শুক্রবার | ৪ঠা এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ | ২১শে চৈত্র, ১৪৩১ বঙ্গাব্দ

রাবি’র বার্ষিক প্রতিবেদন ২০২১-২০২২ প্রকাশিত

রাবি’র বার্ষিক প্রতিবেদন ২০২১-২০২২ প্রকাশিত

নিজস্ব প্রতিবেদক: রাজশাহী বিশ্ববিদ্যালয় (রাবি) বার্ষিক প্রতিবেদন ২০২১-২০২২ প্রকাশিত হয়েছে। বৃহস্পতিবার ( ০১ জুন) শহীদ সৈয়দ নজরুল ইসলাম প্রশাসন ভবনের কনফারেন্স রুমে বার্ষিক প্রতিবেদন সম্পাদনা পর্ষদের সভাপতি উপ-উপাচার্য (প্রশাসন) অধ্যাপক মো. সুলতান-উল-ইসলাম উপাচার্য অধ্যাপক গোলাম সাব্বির সাত্তারের নিকট এই প্রতিবেদন হস্তান্তর করেন। বার্ষিক প্রতিবেদন গ্রহণ করে উপাচার্য সম্পাদনা পর্ষদ সভাপতিসহ সদস্যবৃন্দকে ধন্যবাদ জ্ঞাপন করেন।

পরে উপাচার্য বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে বার্ষিক প্রতিবেদন ২০২১-২০২২ অবমুক্ত করেন।
এই বার্ষিক প্রতিবেদনে ২০২১-২০২২ শিক্ষাবর্ষে বিশ্ববিদ্যালয়ের পঠন-পাঠন ও গবেষণা, প্রকাশনা এবং আনুষঙ্গিক তথ্য স্থান পেয়েছে। ১০ সদস্যবিশিষ্ট একটি সম্পাদনা পর্ষদ প্রতিবেদনটি সম্পাদনা করেছে।

প্রতিবেদন হস্তান্তরকালে অন্যদের মধ্যে উপ-উপাচার্য (একাডেমিক) অধ্যাপক মো. হুমায়ুন কবীর, কোষাধ্যক্ষ অধ্যাপক মো. অবায়দুর রহমান প্রামানিক, বার্ষিক প্রতিবেদনের প্রকাশক বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার অধ্যাপক মো. আবদুস সালাম, সম্পাদনা পর্ষদের সদস্য অধ্যাপক মো. আশরাফুল ইসলাম খান, অধ্যাপক সৈয়দ মুস্তাফিজুর রহমান, অধ্যাপক প্রদীপ কুমার পাণ্ডে, অধ্যাপক বনি আদম, সম্পাদনা পর্ষদের সদস্য-সচিব মো. সাদেকুল ইসলামসহ সংশ্লিষ্ট অন্যরা উপস্থিত ছিলেন।


©2022 newsprobaha.com
Developed by- .:: SHUMANBD ::.