সোমবার | ৭ই এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ | ২৪শে চৈত্র, ১৪৩১ বঙ্গাব্দ

নবম বর্ষে পদার্পণ করল গণহত্যা জাদুঘর

নবম বর্ষে পদার্পণ করল গণহত্যা জাদুঘর

প্রবাহ ডেস্ক: ইতিহাসবিদ ড. মুনতাসীর মামুনের উদ্যোগে ২০১৪ সালের ১৭ মে দক্ষিণ এশিয়ার একমাত্র গণহত্যা জাদুঘর হিসেবে খুলনায় যাত্রা শুরু করে ১৯৭১ : গণহত্যা-নির্যাতন আর্কাইভ ও জাদুঘর। সংক্ষেপে যেটি গণহত্যা জাদুঘর নামেই পরিচিত। হাঁটি হাঁটি পা পা করে জাদুঘরটি ৯ বছরে পা দিয়েছে।

এ উপলক্ষ্যে সোমবার বিকালে খুলনার সাউথ সেন্ট্রাল রোডে অবস্থিত গণহত্যা জাদুঘরের নতুন ভবনে আলোচনাসভার আয়োজন করা হয়। সভাপতিত্ব করেন গণহত্যা জাদুঘর ট্রাস্টের সভাপতি ড. মুনতাসীর মামুন।এ সভায় অংশ নেন গণহত্যা জাদুঘরের ট্রাস্টি ও উপদেষ্টাসহ খুলনা শহরের গণ্যমান্য ব্যক্তিরা।

গণহত্যা জাদুঘর ট্রাস্টির সম্পাদক ড. চৌধুরী শহীদ কাদেরের পরিচালনায় অনুষ্ঠানের শুরুতে প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষ্যে কেক কাটা হয়।

জানা গেছে, খুলনায় স্থাপিত এই জাদুঘরটি বাংলাদেশের ও দক্ষিণ এশিয়ার প্রথম এবং এখন পর্যন্ত একমাত্র গণহত্যা জাদুঘর। ১৯৭১ সালে বাংলাদেশে সংঘটিত ইতিহাসের ভয়াবহতম গণহত্যা-নির্যাতনের স্মৃতি আগামী প্রজন্মের কাছে তুলে ধরতেই এই প্রতিষ্ঠান কাজ করছে।

গণহত্যার বিভিন্ন নিদর্শন তুলে ধরার পাশাপাশি ‘গণহত্যা-নির্যাতন ও মুক্তিযুদ্ধবিষয়ক গবেষণাকেন্দ্রের মাধ্যমে গত ছয় বছর ধরে সারা দেশে মুক্তিযুদ্ধ এবং গণহত্যার গবেষণায় কাজ করা হচ্ছে; যার মধ্যে রয়েছে— গণহত্যা, বধ্যভূমি, গণকবরের জেলা জরিপ, ফলক নির্মাণ, গণহত্যার ডিজিটাল ম্যাপ ইত্যাদি।


©2022 newsprobaha.com
Developed by- .:: SHUMANBD ::.