শুক্রবার | ৯ই জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৫শে পৌষ, ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ খবর :
বীর মুক্তিযোদ্ধাদের প্রেরণা নিয়ে ভবিষ্যত গড়তে চাই: মনোজ কুমার আগামী ৩-৪ কার্যদিবসের মধ্যে গণভোট আইন: আইন উপদেষ্টা নির্বাচন শান্তিপূর্ণ ও উৎসবমুখর করতে সেনাবাহিনীর সহায়তা দরকার: প্রধান উপদেষ্টা রাজশাহীতে বিচারকের বাসায় ঢুকে ছেলেকে ছুরিকাঘাত করে হত্যা, স্ত্রী গুরুতর আহত আধুনিক ও যুগোপযোগী প্রশিক্ষণের মাধ্যমে প্রস্তুত থাকার আহ্বান সেনাপ্রধানের সংসদ নির্বাচনের দিন গণভোট: প্রধান উপদেষ্টা ফেব্রুয়ারির পর নির্বাচন মানুষ মেনে নেবে না: মির্জা ফখরুল রাজশাহীতে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত ডেঙ্গুতে আরো ৫ জনের মৃত্যু, হাসপাতালে ১০৩৪ জন জাতীয় সংসদের অর্ধেক আসন চায় নারীরা
নেইমারকে আর্সেনালে দেখতে চান পেতি

নেইমারকে আর্সেনালে দেখতে চান পেতি

প্রবাহ ডেস্ক: লিওনেল মেসির সঙ্গে প্যারিসের দলটির বর্তমান চুক্তির মেয়াদ আছে এ মাসের জুন পর্যন্ত, তবে এখনো নতুন কোনো চুক্তি নিয়ে খবর নেই। ইউরোপের সংবাদমাধ্যমগুলো বলছে— প্যারিসে আর থাকছেন না আর্জেন্টিনার বিশ্বকাপজয়ী দলের অধিনায়ক। তবে ধারণা করা হচ্ছে, পিএসজিতে এমএনএম ত্রয়ী যে ভাঙছে, এটা এখন অনেকটাই নিশ্চিত।

শুধু মেসিই নন, পিএসজি ছাড়ার কথা নাকি ভাবছেন নেইমারও। ইউরোপের কয়েকটি সংবাদমাধ্যম নেইমারের ঘনিষ্ঠজনদের বরাত দিয়ে এমন খবর ছাপার পর বড় ক্লাবগুলোর অনেকেই ব্রাজিলিয়ান তারকাকে পাওয়ার ইচ্ছা প্রকাশ করে যাচ্ছে। বিশেষ করে ইংলিশ ক্লাবগুলো। এর মধ্যে উল্লেখযোগ্য চেলসি ও আর্সেনাল।

নেইমার যদি পিএসজি ছাড়েন, তা হলে ফ্রান্স ও আর্সেনালের সাবেক ফুটবলার এমানুয়েল পেতি তাকে আর্সেনালেই দেখতে চান। তার মতে, নেইমারের জন্যও আর্সেনালে যাওয়াটাই ভালো হবে। সেখানে তিনি ফুটবলটা উপভোগ করতে পারবেন।

ফ্রান্সের ১৯৯৮ বিশ্বকাপজয়ী দলের সদস্য পেতি ইংলিশ প্রিমিয়ার লিগের দল আর্সেনাল ও চেলসিতে খেলেছেন। দুটি দলেই তিনটি করে মৌসুম কাটানো ফ্রান্সের সাবেক মিডফিল্ডার নেইমারকে আর্সেনালে যাওয়ার পরামর্শ দিয়ে রেখেছেন, ‘নেইমার যে কোনো বড় ক্লাবেই মানিয়ে নিতে পারবে। সে আর্সেনালে গেলে আমার ভালো লাগবে এবং আমি মনে করি, তারও ভালো লাগবে।’

পেতি কেন নেইমারকে আর্সেনালে দেখতে চাইছেন, সেই ব্যাখ্যাও দিয়েছেন, ‘আমি মনে করি, সে টেকনিক্যাল ফুটবল এবং আর্সেনালের ধরনটা পছন্দ করবে। সে নিজেকে অনেকটাই পরিণত করে তুলতে পেরেছে বলে তরুণ খেলোয়াড়দের সঙ্গে খেলতে পছন্দ করবে।’


ads



©2022 newsprobaha.com
Developed by- .:: SHUMANBD ::.