শুক্রবার | ২৪শে অক্টোবর, ২০২৫ খ্রিস্টাব্দ | ৮ই কার্তিক, ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ খবর :
নির্বাচন নিয়ে ষড়যন্ত্র চলছে, শিক্ষকদের সচেতন হওয়ার আহ্বান: বিএনাপ মিলন রাজশাহীতে জাতীয় নিরাপদ সড়ক দিবস পালিত ‘সাব-জেল’ কারা কর্তৃপক্ষের তত্ত্বাবধানে, খাবার-সাক্ষাৎ বিধি অনুযায়ী: আইজি প্রিজন ইমপোর্ট কুরিয়ার সেকশন থেকে আগুনের সূত্রপাত: বেবিচক চেয়ারম্যান শহীদ শামসুজ্জোহার কবর জিয়ারত করেছে রাকসুর নবনির্বাচিত প্রতিনিধি দল রাজশাহীতে বিশ্ব ও জাতীয় পরিসংখ্যান দিবস উদযাপন গুরুত্বপূর্ণ স্থাপনায় অগ্নিসংযোগের প্রতিবাদে রাবি শিক্ষার্থীদের মানববন্ধন ডেঙ্গুতে আরো চারজনের মৃত্যু, আক্রান্ত ৬০ হাজার মাস্টাররোল কর্মচারীদের বেতন ও মামলার রায় বাস্তবায়নের দাবিতে মানববন্ধন রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের প্রায় ১৮ টন সরঞ্জাম আগুনে পুড়েছে
হাজারো তরুণের সাথে প্রেম, মাসে আয় কত জানেন?

হাজারো তরুণের সাথে প্রেম, মাসে আয় কত জানেন?

প্রবাহ ডেস্ক: প্রযুক্তির উপর মানুষের নির্ভরশীলতা বাড়ছেই। ডিভাইস ছাড়া এক মুহূর্ত এখন কাটছে না। পিছিয়ে নেই অনলাইন ডেটিং। সময় কাটাতে অনেকই বেছে নিচ্ছেন এই পথ। সম্পর্কের সংজ্ঞাও বদলে যাচ্ছে।

তবে প্রযুক্তি এবং রোম্যান্সের মাঝের ব্যবধান নিয়ে এক সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েন্সার অন্যরকম এক ঘটনা ঘটিয়েছেন। ওই তরুণী নিজের এমন একটি এআই ক্লোন তৈরি করেছেন, যার সাহায্যে তিনি একই সময়ে একাধিক প্রেমিকের সাথে ডেটিং করছেন।

এখানেই শেষ নয়, তিনি এর জন্য প্রতি মিনিটে ১ ডলার অর্থাৎ ১১০ টাকা চার্জ নিচ্ছেন। এর মাধ্যমে মাসে তার আয় হচ্ছে লাখ লাখ টাকা। এখন পর্যন্ত তিনি কারো সাথেই সরাসরি দেখা করেনি। শুধু ক্যারি এআই নামের ক্লোন বানিয়েই তিনি বাজিমাত করেছেন।

২৩ বছর বয়সী ওই তরুণীর পুরো নাম ক্যারিন মার্জোরি। তিনি নিজের নামেই অদ্ভূত এই ক্লোন বানিয়েছেন। যুক্তরাষ্ট্রের জর্জিয়া নিবাসী ক্যারিনের এআই টুলটি মানুষের মধ্যে এতটাই সংবেদন সৃষ্টি করেছে যে, তারা ভার্চুয়াল ক্লোনের সাথে ‘কোয়ালিটি টাইম’ কাটাতে আনন্দের সাথে সাইন-আপ করছে।

এখনও পর্যন্ত ১,০০০ জনের বেশি মানুষ ক্যারিন-এআইয়ে সাইন আপ করেছে। মার্জোরি বলেছেন, তার অনেক অনুরাগী তার সাথে সময় কাটাতে চান, তবে একই সাথে সবাইকে সময় দেওয়া সম্ভব নয়। তাই তিনি এআইকে এই কাজে ব্যবহার করছেন।

স্ন্যাপচ্যাটে তার ১.৮ মিলিয়নেরও বেশি ফলোয়ার, যেখানে ইনস্টাগ্রামে তার ২ মিলিয়নেরও বেশি ফলোয়ার রয়েছে।


ads



©2022 newsprobaha.com
Developed by- .:: SHUMANBD ::.