শনিবার | ১৩ই সেপ্টেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ | ২৯শে ভাদ্র, ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ খবর :
‘তৃণমূলে ওষুধের প্রাপ্যতা কমাবে উচ্চ রক্তচাপের প্রকোপ’: সাংবাদিক কর্মশালায় বক্তারা জি এম কাদের ও তার স্ত্রীর দেশত্যাগে নিষেধাজ্ঞা ২১ আগস্ট গ্রেনেড হামলা : তারেক রহমান-বাবরের খালাসের রায় বহাল ডাকসু নির্বাচন নিয়ে কোনো রিট শুনব না : হাইকোর্ট `অপরাধবোধ ও বিবেকের তাড়নায় আমি রাজসাক্ষী হওয়ার সিদ্ধান্ত নিয়েছি’ রাজশাহীর আদিবাসি সাঁওতাল পল্লীতে কালোথাবা, ৫ সেপ্টেম্বরের মধ্যে পল্লী ছাড়তে হুমকি নুরের ওপর হামলায় জামায়াত জড়িত, নির্বাচন পেছানোর ষড়যন্ত্র করছে: ছাত্রদল নেতা আমান তারেক রহমানের ৩১ দফার বার্তা প্রতিটি ঘরে পৌঁছে দিতে হবে: বেগম সেলিমা রহমান নুরের ওপর হামলায় জড়িত কেউ রেহাই পাবে না, সরকারের বিবৃতি ফেব্রুয়ারির প্রথমার্ধে নির্বাচন প্রতিহত করার কোনও শক্তি নাই: প্রেস সচিব
দিল্লির হাইকোর্টে আদিপুরুষের বিরুদ্ধে মামলা

দিল্লির হাইকোর্টে আদিপুরুষের বিরুদ্ধে মামলা

প্রবাহ ডেস্ক: অবশেষে মুক্তি পেল বহুল আলোচিত সিনেমা ‘আদিপুরুষ’। যেখানে অভিনয় করেছেন বলিউডের জনপ্রিয় অভিনয়শিল্পী প্রভাস ও কৃতি শ্যানন। তবে এ সিনেমার ট্রেইলার প্রকাশের পর থেকেই একে ঘিরে সূত্রপাত হয়েছে নানা বিতর্কের। ধর্মীয় ভাবাবেগে আঘাত হানার অভিযোগ উঠে এসেছে এ সিনেমাটিকে ঘিরে।

‘আদিপুরুষ’-এ রাম ও রামায়ণ-এর অপমান’ বলে অভিযোগ তুলে দিল্লি হাইকোর্টের দ্বারস্থ হয়েছে হিন্দু সেনা। এতে মামলা দায়ের করেছেন এর জাতীয় সভাপতি বিষ্ণু গুপ্তা।

শুক্রবার (১৬ জুন) মুক্তি পেয়েছে ওম রাউত পরিচালিত ‘আদিপুরুষ’। এ উপলক্ষ্যে প্রেক্ষাগৃহের বাইরে ভক্তদের উন্মাদনা ছিল দেখার মতো। আতসবাজিসহ ঢোল-তাসা ও নাচের সঙ্গে হয় এর উদযাপন। অথচ উৎসবমুখর পরিবেশে মুক্তির দিনই আইনি জটিলতায় পড়ল ‘আদিপুরুষ’।

এদিকে অভিযোগনামায় উল্লেখ করা হয়েছে, ‘আদিপুরুষ’-এর যেসমস্ত দৃশ্যে রাম-সীতা, হনুমান এবং রাবণকে ভুলভাবে দেখানো হয়েছে, সেসমস্ত দৃশ্য ছেঁটে ফেলা হোক নতুবা সংশোধন করা হোক।

এছাড়া মহর্ষি বাল্মীকির লেখা ‘রামায়ণ’ কিংবা ‘রামচরিতমানস’-এ যেরকম বর্ণনা রয়েছে, তার সঙ্গে কোনো মিল নেই এ সিনেমাতে দেখানো ধর্মীয় চরিত্রগুলোর। হিন্দু ব্রাহ্মণ রাবণকে বিকৃত করে যে ভয়ংকর মুখ দেখানো হয়েছে, তা হিন্দু সভ্যতার সম্পূর্ণ অপমান। তথ্য বিকৃতি ছাড়া আর কিছুই নয়।

তবে এসবকে পেছনে ফেলে প্রথমদিনেই ছক্কা হাঁকিয়েছে সিনেমাটি। বক্স অফিস রিপোর্ট অনুযায়ী, ওপেনিং ডেতে প্রায় ৭০ কোটি ছাড়িয়ে গেছে ‘আদিপুরুষ’-এর আয়।


ads



©2022 newsprobaha.com
Developed by- .:: SHUMANBD ::.