শুক্রবার | ১২ই সেপ্টেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ | ২৮শে ভাদ্র, ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ খবর :
‘তৃণমূলে ওষুধের প্রাপ্যতা কমাবে উচ্চ রক্তচাপের প্রকোপ’: সাংবাদিক কর্মশালায় বক্তারা জি এম কাদের ও তার স্ত্রীর দেশত্যাগে নিষেধাজ্ঞা ২১ আগস্ট গ্রেনেড হামলা : তারেক রহমান-বাবরের খালাসের রায় বহাল ডাকসু নির্বাচন নিয়ে কোনো রিট শুনব না : হাইকোর্ট `অপরাধবোধ ও বিবেকের তাড়নায় আমি রাজসাক্ষী হওয়ার সিদ্ধান্ত নিয়েছি’ রাজশাহীর আদিবাসি সাঁওতাল পল্লীতে কালোথাবা, ৫ সেপ্টেম্বরের মধ্যে পল্লী ছাড়তে হুমকি নুরের ওপর হামলায় জামায়াত জড়িত, নির্বাচন পেছানোর ষড়যন্ত্র করছে: ছাত্রদল নেতা আমান তারেক রহমানের ৩১ দফার বার্তা প্রতিটি ঘরে পৌঁছে দিতে হবে: বেগম সেলিমা রহমান নুরের ওপর হামলায় জড়িত কেউ রেহাই পাবে না, সরকারের বিবৃতি ফেব্রুয়ারির প্রথমার্ধে নির্বাচন প্রতিহত করার কোনও শক্তি নাই: প্রেস সচিব
তানোরে ভূমিহীন আদিবাসীর বিরুদ্ধে ব্যবসায়ীর ৭ লাখ টাকার চেকের মামলা

তানোরে ভূমিহীন আদিবাসীর বিরুদ্ধে ব্যবসায়ীর ৭ লাখ টাকার চেকের মামলা

নিজস্ব প্রতিবেদক: রাজশাহীর তানোরে ফাঁকা চেক নিয়ে ৫২ হাজার টাকার কিটনাশক বাঁকি দিয়ে এক ভূমিহীন আদিবাসীর নামে আদালতে ৬ লাখ ৯২ হাজার টাকার মামলা করেছেন এক কিটনাশক ব্যবসায়ী।

রাজশাহীর তানোর উপজেলার তালন্দ ইউপির মোহন আদিবাসী পল্লীর সুশীল হেমরমের পুত্র রতন হেমরমের উপর এ মামলাটি করেছেন তানোর উপজেলার চান্দুড়িয়া ইউপির চান্দুড়িয়া গ্রামের আশরাফ আলী খানের পুত্র চান্দুড়িয়া বাজারের কিটনাশক ব্যবসায়ী মিলন খান।

গত ২ বছর ধরে রতন হেমরম এ মামলায় আদালতে নিয়মিত ভাবেই হাজিরা দিয়ে আসছেন। নুন আন্তে পান্থা ফুরানোর মত অবস্থার দিনমুজুর ভূমিহীন এ আদিবাসি স্ত্রীসহ ২ কন্যা ও ২ পুত্র সন্তান নিয়ে মানবেতর জীবনযাপন করছেন মানুষের বাড়িতে কামলা দিয়ে।

গত ২৩ মে মঙ্গলবার রাজশাহীর আদালত চত্বরে দেখা হয় রতনের সাথে তিনি বলেন, বিগত ২০১৭-১৮ সালের দিকে চান্দুড়িয়া বাজারের কীটনাশক ব্যবসায়ী মিলনের কাছ থেকে একটি ফাঁকা চেক দিয়ে আলু চাষের জন্য ৯২ হাজার টাকার সার বিষ বাঁকি নিয়েছিলাম। ওই বছর আলুতে সবার মত আমিও ক্ষতিগ্রস্থ হয়েছিলাম। তারপরও আলু তুলে ৪০ হাজার টাকা পরিশোধ করেছিলাম। তারপরও কিটনাশক ব্যবসায়ী মিলন ওই ফাঁকা চেক দিয়ে বিগত ২০১৮ সালে আদালতে আমার নামে ৬ লাখ ৯০ হাজার টাকার মামলা করেছেন। ওই মামলার হাজিরা দিতে আদালতে এসেছি।

তিনি বলেন, আমার ৪ সস্তানের মধ্যে বড় ছেলে সবুজ হেমরম কলেজে পড়ছে, মেয়ে বিউটি হেররমও কলেজে পড়ছে, আরেক ছেলে সজিব হেমরম আগামী বছরে এসএসসি পরিক্ষা দিবে এবং ছোট মেয়ে মিঠি হেমরম ২য় শ্রেণীতে পড়ছে। মামলার কারনে আমার স্ত্রী কয়েকবার অসুস্থ হয়ে পড়েছিল এবং আমাকেও কয়েকবার হাসপাতালে ভর্তি হতে হয়েছিল। কারন ৫২ হাজার টাকার বিপরীতে ৬ লাখ ৯০ হাজার টাকার মামলার বোঝা নিয়ে চলতে খুবই কষ্ট হচ্ছে। খুব টেনশন পড়েছি। তিন বেলা খেতেই পাচ্ছিনা, ছেলে মেয়েদের স্কুলে পড়াতে পারছিনা। খাস জায়গায় ভাঙ্গাচুরা খুপরি বাড়িতে বসবাস করছি। টাকা পরিশোধ করার কোনই ক্ষমতা নাই। পরিবার নিয়ে আত্মহত্যা করা ছাড়া উপায় নাই। ছেলে সজিব বলেন, টাকার টেনসনে বাবা মা ঘুমাতে পারেনা, আমরাও পড়তে পারছিনা। মরা ছাড়া উপায় নেই।

এবিষয়ে মোবাইলে যোগাযোগ করা হলে কিটনাশক ব্যবসায়ী মিলন খান বলেন, কোন বাকির টাকা না, রতন আমার কাছ থেকে ৬ লাখ ৯০ হাজার টাকা ধার নিয়েছিল। পরিশোধের জন্য একাধিকবার বলার পরও না দেয়ার কারনে আদালতে মামলা করেছি। ফাঁকা চেকে স্বাক্ষর নিয়ে কোন এমাউন্ট না লিখে চেক নেয়া যায় কিনা জানতে চাইলে তিনি বলেন এমাউন্ট বসিয়ে স্বাক্ষর নেযা হয়েছে।


ads



©2022 newsprobaha.com
Developed by- .:: SHUMANBD ::.