বুধবার | ২১শে মে, ২০২৫ খ্রিস্টাব্দ | ৭ই জ্যৈষ্ঠ, ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ খবর :
ভারতীয় নাগরিক হলে অবশ্যই ফেরত নিতে হবে : তৌহিদ হোসেন ড. ইউনূসকে অস্ট্রেলিয়ার ৪১ এমপি-সিনেটরের চিঠি ভোটকেন্দ্র স্থাপনে ডিসি-এসপির কমিটি বাদ: ইসি হামজাদের টিকিট নিয়ে ‘উল্টো’ রথে বাফুফে জাতীয় নির্বাচনের আগে স্থানীয় সরকার নির্বাচন হবে: নাসীরুদ্দীন ভাত রাঁধার সময় এই একটি উপাদান মিশিয়ে দিলেই পালানোর পথ পাবে না ডায়াবেটিস? মোক্ষম অস্ত্র রয়েছে রান্নাঘরেই? এ সরকারের ওপর আস্থা হারিয়ে গেছে: ফারুক গরম পড়তেই চুলের দফারফা? শুধু শ্যাম্পু-কন্ডিশনার নয়, এই কটি কৌশলেই ঝলমলে চুলের রহস্য ‘হীরামন্ডি’ থেকে সরাসরি কান এ রাজরানির মতো আগমন, সিঁথির সিঁদুরেই বাজিমাৎ আদিতির করিডর নিয়ে কারও সঙ্গে কোনো কথা হয়নি, কথা হবেও না : নিরাপত্তা উপদেষ্টা
গুগলের নতুন চমক ভাঁজ করে রাখা ফোল্ডেবল স্মার্টফোন

গুগলের নতুন চমক ভাঁজ করে রাখা ফোল্ডেবল স্মার্টফোন

প্রবাহ ডেস্ক: গুগল তার সবশেষ ইভেন্টে ফোল্ডেবল বা ভাঁজ করা ফোন উন্মুক্ত করেছে। এই পিক্সেল ফোল্ড ফোনে অনেকগুলো নতুন ফিচার রয়েছে। গুগলের ওই ইভেন্টে অ্যান্ড্রয়েড ১৪ উন্মুক্ত করার আভাসও দেওয়া হয়েছে। একই সঙ্গে পিক্সেল ৭এ এবং বাজেট রেঞ্জের পিক্সেল ট্যাবলেট উন্মুক্ত করা হয়েছে।

গুগল ফোল্ডেবল ফোনের দাম :

গুগল তার প্রথম ফোল্ডেবল ফোনের দাম রেখেছে ১,৭৯৯ ডলার। ফোনটি একটি ৫.৮ ইঞ্চি কমপ্যাক্ট ডিভাইস থেকে ৭.৬ ইঞ্চি ট্যাবলেটে রূপান্তরিত করা যায়। যা ইউজারদের অ্যাপ চালানো, ভিডিও গেম খেলতে, ভিডিও স্ট্রিম করতে এবং ফাইল এডিট করার জন্য একটি বড় স্ক্রিন প্রদান করছে।

ক্যামেরা ও ফিচার :

পিক্সেল ফোল্ডে পাওয়া দুটি স্ক্রিনই ওএলইডি প্যানেলের। যার ১২০ হার্জ রিফ্রেশ রেট রয়েছে এবং ভিতরের স্ক্রিনটি সুপার-থিন গ্লাস দিয়ে তৈরি করা হয়েছে। ফোল্ডেবল স্মার্টফোনটি টেনসর ২-এ চলে এবং ১২ জিবি র্যামে রয়েছে।

ক্যামেরা হিসেবে এতে ট্রিপল রিয়ার ক্যামেরা রয়েছে। একটি ৪৮ মেগাপিক্সেল প্রাথমিক ক্যামেরা, একটি ১০.৮ মেগাপিক্সেল আল্ট্রাওয়াইড ক্যামেরা এবং ১০.৮ মেগাপিক্সেলের একটি ৫এক্স অপটিক্যাল জুম টেলিফটো লেন্স রয়েছে।
এর ক্যামেরা ২০এক্স পর্যন্ত সুপার রেস জুম করা যায়। এতে একটি ৯.৫ মেগাপিক্সেল ফিক্সড ফোকাস ক্যামেরা রয়েছে।

ব্যাটারি পারফরমেন্স :

ফোনটিতে একটি ৪৮২১ এমএএইচ ব্যাটারি রয়েছে। এতে পাওয়ার বাটনে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর পাওয়া যায়।
ফোনটি ডুয়াল-সিম সাপোর্ট করে। তবে এতে শুধুমাত্র একটি ফিজিক্যাল সিম স্লট রয়েছে এবং দ্বিতীয় সিমটি ই-সিম হতে পারে। পোরসেলিন এবং ওবসিডিয়ানে ফোনটি পাওয়া যাবে।


ads



©2022 newsprobaha.com
Developed by- .:: SHUMANBD ::.