রবিবার | ১৪ই সেপ্টেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ | ৩০শে ভাদ্র, ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ খবর :
‘তৃণমূলে ওষুধের প্রাপ্যতা কমাবে উচ্চ রক্তচাপের প্রকোপ’: সাংবাদিক কর্মশালায় বক্তারা জি এম কাদের ও তার স্ত্রীর দেশত্যাগে নিষেধাজ্ঞা ২১ আগস্ট গ্রেনেড হামলা : তারেক রহমান-বাবরের খালাসের রায় বহাল ডাকসু নির্বাচন নিয়ে কোনো রিট শুনব না : হাইকোর্ট `অপরাধবোধ ও বিবেকের তাড়নায় আমি রাজসাক্ষী হওয়ার সিদ্ধান্ত নিয়েছি’ রাজশাহীর আদিবাসি সাঁওতাল পল্লীতে কালোথাবা, ৫ সেপ্টেম্বরের মধ্যে পল্লী ছাড়তে হুমকি নুরের ওপর হামলায় জামায়াত জড়িত, নির্বাচন পেছানোর ষড়যন্ত্র করছে: ছাত্রদল নেতা আমান তারেক রহমানের ৩১ দফার বার্তা প্রতিটি ঘরে পৌঁছে দিতে হবে: বেগম সেলিমা রহমান নুরের ওপর হামলায় জড়িত কেউ রেহাই পাবে না, সরকারের বিবৃতি ফেব্রুয়ারির প্রথমার্ধে নির্বাচন প্রতিহত করার কোনও শক্তি নাই: প্রেস সচিব
রাজধানীতে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে এক মাদ্রাসাছাত্রের মৃত্যু

রাজধানীতে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে এক মাদ্রাসাছাত্রের মৃত্যু

প্রবাহ ডেস্ক: রাজধানীর শ্যামপুরের বালুর মাঠ এলাকায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে এক মাদ্রাসাছাত্রের মৃত্যু হয়েছে। মৃত লতিফুর রহমান লিসান (১৩) এলাকার জামিয়া হাকিমিয়া মাদ্রাসা ভবনের তৃতীয় তলায় থাকত।

বুধবার সকালে লিসানের একটি ২০ টাকার নোট নিচে পড়ে যায়। টাকা তুলতে টিনের চালে নেমেই সে বিদ্যুৎস্পৃষ্ট হয় বলে পুলিশ জানিয়েছে।

শ্যামপুর থানার এসআই আব্দুল্লাহ আল হাসিব বলেন, টিনের চালে নামার পর বিদ্যুৎস্পৃষ্ট হয় লিসান। মাদ্রাসার লোকজন অচেতন অবস্থায় তাকে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা ছেলেটিকে মৃত ঘোষণা করেন। তার লাশের ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে।

লিসান পোল্যান্ড প্রবাসী মজিবুর হাওলাদারের ছেলে। তাদের গ্রামের বাড়ি শরীয়তপুরের ডামুড্যায়। ঢাকায় পূর্ব জুরাইনে তার পরিবার ভাড়া থাকে। মাদ্রাসার আবাসিক ছাত্র লিসান দুই ভাই-বোনের মধ্যে বড়।

মাদ্রাসার বোর্ডিং সুপার ইয়াসিন আরাফাত বলেন, সকাল ৭টার দিকে তৃতীয় তলার বারান্দায় দাঁড়িয়ে থাকা অবস্থায় তার হাত থেকে একটি কুড়ি টাকার নোট নিচে টিনের চালের উপর পড়ে যায়। পরে সে চালে নামলে সেখানে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে অচেতন হয়ে পড়ে।

তাৎক্ষণিকভাবে তাকে উদ্ধার করে প্রথমে আদ্ব-দ্বীন হাসপাতাল পরে সেখান থেকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে গেলে চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন।

লিসানের খালাতো ভাই পারভেজ মোশারফ জানান, তার ভাই মাদ্রাসার হেফজ শাখায় পড়ত। সকালে মাদ্রাসা থেকে তাদের জানানো হয়, সে বিদ্যুৎস্পৃষ্ট হয়েছে। পরে ঢাকা মেডিকেলে এসে তার লাশ পেয়েছেন তারা।


ads



©2022 newsprobaha.com
Developed by- .:: SHUMANBD ::.