শনিবার | ২৪শে মে, ২০২৫ খ্রিস্টাব্দ | ১০ই জ্যৈষ্ঠ, ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ খবর :
জনগণের আস্থা-বিশ্বাস বজায় রাখতে কাজ করুন : প্রধানমন্ত্রী

জনগণের আস্থা-বিশ্বাস বজায় রাখতে কাজ করুন : প্রধানমন্ত্রী

প্রবাহ ডেস্ক: প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা বলেছেন, একমাত্র আওয়ামী লীগই বাংলাদেশের কল্যাণের কথা চিন্ত করে। তাই তৃণমূল থেকে আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনগুলোকে আরো শক্তিশালী করুন। জনগণের আস্থা ও বিশ্বাস বজায় রাখতে কাজ করুন।

বুধবার গণভবনে স্বদেশ প্রত্যাবর্তন দিবস উপলক্ষে আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের সিনিয়র নেতাদের দেওয়া ফুলেল শুভেচ্ছার জবাবে এসব কথা বলেন তিনি।

প্রধানমন্ত্রী বলেন, আওয়ামী লীগ দেশের জনগণের মধ্য দিয়ে গড়ে উঠেছে। আওয়ামী লীগের হাত ধরেই দেশের প্রতিটি অর্জন এসেছে। আওয়ামী লীগ জনগণের জন্যই কাজ করবে। এটাই আমাদের একমাত্র অঙ্গীকার।

তিনি আরও বলেন, বাকি দলগুলো লুটেরা, তারা কখনোই জনগণের কল্যাণে কাজ করে না। সন্ত্রাসী, খুনি ও যুদ্ধাপরাধীদের দলগুলো যেন জনগণের ভাগ্য নিয়ে ছিনিমিনি খেলতে না পারে সেদিকে সজাগ থাকতে হবে।

শেখ হাসিনা বলেন, আওয়ামী লীগই দেশে স্বচ্ছ ব্যালট বাক্স প্রবর্তন ও ছবিযুক্ত ভোটার তালিকা প্রস্তুত করার মাধ্যমে ভোটের অধিকার নিশ্চিত করে মানুষের আস্থা অর্জন করেছে। আর বিএনপি-জামায়াত জোট নির্বাচনে কারচুপির লক্ষ্যে ১ কোটি ২৩ লাখ ভুয়া ভোটার তৈরি করেছিল।

আওয়ামী লীগ সভাপতি বলেন, ২০০৯ সাল থেকে এত দীর্ঘ সময় ক্ষমতায় থেকে জনগণের আস্থা ধরে রাখা প্রায় অবম্ভব একটি ব্যাপার।

তবে আওয়ামী লীগ জনগণের আস্থা, বিশ্বাস ও জনপ্রিয়তা সফলভাবেই ধরে রেখেছে। এ বিশ্বাস ও আস্থাই আমাদের একমাত্র শক্তি। আগামীতেও মানুষের আস্থা ও বিশ্বাস ধরে রাখতে হবে।

সরকার প্রধান বলেন, আওয়ামী লীগ দেশের প্রত্যন্ত গ্রামবাসীকে প্রায় সব নাগরিক সুযোগ-সুবিধা পৌঁছে দিয়েছে। আওয়ামী লীগ যেকোনো দুর্যোগে সবসময় মানুষের পাশে দাঁড়িয়েছে। এভাবেই মানুষ আমাদের প্রতি বিশ্বাস ও আস্থা রেখেছে।

প্রধানমন্ত্রী বলেন, বাংলাদেশ একটি উন্নয়নশীল দেশ হিসেবে স্বীকৃতি লাভ করেছে। এ অবস্থান ধরে রাখতে আমাদের আরো এগিয়ে যেতে হবে।


ads



©2022 newsprobaha.com
Developed by- .:: SHUMANBD ::.