সোমবার | ২৫শে আগস্ট, ২০২৫ খ্রিস্টাব্দ | ১০ই ভাদ্র, ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ খবর :
ফজলুর রহমানকে গ্রেপ্তার দাবিতে বাসার সামনে অবস্থান রোহিঙ্গা সংকট, বিশ্ব সম্প্রদায়ের উচিত প্রয়োজনীয় সহযোগিতা নিশ্চিত করা: জাতিসংঘ ফজলুর রহমানকে আরও ২৪ ঘণ্টা সময় দিলো বিএনপি হত্যা মামলায় রিমান্ডে আফ্রিদি, খালেদা জিয়ার সঙ্গে বাবার ছবি দেখিয়ে জামিন চাইলেন আইনজীবী ছাত্রদলকে ডাকসুতে মনোনয়নপত্র ক্রয় করতে না দিতে মব হচ্ছে : রিজভী চিকিৎসা শেষে ফিরলেন মির্জা ফখরুল, সংকট নিরসনের একমাত্র পথ দ্রুত নির্বাচন আনুষ্ঠানিক দা‌য়িত্ব নিলেন পাকিস্তানের নতুন হাইকমিশনার সুষ্ঠু নির্বাচনে সরকারকে সহযোগিতা দিতে সেনাবাহিনী প্রস্তুত : সেনাপ্রধান আরএমপি’র অভিযানে ইয়াবা, অ্যালকোহল ও চোলাই মদসহ গ্রেপ্তার ৪ চলতে চলতে থেমে যাচ্ছে রেলের ইঞ্জিন, স্পেয়ার পার্টসের অভাবে বিঘ্ন রেল চলাচল
নীল শাড়িতে ‘ভক্তদের মাতালেন’ সানিয়া মির্জা

নীল শাড়িতে ‘ভক্তদের মাতালেন’ সানিয়া মির্জা

প্রবাহ ডেস্ক: সাবেক ভারতীয় টেনিস তারকা সানিয়া মির্জা সোমবার তার ইনস্টাগ্রাম ফিডে নতুন একটি ছবি পোস্ট করেছেন।

নীল শাড়িতে ঝলমল করা সেই ছবিতে যারপর নেই আকৃষ্ট হয়েছেন তার ফ্যানরা। ফলে ছবিটি শেয়ার করার পর পরই সানিয়ার ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে হামলে পড়েন ফলোয়াড়রা।

পাকিস্তানি সংবাদমাধ্যম সূত্রে জানা যায়, ভারতীয় এই ক্রীড়া সেলিব্রিটি তার শৈলী এবং পোশাকের অসামান্য অনুভূতির জন্য দেশ ও বিদেশে অত্যন্ত প্রশংসিত। অবশ্য কটাক্ষও শুনতে হয় একটি মহল থেকে।

জিও নিউজ এক প্রতিবেদনে জানিয়েছে, পাকিস্তানি ক্রিকেটার শোয়েব মালিকের স্ত্রী সানিয়া মির্জা সম্প্রতি ফেমিনা ‘ইন্সপিরেশন অব অ্যা জেনারেশন’ শীর্ষক অ্যাওয়ার্ড পেয়েছেন। সেই অনুষ্ঠানে পুরস্কার গ্রহণের ছবিই ইনস্টাগ্রামে পোস্ট করেছেন তিনি।

প্রতিবেদনে বলা হয়েছে, আপনি যদি সানিয়ার একজন ফ্যান (ভক্ত) হন এবং এই সেলিব্রিটির ব্যক্তিগত জীবন এক নজর দেখতে চান, তাহলে মির্জার ইনস্টাগ্রাম অ্যাকাউন্টটি ভিজিট (পরিদর্শন) করতে পারেন।

খবরে বলা হয়েছে, অ্যাওয়ার্ড অনুষ্ঠানে একটি প্যাস্টেল নীল শাড়ি পরে হাজির হয়েছিলেন ৩৬ বছর বয়সি এই টেনিস তারকা। সিলভার সিকুইন কাজ দিয়ে অলঙ্কৃত করার কারণে শাড়িটি তারার মতো ঝকঝল করছিল।

এর সঙ্গে ম্যাচ করে সানিয়া মির্জা এক জোড়া রূপালী ঝাড়বাতি কানের দুল, চুলের আকষর্ণীয় মেকআপের জন্য একটি আলগা পনিটেল, গোলাপী লিপস্টিক আর সাধারণ আইলাইনার পরে সাজ সম্পূর্ণ করেছেন এবং ফুটিয়ে তুলেছেন নিজের রূপ-সৌন্দর্য।

আয়োজক কর্তৃপক্ষের উদ্দেশ্যে করা এক টুইটে মির্জা লিখেছেন, ‘ফেমিনাইন্ডিয়া ইন্সপিরেশন অব অ্যা জেনারেশন পুরস্কারের জন্য আমাকে মনোনীত করায় আপনাদের ধন্যবাদ।’

প্রতিবেদনে বলা হয়েছে, পোস্টটি করার পর থেকে ৭৭ হাজারের বেশি লাইক এবং সাত শতাধিক মন্তব্য পড়েছে।

উল্লেখ্য, দীর্ঘদিন ধরেই মির্জা ও মালিকের বিবাহ বিচ্ছেদের গুঞ্জন চলছে। এই তারকা দম্পতি ২০১৩ সালে গাঁটছড়া বাঁধেন। তাদের একটি পুত্র সন্তান রয়েছে।


ads



©2022 newsprobaha.com
Developed by- .:: SHUMANBD ::.