রবিবার | ১৯শে অক্টোবর, ২০২৫ খ্রিস্টাব্দ | ৩রা কার্তিক, ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ খবর :
ভয়াবহ আগুন শাহজালাল কার্গো ভিলেজে, নিয়ন্ত্রণে ফায়ারের ৩৬ ইউনিট রাজনৈতিক দলগুলোর সঙ্গে প্রধান উপদেষ্টার জরুরি বৈঠক সন্ধ্যায় রাজশাহী বিশ্ববিদ্যালয়ে দীর্ঘ ৩৬ বছর পর আগামীকাল রাকসু নির্বাচন মর্যাদাপূর্ণ এসকেএএল ইন্টারন্যাশনাল মাদ্রিদে সদস্যপদ পেলেন ডাল্টন জহির ‘তৃণমূলে ওষুধের প্রাপ্যতা কমাবে উচ্চ রক্তচাপের প্রকোপ’: সাংবাদিক কর্মশালায় বক্তারা জি এম কাদের ও তার স্ত্রীর দেশত্যাগে নিষেধাজ্ঞা ২১ আগস্ট গ্রেনেড হামলা : তারেক রহমান-বাবরের খালাসের রায় বহাল ডাকসু নির্বাচন নিয়ে কোনো রিট শুনব না : হাইকোর্ট `অপরাধবোধ ও বিবেকের তাড়নায় আমি রাজসাক্ষী হওয়ার সিদ্ধান্ত নিয়েছি’ রাজশাহীর আদিবাসি সাঁওতাল পল্লীতে কালোথাবা, ৫ সেপ্টেম্বরের মধ্যে পল্লী ছাড়তে হুমকি
রাবিতে কার্যকর পাঠদান ও মূল্যায়ন বিষয়ে প্রশিক্ষণ অনুষ্ঠিত

রাবিতে কার্যকর পাঠদান ও মূল্যায়ন বিষয়ে প্রশিক্ষণ অনুষ্ঠিত

নিজস্ব প্রতিবেদক: রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) ইনস্টিটিউশনাল কোয়ালিটি অ্যাসুরেন্স সেল (আইকিউএসি) আয়োজিত কার্যকর পাঠদান ও মূল্যায়ন বিষয়ে প্রশিক্ষণ আজ রবিবার অনুষ্ঠিত হয়। ‘Effective Teaching, Learning and Assessment’ শীর্ষক এই প্রশিক্ষণে প্রশিক্ষক ছিলেন বাংলাদেশ অ্যাক্রেডিটেশন কাউন্সিলের সদস্য অধ্যাপক এস এম কবীর। এদিন সকাল ৯:৩০ মিনিটে আইকিউএসি কনফারেন্স রুমে এই প্রশিক্ষণের উদ্বোধন করেন প্রধান অতিথি উপ-উপাচার্য (প্রশাসন) অধ্যাপক মো. সুলতান-উল-ইসলাম। আইকিউএসি’র পরিচালক অধ্যাপক দুলাল চন্দ্র রায়ের সভাপতিত্বে এই অনুষ্ঠানে আইকিউএসসি’র অতিরিক্ত পরিচালক অধ্যাপক মো. মশিহুর রহমান স্বাগত বক্তৃতা করেন।

প্রশিক্ষণ উদ্বোধন করে উপ-উপাচার্য (প্রশাসন) তাঁর বক্তৃতায় বলেন, বর্তমান বিশ্বে শিক্ষাক্ষেত্রে বিশেষ করে উচ্চশিক্ষায় প্রতিষ্ঠানের পাঠদান, পাঠদান থেকে জ্ঞান আহরণ ও তার মূল্যায়ন একান্ত আবশ্যক। এর মাধ্যমে প্রতিষ্ঠানের পঠন-পাঠন পদ্ধতি কার্যকর প্রয়োগ নিশ্চিত করা যায়। সামগ্রিকভাবে তা প্রতিষ্ঠানের স্বীকৃতিতে ও দেশের শিক্ষাক্ষেত্রে সামগ্রিক উন্নয়নে বিশেষ ভূমিকা পালন করে। বর্তমান প্রশিক্ষণ রাবি শিক্ষকদের সেই লক্ষ্য অর্জনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।

চার দিনব্যাপী এই প্রশিক্ষণে চারটি ব্যাচে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের ৪০ জন করে মোট ১৬০ জন অংশ নিচ্ছেন।

আইকিউএসি’র অতিরিক্ত পরিচালক অধ্যাপক মো. আব্দুর রশিদ সরকার কর্মশালা উদ্বোধন অনুষ্ঠানটি সঞ্চালনা করেন।


ads



©2022 newsprobaha.com
Developed by- .:: SHUMANBD ::.