শুক্রবার | ১২ই সেপ্টেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ | ২৮শে ভাদ্র, ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ খবর :
‘তৃণমূলে ওষুধের প্রাপ্যতা কমাবে উচ্চ রক্তচাপের প্রকোপ’: সাংবাদিক কর্মশালায় বক্তারা জি এম কাদের ও তার স্ত্রীর দেশত্যাগে নিষেধাজ্ঞা ২১ আগস্ট গ্রেনেড হামলা : তারেক রহমান-বাবরের খালাসের রায় বহাল ডাকসু নির্বাচন নিয়ে কোনো রিট শুনব না : হাইকোর্ট `অপরাধবোধ ও বিবেকের তাড়নায় আমি রাজসাক্ষী হওয়ার সিদ্ধান্ত নিয়েছি’ রাজশাহীর আদিবাসি সাঁওতাল পল্লীতে কালোথাবা, ৫ সেপ্টেম্বরের মধ্যে পল্লী ছাড়তে হুমকি নুরের ওপর হামলায় জামায়াত জড়িত, নির্বাচন পেছানোর ষড়যন্ত্র করছে: ছাত্রদল নেতা আমান তারেক রহমানের ৩১ দফার বার্তা প্রতিটি ঘরে পৌঁছে দিতে হবে: বেগম সেলিমা রহমান নুরের ওপর হামলায় জড়িত কেউ রেহাই পাবে না, সরকারের বিবৃতি ফেব্রুয়ারির প্রথমার্ধে নির্বাচন প্রতিহত করার কোনও শক্তি নাই: প্রেস সচিব
রাজশাহীর চরশ্যামপুরে ইজারা শর্ত ভঙ্গ করে বালু উত্তোলন

রাজশাহীর চরশ্যামপুরে ইজারা শর্ত ভঙ্গ করে বালু উত্তোলন

নিজস্ব প্রতিবেদক: রাজশাহীর পবা উপজেলার কাটাখালি পৌরসভা এলাকার পদ্মা নদীতে চরশ্যামপুর ও দিয়ার খিদিরপুর মৌজার বালুমহাল ইজারা দিয়েছে রাজশাহী জেলা প্রশাসন।

গত ২ মে সাড়ে আট কোটি টাকায় বালুমহালটি ইজারা নিয়েছেন স্থানীয় বালু ব্যবসায়ী ও যুবলীগ নেতা জনি ইসলাম। সরকারি নির্ধারিত মূল্যের প্রায় দুই কোটি টাকা বেশী দরে ৩৯০ একরের বালুমহালটি ইজারা নিয়েছেন তিনি। কিন্তু ইজারা শর্ত ভঙ্গ করে বালু উত্তোলন ও পরিবহন করছেন জনি ইসলাম।

বিশেষ করে ইজারা এলাকার প্রায় পাঁচ কিলোমিটার পদ্মার উজানে গিয়ে কাজলা মৌজা থেকে বালু উত্তোলন করছেন তিনি। এছাড়াও তিনি মানছেন না বালু পরিবহনের শর্তও। জনবহুল সড়ক ব্যবহার করে দিন-রাত বালু পরিবহন করছেন। এতে যেমন পৌরসভা এলাকার সড়ক ক্ষতিগ্রস্ত হচ্ছে তেমন দুর্ঘটনার কবলে পড়েছেন স্থানীয় লোকজন। এছাড়াও বালু পরিবহনের সময় ট্রাকের উপর ঢেকে দেয়ার নিয়ম থাকলেও সেটিও করা হয় না। এ নিয়ে চরম ক্ষোভ বিরাজ করছে এলাকাবাসীর মধ্যে।

 

 

 

 

 

 

 

 

 

স্থানীয় একাধিক সূত্রে জানা গেছে, নদী পথে চরশ্যামপুর থেকে নগরীর তালাইমারি ঘাটের দুরত্ব প্রায় পাঁচ কিলোমিটার। ইজারা এলাকার বাইরে গিয়ে তালাইমারি নিচে কাজলা মৌজা থেকে ড্রেজিং করে বালু তোলা হচ্ছে। এতে তালাইমারি এলাকা ভাঙন ঝুকিতে পড়ছে। ২০১৯ সালে এ এলাকায় বালু উত্তোলন ও পরিবহন নিষিদ্ধ ঘোষণা করেছিল হাইকোর্ট ও জেলা প্রশাসন। যা এখনো বলাবদ রয়েছে।

তালাইমারি এলাকায় বসবাসকারি ইব্রাহীম হোসেন জানান, ‘‘উচ্চ আদালতের নির্দেশনা অনুযায়ী জেলা প্রশাসক রেজুলেশন করে তালাইমারি এলাকায় বালুমহাল ও ঘাট বিলুপ্ত করেছেন। যা এখানো বহাল রয়েছে। এর পরও এই এলাকায় নতুন করে বালু উত্তোলন করা হচ্ছে।

এ ব্যাপারে জানতে মুঠোফোনে একাধিকবার যোগাযোগ করার চেষ্টা করেও বালুমহাল ইজারাদার জনি ইসলাম ফোন ধরেননি। মোবাইলে খুদে বার্তা পাঠিয়েও তার কোন সারা পাওয়া যায়নি। সর্বশেষ মঙ্গলবার দুপুরে ফোন রিসিভ করলেও গাড়ি চালাচ্ছি বলে কেটে দেন। তিনি বালুমহাল নিয়ে কোন কথা বলেননি।

এ নিয়ে রাজশাহীর জেলা প্রশাসক শামীম আহমেদ বলেন, ইজারা এলাকার বাইরে গিয়ে বালু তোলা যাবে না। যদি এমনটা হয়ে থাকে তবে ইজারাদারের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে।


ads



©2022 newsprobaha.com
Developed by- .:: SHUMANBD ::.