শনিবার | ২৪শে মে, ২০২৫ খ্রিস্টাব্দ | ১০ই জ্যৈষ্ঠ, ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ খবর :
বিএনপি-জামায়াত-এনসিপির দ্বন্দ্বে নতুন সমীকরণে রাজনীতি ওজন কমাবে এই ৫টি ফল রাজশাহী মহানগরীতে বিশেষ অভিযানে ৩ জনসহ অন্যান্য অভিযোগে গ্রেপ্তার ১৯ খবরদার! বিছানায় শুয়ে শুয়ে এই কাজটি আর করবেন না! কী মারাত্মক বিপদ ডেকে আনে জানলে শিউরে উঠবেন পুরুষদের টাকেও গজাবে চুল! অতিপরিচিত এই সবজির বীজ ব্যবহার করেই মাথা ঢাকবে কুচকুচে কালো কেশে বাঘায় গণমাধ্যমকর্মীদের নিয়ে মতবিনিময় সভা অনুষ্ঠিত চরিত্র বদলে ফের হানা করোনার! নতুন ভ্যারিয়েন্টের থেকে বাঁচতে কোন কোন লক্ষণ দেখলে সতর্ক হবেন? প্রধান উপদেষ্টার সঙ্গে বৈঠকে বিএনপির প্রতিনিধিদল আমাগীকাল থেকে তিন দিনব্যাপী ভূমি মেলা শুরু নাটকীয় মৌসুম শেষে শিরোপা জিতেছে নাপোলি
স্মার্ট বিনিয়োগ সেবা পেতে বিডার ওএসএস ব্যবহার করতে হবে

স্মার্ট বিনিয়োগ সেবা পেতে বিডার ওএসএস ব্যবহার করতে হবে

প্রবাহ ডেস্ক: স্বচ্ছতার সঙ্গে দ্রুততম সময়ের মধ্যে স্মার্ট বিনিয়োগ সেবা নিতে হলে বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষের (বিডা) ওএসএস ব্যবহার করতে হবে বলে জানিয়েছে সংস্থাটি।

মঙ্গলবার (৩০ মে) চট্টগ্রামের হোটেল আগ্রাবাদে বিডার অনলাইন ওয়ান স্টপ সার্ভিস পোর্টালের সার্বিক কার্যক্রম অবহিতকরণ সম্পর্কিত কর্মশালায় সংস্থাটির নির্বাহী সদস্য মিজ মহোসিনা ইয়াসমিন এ কথা বলেন। ইন্টারন্যাশনাল লেবার অর্গানাইজেশনের (আইএও) সার্বিক সহযোগিতায় এ কর্মশালার আয়োজন করে বিডা।

কর্মশালায় শুরুতেই বিডার নির্বাহী সদস্য (অতিরিক্ত সচিব) ড. খন্দকার আজিজুল ইসলাম স্বাগত বক্তব্যে বলেন, এখন স্মার্ট বাংলাদেশের সেবাগুলোও হবে স্মার্ট।

বিডার অনলাইন ওয়ান স্টপ সার্ভিস পোর্টালের মাধ্যমে বিনিয়োগকারীরা সব ধরনের বিনিয়োগ সেবা ঘরে বসেই একই প্লাটফর্ম থেকে পাবেন। এমনকি এসময়ে সেবা নিতে কাউকে অফিসেও আসার প্রয়োজন নাই।

বিশেষ অতিথির বক্তব্যে চিটাগাং চেম্বার অফ কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির প্রেসিডেন্ট মাহবুবুল আলম বলেন, দ্রুত বিনিয়োগ সেবা পেতে হলে আমাদের ডিজিটালভাবে বিনিয়োগ সেবা গ্রহণ করতে হবে। পাশাপাশি কাঙ্ক্ষিত সেবা পেতে হলে বিনিয়োগকারীদের অবশ্যই থার্ড পার্টি মুক্ত হয়ে সেবা গ্রহণ করতে হবে।

প্রধান অতিথির বক্তব্যে বিডার নির্বাহী সদস্য মিজ মহসিনা ইয়াসমিন বলেন, প্রধানমন্ত্রী আমাদের সামনে স্মার্ট বাংলাদেশের ভিশন তুলে ধরেছেন। স্মার্ট বাংলাদেশ বিনির্মাণের অন্যতম প্রধান উপদান হলো আধুনিক বিনিয়োগ ব্যবস্থা।

আর বিনিয়োগ সেবাকে প্রযুক্তিগত ডিজিটাইস করার জন্য কাজ করে যাচ্ছে বিডা। স্বল্প সময়ে স্বল্প ব্যয়ে স্বচ্ছ দ্রুত হ্যাসেল ফ্রি স্মার্ট বিনিয়োগ সেবা নিতে হলে বিডার ওএসএস ব্যবহার করতে হবে।

বিনিয়োগকারীদের বিশ্বমানের ডিজিটাল সেবা প্রদানের জন্য বিডা সার্বক্ষণিক প্রতিজ্ঞাবদ্ধ। এসময়ে তিনি বিনিয়োগকারীদের থার্ড পার্টি বাদ দিয়ে সরাসরি বিডা ওএসএসের মাধ্যমে সেবা গ্রহণের আহ্বান জানান।

চট্টগ্রামের বিভাগীয় কমিশনার ড. আমিনুর রহমান (এনডিসি) বলেন, চমৎকারভাবে এগিয়ে যাচ্ছে বিডা। বাংলাদেশের বিনিয়োগ বৃদ্ধিতে বিডার কার্যক্রম খুবই গতিশীল।

বিডার ওএসএস বিনিয়োগকারীদের সর্বোচ্চ ডিজিটাল বিনিয়োগ সেবা প্রদান করে আসছে। তাই বর্তমান প্রযুক্তির যুগে সেবা গ্রহণের ক্ষেত্রেও আমাদের প্রযুক্তির সর্বোচ্চ ব্যবহার করতে হবে।

বিডা জানায়, বিডা দেশি বিদেশি বিনিয়োগকারীদের অনলাইনে সেবা প্রদানের লক্ষ্যে বিগত ২৪ ফ্রেরুয়ারি ২০১৯ সালে চালু করা অনলাইনভিত্তিক ওয়ান স্টপ সার্ভিস পোর্টালের মাধ্যমে বর্তমানে বিনিয়োগকারীদের ২৪টি সংস্থার ৭১টি সেবা প্রদান করে আসছে।

এছাড়া, ৪৩টি সংস্থার সঙ্গে সমঝোতা স্মারক সই করেছে। অতি দ্রুত এসব সংস্থার সেবাসমূহ বিডা ওএসএসে যুক্ত হবে। অনলাইন ওয়ান স্টপ সার্ভিস পোর্টালের আওতায় বিভিন্ন সংস্থার ১৫০টির অধিক সেবা অনলাইনে দেওয়ার পরিকল্পনা বিডার রয়েছে।

অনুষ্ঠানে শুরুতেই বিডার মহাপরিচালক জীবন কৃষ্ণ সাহা রায় ওএসএস হালনাগাদ চিত্র তুলে ধরেন।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, চিটাগাং চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির সভাপতি মাহবুবুল আলম, ভাইস প্রেসিডেন্ট সৈয়দ তানভীর, চিটাগাং উইমেন চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির সিনিয়র ভাইস প্রেসিডেন্ট আবিদা সুলতানা ও অতিরিক্ত জেলা প্রশাসক রাকিব হাসান।


ads



©2022 newsprobaha.com
Developed by- .:: SHUMANBD ::.