সোমবার | ২৫শে আগস্ট, ২০২৫ খ্রিস্টাব্দ | ১০ই ভাদ্র, ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ খবর :
ছাত্রদলকে ডাকসুতে মনোনয়নপত্র ক্রয় করতে না দিতে মব হচ্ছে : রিজভী চিকিৎসা শেষে ফিরলেন মির্জা ফখরুল, সংকট নিরসনের একমাত্র পথ দ্রুত নির্বাচন আনুষ্ঠানিক দা‌য়িত্ব নিলেন পাকিস্তানের নতুন হাইকমিশনার সুষ্ঠু নির্বাচনে সরকারকে সহযোগিতা দিতে সেনাবাহিনী প্রস্তুত : সেনাপ্রধান আরএমপি’র অভিযানে ইয়াবা, অ্যালকোহল ও চোলাই মদসহ গ্রেপ্তার ৪ চলতে চলতে থেমে যাচ্ছে রেলের ইঞ্জিন, স্পেয়ার পার্টসের অভাবে বিঘ্ন রেল চলাচল গণতান্ত্রিক রাষ্ট্র প্রতিষ্ঠায় নির্বাচনের বিকল্প নেই : তারেক রহমান ইউক্রেন যুদ্ধ বন্ধের বদলে কী কী চান পুতিন হাসিনার বিরুদ্ধে সাক্ষ্য, বদরুদ্দীন উমর, মাহমুদুর ও নাহিদের সঙ্গে আলোচনা করে সিদ্ধান্ত রাজশাহীতে সেনাবাহিনীর অভিযান, অস্ত্র ও বিস্ফোরক তৈরীর সরঞ্জাম উদ্ধার
রাজধানীতে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে এক মাদ্রাসাছাত্রের মৃত্যু

রাজধানীতে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে এক মাদ্রাসাছাত্রের মৃত্যু

প্রবাহ ডেস্ক: রাজধানীর শ্যামপুরের বালুর মাঠ এলাকায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে এক মাদ্রাসাছাত্রের মৃত্যু হয়েছে। মৃত লতিফুর রহমান লিসান (১৩) এলাকার জামিয়া হাকিমিয়া মাদ্রাসা ভবনের তৃতীয় তলায় থাকত।

বুধবার সকালে লিসানের একটি ২০ টাকার নোট নিচে পড়ে যায়। টাকা তুলতে টিনের চালে নেমেই সে বিদ্যুৎস্পৃষ্ট হয় বলে পুলিশ জানিয়েছে।

শ্যামপুর থানার এসআই আব্দুল্লাহ আল হাসিব বলেন, টিনের চালে নামার পর বিদ্যুৎস্পৃষ্ট হয় লিসান। মাদ্রাসার লোকজন অচেতন অবস্থায় তাকে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা ছেলেটিকে মৃত ঘোষণা করেন। তার লাশের ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে।

লিসান পোল্যান্ড প্রবাসী মজিবুর হাওলাদারের ছেলে। তাদের গ্রামের বাড়ি শরীয়তপুরের ডামুড্যায়। ঢাকায় পূর্ব জুরাইনে তার পরিবার ভাড়া থাকে। মাদ্রাসার আবাসিক ছাত্র লিসান দুই ভাই-বোনের মধ্যে বড়।

মাদ্রাসার বোর্ডিং সুপার ইয়াসিন আরাফাত বলেন, সকাল ৭টার দিকে তৃতীয় তলার বারান্দায় দাঁড়িয়ে থাকা অবস্থায় তার হাত থেকে একটি কুড়ি টাকার নোট নিচে টিনের চালের উপর পড়ে যায়। পরে সে চালে নামলে সেখানে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে অচেতন হয়ে পড়ে।

তাৎক্ষণিকভাবে তাকে উদ্ধার করে প্রথমে আদ্ব-দ্বীন হাসপাতাল পরে সেখান থেকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে গেলে চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন।

লিসানের খালাতো ভাই পারভেজ মোশারফ জানান, তার ভাই মাদ্রাসার হেফজ শাখায় পড়ত। সকালে মাদ্রাসা থেকে তাদের জানানো হয়, সে বিদ্যুৎস্পৃষ্ট হয়েছে। পরে ঢাকা মেডিকেলে এসে তার লাশ পেয়েছেন তারা।


ads



©2022 newsprobaha.com
Developed by- .:: SHUMANBD ::.