নিজস্ব প্রতিবেদক: র্যাব-৫ চাঁপাইনবাবগঞ্জ সিপিসি-১ অভিযানে চোলাইমদ তৈরী, সংরক্ষণ ও বিক্রয় করার অপরাধে ১০৪৫ লিটার চোলাইমদসহ ১ জন মাদক ব্যবসায়ী গ্রেপ্তার করেছে। মঙ্গলবার এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্য এ তথ্য জানান র্যাব-৫ মিডিয়া সেল।
বিজ্ঞপ্তিতে আরো জানানো হয়, মঙ্গলবার ২৩ মে দুপুর ১ টার দিকে গোয়েন্দা তথ্যের ভিত্তিতে রাজশাহী জেলার গোদাগাড়ী থানাধীন চিকনা ডাঙ্গাপাড়া (কুমারগাড়া) এলাকায় কোম্পানী উপ অধিনায়ক সহকারী পুলিশ সুপার মোঃ আমিনুল ইসলামের নেতৃত্বে একটি মাদক বিরোধী অভিযান পরিচালনা করা হয়। এসময় গোদাগাড়ী কামারগাড়া গ্রামের মনিরুল ইসলামের ছেলে মজনু ইসলাম (৫৫) কে ১০৪৫ লিটার চোলাইমদসহ হাতে নাতে গ্রেপ্তার করে। এ ঘটনায় রাজশাহী জেলার গোদাগাড়ী থানায় মামলা দায়ের করা হয়েছে।