বৃহস্পতিবার | ১৯শে জুন, ২০২৫ খ্রিস্টাব্দ | ৫ই আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ খবর :
বিএনপি-সরকারের যৌথ সংবাদ সম্মেলনে সব দলই বিব্রত: জামায়াত ইরান-ইসরায়েল যুদ্ধে সরাসরি যুক্ত না হতে যুক্তরাষ্ট্রকে রাশিয়ার সতর্কতা সংলাপে জামায়াতকে ‘বেশি কথা বলতে দেওয়ায়’ সিপিবি-গণফোরামের ওয়াকআউট রাজশাহীর পদ্মা নদীর বাঁধ ঘিরে অবৈধ দখলদারদের উচ্ছেদ করলো প্রশাসন আপনি বিদেশে বসে বাংলাদেশের সিদ্ধান্ত নিতে পারেন না ইরান-ইসরায়েল সংঘাত নিয়ে যা বললেন শি জিনপিং সীতাকুণ্ডে সর্বোচ্চ ১১৮ মিলিমিটার বৃষ্টির রেকর্ড প্রধান উপদেষ্টার যুক্তরাজ্য সফর অত্যন্ত সফল : ভারপ্রাপ্ত পররাষ্ট্রসচিব রাতের মধ্যে ঢাকাসহ ১৮ অঞ্চলে ঝড়ের আভাস জোড়া সেঞ্চুরিতে স্বস্তি নিয়ে দিন পার করল বাংলাদেশ
গ্রন্থাগারিক ও তথ্যসেবায় যুক্ত বীর মুক্তিযোদ্ধাদের সম্মাননা দিয়েছে, বেলিড

গ্রন্থাগারিক ও তথ্যসেবায় যুক্ত বীর মুক্তিযোদ্ধাদের সম্মাননা দিয়েছে, বেলিড

প্রবাহ ডেস্ক: গ্রন্থাগারিক ও তথ্যসেবায় যুক্ত পেশাজীবী বীর মুক্তিযোদ্ধাদের সম্মাননা দিয়েছে বাংলাদেশ গ্রন্থাগারিক ও তথ্যায়নবিদ সমিতি (বেলিড)। সম্প্রতি মুক্তিযুদ্ধ যাদুঘর সেমিনার কক্ষে এই সম্মাননা দেওয়া হয়।

বেলিডের চেয়ারম্যান ড. মোহম্মদ হোচ্ছাম হায়দার চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি বক্তব্য প্রদান করেন মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হক। তিনি বীর মুক্তিযোদ্ধাদের হাতে সম্মাননা ক্রেস্ট তুলে দেন।

অনুষ্ঠানে অতিথি হিসেবে ছিলেন মুক্তিযুদ্ধ যাদুঘরের প্রতিষ্ঠাতা ট্রাস্টি জনাব মফিদুল হক। সম্মাননাপ্রাপ্ত মুক্তিযোদ্ধারা হলেন- অধ্যাপক ড. এস এম মান্নান, অ্যাডভোকেট আক্তারুজ্জামান, মো. আনিসুর রহমান, আইনউদ্দিন আহমেদ, মো. আব্দুল গফফার এবং মো. মাহবুব আলম।

অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন বেলিডের মহাসচিব শশাঙ্ক কুমার সিংহ এবং বেলিডের কার্যক্রম ও সাফল্যের বর্ণনা দিয়ে বক্তব্য রাখেন বেলিডের যুগ্ম-মহাসচিব এ কে এম নুরুল আলাম অপু। এ ছাড়াও বেলিডের সহসভাপতি রেজিনা আখতারের সঞ্চালনায় ধন্যবাদ জ্ঞাপন করে বক্তব্য রাখেন বেলিড বিশেষ দিবস উদযাপন কমিটির আহ্বায়ক ড. মো. মনিরুজ্জামান।

এ সময় মুক্তিযুদ্ধ যাদুঘরের সহযোগিতায় বঙ্গবন্ধু ও মুক্তিযুদ্ধ বিষয়ক রচনা ও কুইজ প্রতিযোগিতার বিজয়ী শিশুদের মধ্যে পুরস্কার প্রদান করা হয়।


ads



©2022 newsprobaha.com
Developed by- .:: SHUMANBD ::.