নিজস্ব প্রতিবেদক: প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ‘হত্যার হুমকি’ দেওয়ার অভিযোগে রাজশাহী জেলা বিএনপির আহ্বায়ক আবু সাইদ চাঁদের বিরুদ্ধে রাজশাহীর মোহনপুর থানায় লিখিত অভিযোগ দায়ের হয়েছে।
সোমবার দিবাগত রাতে মোহনপুর থানায় লিখিত অভিযোগ দায়ের করেন মোহনপুর উপজেলা আওয়ামী যুবলীগের সিনিয়র সহ-সভাপতি একরামুল হক বিজয়।
মোহনপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) সেলিম বাদশাহ অভিযোগের বিষয়টি নিশ্চিত করেন। ওসি বলেন, সোমবার রাতে রাজশাহী জেলা বিএনপির আহবায়ক আবু সাইদ চাঁদ এর বিরুদ্ধে সাধারণ ডায়েরী করেছেন স্থানীয় এক যুবলীগ নেতা। পরবর্তীতে তদন্ত করে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।
তবে মঙ্গলবার বিকেল পর্যন্ত রাজশাহী জেলা বিএনপির আহবায়ক আবু সাঈদ চাঁদকে আটকের কোন খবর পাওয়া যায়নি।