রবিবার | ১৪ই সেপ্টেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ | ৩০শে ভাদ্র, ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ খবর :
‘তৃণমূলে ওষুধের প্রাপ্যতা কমাবে উচ্চ রক্তচাপের প্রকোপ’: সাংবাদিক কর্মশালায় বক্তারা জি এম কাদের ও তার স্ত্রীর দেশত্যাগে নিষেধাজ্ঞা ২১ আগস্ট গ্রেনেড হামলা : তারেক রহমান-বাবরের খালাসের রায় বহাল ডাকসু নির্বাচন নিয়ে কোনো রিট শুনব না : হাইকোর্ট `অপরাধবোধ ও বিবেকের তাড়নায় আমি রাজসাক্ষী হওয়ার সিদ্ধান্ত নিয়েছি’ রাজশাহীর আদিবাসি সাঁওতাল পল্লীতে কালোথাবা, ৫ সেপ্টেম্বরের মধ্যে পল্লী ছাড়তে হুমকি নুরের ওপর হামলায় জামায়াত জড়িত, নির্বাচন পেছানোর ষড়যন্ত্র করছে: ছাত্রদল নেতা আমান তারেক রহমানের ৩১ দফার বার্তা প্রতিটি ঘরে পৌঁছে দিতে হবে: বেগম সেলিমা রহমান নুরের ওপর হামলায় জড়িত কেউ রেহাই পাবে না, সরকারের বিবৃতি ফেব্রুয়ারির প্রথমার্ধে নির্বাচন প্রতিহত করার কোনও শক্তি নাই: প্রেস সচিব
নগরীতে চাঁদার টাকা না দেয়াই দোকানে হামলা ভাঙ্গচুর

নগরীতে চাঁদার টাকা না দেয়াই দোকানে হামলা ভাঙ্গচুর

নিজস্ব প্রতিবেদক: রাজশাহী লক্ষ্মীপুর বাঁকির মোড়ে চাঁদার টাকা না দেয়াই রিকশা গ্যরেজে হামলা চালিয়েছে সন্ত্রাসীরা। শুক্রবার রাত ৮ টার দিকে এ ঘটনা ঘটে। এ ঘটনায় রিকশা গ্যরেজ মালিক লক্ষিপুর বাগানপাড়ার আরমানের ছেলে জুয়েল রাজপাড়া থানায় লিখিতো অভিযোগ দিয়েছে।

জানা গেছে, লক্ষ্মীপুর বাকির মোড়ে রিকশা গ্যরেজ মালিকর লক্ষ্মীপুর বাগানপাড়া আরমানের ছেলে জুয়েল দীর্ঘদিন যাবত রিকশা গ্যরেজ চালিয়ে আসছে। সাম্প্রতিক কিছু দিন আগে ওই এলাকার এরামুলের নেতৃত্বে বদরুলের ছেলে বাশিরুল, বারির ছেলে তানফির, শফিকুলের ছেলে শাজদার, সাদিয়ার, এনামুলের ছেলে একরামুল ৫০ হাজার টাকা চাঁদা দাবি করে। চাঁদার টাকা দিতে অস্বীকার করলে গ্যরেজ মালিক জুয়েলের গ্যরেজে চাঁপাতি, হাসুয়া, লোহার রড নিয়ে শুক্রবার রাত ৮ টার দিকে হামলা চালিয়ে গ্যরেজের দরজা ভেঙ্গে ফেলে। এ সময় গ্যরেজ মালিক জুয়েল পালিয়ে গিয়ে প্রানে বেঁচে যায়।

দোকানের সামনে সিসি ক্যামেরার ফুটেজে দেখা যায়, ৭ থেকে ৮ জন যুবক, হাসুয়া, চাপাতি, লোহার রড নিয়ে রিকশার গ্যরেজে হামলা চালিয়ে গ্যরেজ ভাঙ্গচুর করছে। সিসি টিভির ফুটেজ থানা পুলিশের কাছে দেয়া হয়েছে বলে জানান গ্যরেজ মালিক জুয়েল।

এ ঘটনা গ্যারেজ মালিক জুয়েল নাম উল্লেখ করে ৬ জনের নাম উল্লেখ করে ও অজ্ঞাত ৪-৫ জনের বিরুদ্ধে থানায় অভিযোগ দায়ের করেন।

এ ঘটনায় রাজপাড়া থানার এসআই কাজল নন্দি বলেন, খবর পেয়ে ঘটনা স্থল পুলিশ পরিদর্শন করেছে। অভিযোগ হয়েছে থানায়। আসামীদের বিরুদ্ধে দ্রুত আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।


ads



©2022 newsprobaha.com
Developed by- .:: SHUMANBD ::.