বুধবার | ২৬শে মার্চ, ২০২৫ খ্রিস্টাব্দ | ১২ই চৈত্র, ১৪৩১ বঙ্গাব্দ

পুঠিয়ায় যুবকের ঝুলন্ত লাশ উদ্ধার

পুঠিয়ায় যুবকের ঝুলন্ত লাশ উদ্ধার

নিজস্ব প্রতিবেদক: রাজশাহীর পুঠিয়া উপজেলার বানেশ্বর খুঁটিপাড়া নামক স্থানে, মঙ্গলবার সকালে নবনির্মিত ঘরের দরজার ছামসেটে সাথে আলমগীর হোসেন(৪৩) নামের এক ব্যক্তির ঝুলন্ত লাশ উদ্ধার করেছে থানা পুলিশ। পুঠিয়া থানা ওসি ফারুক হোসেন এ তথ্য নিশ্চিত করেন। নিহত আলমগীর খুটিপাড়া এলাকার আফাজ উদ্দিনের ছেলে।

পারিবারিক সূত্র জানা যায়, নিহত আলমগীর হোসেন দীর্ঘদিন যাবত মানসিক রোগে আক্রান্ত ছিলেন। সে মানসিক রোগী থাকায় মাঝে মধ্যে বাসায় থাকতেন না, মাজারসহ বিভিন্ন স্থানে দিনে ও রাতের আঁধারে ঘুরে বেড়াতেন।

নিহতের ভাতিজার বউ শিউলি বেগম জানান, মঙ্গলবার সকালে বাড়ির পাশে নবনির্বিত ঘরের ছাদে আমের আচার শুকাতে গিয়ে দেখেন আলমগীর হোসেন গলায় ফাঁস দিয়ে ঝুলে আছেন, এসময় চিৎকার দিলে, বাড়ির লোকজন ছুটে আসেন। বেঁচে আছে ভেবে নামিয়ে চোখে, মুখে পানি দিয়ে দেখেন সে মারা গেছে, পরে বিষয়টি জানাজানি হলে থানা পুলিশকে খবর দেওয়া হয়।

পুঠিয়া থানার অফিসার ইনচার্জ মোঃ ফারুক হোসেন বলেন, এ ব্যাপারে থানায় একটি অপমৃত্যু মামলা দায়ের করা হয়েছে।


©2022 newsprobaha.com
Developed by- .:: SHUMANBD ::.