মঙ্গলবার | ১লা জুলাই, ২০২৫ খ্রিস্টাব্দ | ১৭ই আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ খবর :
আনুপাতিক পদ্ধতির নির্বাচন সময়ের দাবি : চরমোনাই পীর ঢাকার বায়ুদূষণ রোধে ‘ডিগ্রেডেড এয়ারশেড’ চিহ্নিত করা হবে: পরিবেশ উপদেষ্টা আশ্রয়প্রার্থীদের নৌকায় চেপে ব্রিটেনে পৌঁছানোর রেকর্ড অন্তর্বর্তী সরকারের বৈধতা চ্যালেঞ্জ : লিভ টু আপিল শুনানি ১৬ জুলাই ‘পঞ্চপাণ্ডব’ ছাড়া নতুন যুগে বাংলাদেশ একদিনে আরও ৩৮৬ জনের ডেঙ্গু শনাক্ত, সবচেয়ে বেশি বরিশালে একান্ত বৈঠকে কী বলেছিলেন প্রধান উপদেষ্টা, জানালেন সিইসি আমরা নতুন দেশ গড়ার আন্দোলনে নেমেছি : নাহিদ ইসলাম ট্রাম্প ও নেতানিয়াহুকে ‘আল্লাহর শত্রু’ আখ্যা দিয়ে ইরানে ফতোয়া নির্বাচিত সরকারের সঙ্গে কাজ করার ব্যাপারে আশাবাদী চীন : ফখরুল
৬০ হাজার ইউক্রেনীয়র কাছে ত্রাণ পাঠানো যাচ্ছে না: জাতিসংঘ

৬০ হাজার ইউক্রেনীয়র কাছে ত্রাণ পাঠানো যাচ্ছে না: জাতিসংঘ

প্রবাহ ডেস্ক: রাশিয়ার সামরিক আগ্রাসনের কারণে ইউক্রেনের ৬০ হাজার নাগরিকের কাছে জরুরি মানবিক ত্রাণ পাঠানো যাচ্ছে না বলে জানিয়েছে জাতিসংঘ।জেনেভায় শুক্রবার জাতিসংঘ কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানানো হয়েছে। খবর আনাদোলুর।

জাতিসংঘের মানবিক ত্রাণবিষয়ক শাখার মুখপাত্র জেন্স লার্ক সংবাদ সম্মেলনে শুক্রবার এ কথা বলেন। তিনি বলেন, রুশ নিয়ন্ত্রিত এলাকাগুলোতে কিছুতেই জরুরি ত্রাণ পৌঁছানো যাচ্ছে না।

এ বছর রুশ অধিকৃত দোনেৎস্ক, খারকিভ ও লুহানস্ক অঞ্চলের ৪০টিরও বেশি ইউক্রেনীয় শহর ও গ্রামে একেবারেই মানবিক ত্রাণ পাঠানো সম্ভব হয়নি। নিরাপত্তার ঝুঁকিই এর অন্যতম কারণ।

এছাড়া, এবছরের এপ্রিল নাগাদ ইউক্রেনের ৫৪ লাখ মানুষকে জাতিসংঘের জরুরি ত্রাণ সহায়তা করা হয়েছে বলেও জানান জেন্স লার্ক।

তবে, রাশিয়া সামরিক অভিযান শুরুর পর থেকে এ পর্যন্ত ৮ লাখেরও বেশি ইউক্রেনীয়কে মানবিক সহায়তা দেওয়া হয়েছে। এদের বেশির ভাগই (৬০ শতাংশ) নারী ও শিশু।

জাতিসংঘের এ কর্মকর্তা আরও জানান, ২১ লাখ ইউক্রেনীয়কে আর্থিক, ৩৫ লাখ ইউক্রেনীয়কে খাদ্য সহায়তা এবং ৩০ লাখ ইউক্রেনীয়কে চিকিৎসা সহায়তা দেওয়া হয়েছে।


ads



©2022 newsprobaha.com
Developed by- .:: SHUMANBD ::.