিনি এসব কথা বলেন।

ইয়াকুব আলী বলেন, আমার স্ত্রী ডা. সংযুক্তা সাহার ভিডিও দেখে নরমাল ডেলিভারি করাতে ঢাকা সেন্ট্রাল হসপিটালে আসে। যদিও কুমিল্লার ডাক্তার বলেছিল তার সিজার লাগবে। কিন্তু সেন্ট্রাল হসপিটালে এসে আমি প্রতারিত হয়েছি।

তিনি বলেন, আমার স্ত্রীর ভুল চিকিৎসায় জড়িত সেন্ট্রাল হসপিটালের প্রত্যেকের আমি বিচার চাই। সংযুক্তা সাহাও সেই দায় এড়াতে পারেন না।

এর আগে রোববার (১৮ জুন) দুপুর ১টা ৪৩ মিনিটে মৃত্যু হয় আঁখির। আর সোয়া দুইটার দিকে বিষয়টি ঢাকা পোস্টকে নিশ্চিত করেন আঁখির স্বামী সুমন। সকালে ঢাকা পোস্টকে তিনি জানান, রোগীর কোন ইমপ্রুভ হচ্ছে না, বরং অবনতির দিকে যাচ্ছে।


ads



©2022 newsprobaha.com
Developed by- .:: SHUMANBD ::.