সোমবার | ১২ই জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৮শে পৌষ, ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ খবর :
বীর মুক্তিযোদ্ধাদের প্রেরণা নিয়ে ভবিষ্যত গড়তে চাই: মনোজ কুমার আগামী ৩-৪ কার্যদিবসের মধ্যে গণভোট আইন: আইন উপদেষ্টা নির্বাচন শান্তিপূর্ণ ও উৎসবমুখর করতে সেনাবাহিনীর সহায়তা দরকার: প্রধান উপদেষ্টা রাজশাহীতে বিচারকের বাসায় ঢুকে ছেলেকে ছুরিকাঘাত করে হত্যা, স্ত্রী গুরুতর আহত আধুনিক ও যুগোপযোগী প্রশিক্ষণের মাধ্যমে প্রস্তুত থাকার আহ্বান সেনাপ্রধানের সংসদ নির্বাচনের দিন গণভোট: প্রধান উপদেষ্টা ফেব্রুয়ারির পর নির্বাচন মানুষ মেনে নেবে না: মির্জা ফখরুল রাজশাহীতে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত ডেঙ্গুতে আরো ৫ জনের মৃত্যু, হাসপাতালে ১০৩৪ জন জাতীয় সংসদের অর্ধেক আসন চায় নারীরা
রাজশাহী মহিলা কলেজে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জুলিও কুরি পদকপ্রাপ্তির ৫০ বছর উদযাপন

রাজশাহী মহিলা কলেজে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জুলিও কুরি পদকপ্রাপ্তির ৫০ বছর উদযাপন

নিজস্ব প্রতিবেদক: রাজশাহী সরকারি মহিলা কলেজ রাজশাহীর উদ্যোগে ‘জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জুলিও কুরি পদকপ্রাপ্তির ৫০ বছর উদযাপন-২০২৩ উপলক্ষ্যে কলেজ প্রাঙ্গনে আনন্দ র‌্যালি অনুষ্ঠিত হয়।

মঙ্গলবার সকাল ১০ টায় র‌্যালিতে কলেজের সকল শিক্ষক, কর্মকর্তা, কর্মচারি ও ছাত্রীবৃন্দ অংশগ্রহণ করেন। র‌্যালি শেষে বঙ্গবন্ধুর ম্যুরালে পুষ্পস্তবক অর্পণ করা হয়।

পরে সকাল সাড়ে ১০ টার দিকে কলেজ মিলনায়তনে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। আলোচনা অনুষ্ঠানের শুভ সূচনা করেন কলেজের অধ্যক্ষ প্রফেসর ড. জুবাইদা আয়েশা সিদ্দীকা।

এ সময় উপস্থিত ছিলেন কলেজের উপাধ্যক্ষ প্রফেসর ড. নাজনীন সুলতানা, বিসিএস এডুকেশন ক্যাডার্স কাউন্সিল এর সম্পাদক তোফাজ্জল হোসেন মোল্লাসহ বিভিন্ন বিভাগের বিভাগীয় প্রধানগণ, সকল শিক্ষকবৃন্দ, কর্মচারি এবং ছাত্রীরা।

শিক্ষক ও শিক্ষার্থীদের অংশগ্রহণে বিশ্বশান্তি ও বঙ্গবন্ধু বিষয়ে তথ্যবহুল ও উপভোগ্য আলোচনা অনুষ্ঠিত হয়। আলোচনায় কলেজের উপাধ্যক্ষ প্রফেসর ড. নাজনীন সুলতানা বঙ্গবন্ধুকে শান্তির কাণ্ডারী হিসেবে অভিহিত করেন। কলেজের অধ্যক্ষ প্রফেসর ড. জুবাইদা আয়েশা সিদ্দীকা বঙ্গবন্ধুকে চিরশান্তির প্রতীক এবং বঙ্গবন্ধুর শান্তি নীতি বাকিদের জন্য চিরস্মরণীয় বলে তাঁর বক্তব্যে উল্লেখ করেন।


ads



©2022 newsprobaha.com
Developed by- .:: SHUMANBD ::.