রবিবার | ৩১শে আগস্ট, ২০২৫ খ্রিস্টাব্দ | ১৬ই ভাদ্র, ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ খবর :
নুরের ওপর হামলায় জড়িত কেউ রেহাই পাবে না, সরকারের বিবৃতি ফেব্রুয়ারির প্রথমার্ধে নির্বাচন প্রতিহত করার কোনও শক্তি নাই: প্রেস সচিব ফজলুর রহমানকে গ্রেপ্তার দাবিতে বাসার সামনে অবস্থান রোহিঙ্গা সংকট, বিশ্ব সম্প্রদায়ের উচিত প্রয়োজনীয় সহযোগিতা নিশ্চিত করা: জাতিসংঘ ফজলুর রহমানকে আরও ২৪ ঘণ্টা সময় দিলো বিএনপি হত্যা মামলায় রিমান্ডে আফ্রিদি, খালেদা জিয়ার সঙ্গে বাবার ছবি দেখিয়ে জামিন চাইলেন আইনজীবী ছাত্রদলকে ডাকসুতে মনোনয়নপত্র ক্রয় করতে না দিতে মব হচ্ছে : রিজভী চিকিৎসা শেষে ফিরলেন মির্জা ফখরুল, সংকট নিরসনের একমাত্র পথ দ্রুত নির্বাচন আনুষ্ঠানিক দা‌য়িত্ব নিলেন পাকিস্তানের নতুন হাইকমিশনার সুষ্ঠু নির্বাচনে সরকারকে সহযোগিতা দিতে সেনাবাহিনী প্রস্তুত : সেনাপ্রধান
রুশ সীমান্তে এখনো চলছে লাগাতার হামলা

রুশ সীমান্তে এখনো চলছে লাগাতার হামলা

প্রবাহ ডেস্ক: গত ২৪ ঘণ্টায় রাশিয়া-ইউক্রেন সীমান্তবর্তী বেলগোরোদ অঞ্চলে লাগাতার হামলা চালাচ্ছে বলে জানিয়েছেন অঞ্চলটির গভর্নর ব্যাচেস্লাভ গ্ল্যাডকভ। শুক্রবার সামাজিক যোগাযোগমাধ্যমে এমন কথা জানিয়েছেন গ্ল্যাডকভ। খবর এএফপির।

রাশিয়ার দক্ষিণের এই শহরটিতে হামলার জন্য ইউক্রেনকে দায়ী করেছেন এই কর্মকর্তা।

ব্যাচেস্লাভ গ্ল্যাডকভ বলেন, অঞ্চলটির পাঁচটি এলাকায় লাগাতার ড্রোন, মর্টার ও কামান হামলা চালাচ্ছে বিদ্রোহীরা। গত দুই দিনে কোজিনকা গ্রামে হামলা হয়েছে প্রায় ১৩০ বার।

তিনি বলেন, মস্কোর বিরুদ্ধে পাল্টা হামলার কথা দীর্ঘদিন ধরেই বলছে কিয়েভ। এমন অবস্থাতেই বেলগোরোদে লাগাতার হামলার খবর পাওয়া যাচ্ছে। তবে এসব হামলায় ক্ষতির পরিমাণ এখনো জানা যায়নি।

হামলায় সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে অঞ্চলটির গ্রাইভোরোন জেলা। জেলাটি থেকে রুশ সেনারা ইউক্রেনের এসব হামলা প্রতিহত করে আসছে। কোজিনকা গ্রামের রাস্তাসহ বেশ কিছু অবকাঠামোগত ক্ষতি হয়েছে বলেও জানান গ্ল্যাডকভ।

গ্লোটোভো গ্রামটিতে ছয়টি গোলাবর্ষণে গ্রামটির অনেক বাড়ির জানালা ভেঙে গেছে বলে জানান তিনি। গ্রামটির একটি দোকান ও সোভিয়েত আমলের একটি বাড়িতে ‘বিস্ফোরক’ দিয়ে হামলা হয়েছে বলেও দাবি করেন গভর্নর।

এছাড়া তিন লাখ ৩০ হাজার বাসিন্দার বেলগোরোদ অঞ্চলের আরও বেশ কয়েকটি এলাকায় হামলার কথা জানিয়েছেন তিনি।

সম্প্রতি মস্কো হুমকি দিয়ে বলেছিল, রুশ ভূখণ্ডে হামলা হলে তার ‘কঠিন জবাব’ দেওয়া হবে।


ads



©2022 newsprobaha.com
Developed by- .:: SHUMANBD ::.