শনিবার | ৩০শে আগস্ট, ২০২৫ খ্রিস্টাব্দ | ১৫ই ভাদ্র, ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ খবর :
নুরের ওপর হামলায় জড়িত কেউ রেহাই পাবে না, সরকারের বিবৃতি ফেব্রুয়ারির প্রথমার্ধে নির্বাচন প্রতিহত করার কোনও শক্তি নাই: প্রেস সচিব ফজলুর রহমানকে গ্রেপ্তার দাবিতে বাসার সামনে অবস্থান রোহিঙ্গা সংকট, বিশ্ব সম্প্রদায়ের উচিত প্রয়োজনীয় সহযোগিতা নিশ্চিত করা: জাতিসংঘ ফজলুর রহমানকে আরও ২৪ ঘণ্টা সময় দিলো বিএনপি হত্যা মামলায় রিমান্ডে আফ্রিদি, খালেদা জিয়ার সঙ্গে বাবার ছবি দেখিয়ে জামিন চাইলেন আইনজীবী ছাত্রদলকে ডাকসুতে মনোনয়নপত্র ক্রয় করতে না দিতে মব হচ্ছে : রিজভী চিকিৎসা শেষে ফিরলেন মির্জা ফখরুল, সংকট নিরসনের একমাত্র পথ দ্রুত নির্বাচন আনুষ্ঠানিক দা‌য়িত্ব নিলেন পাকিস্তানের নতুন হাইকমিশনার সুষ্ঠু নির্বাচনে সরকারকে সহযোগিতা দিতে সেনাবাহিনী প্রস্তুত : সেনাপ্রধান
জনি ডেপের সিনেমা নিয়ে ক্ষুব্ধ অ্যাম্বার ভক্তরা

জনি ডেপের সিনেমা নিয়ে ক্ষুব্ধ অ্যাম্বার ভক্তরা

প্রবাহ ডেস্ক: মার্কিন অভিনেতা জনি ডেপ ও অ্যাম্বার হার্ডের মধ্যকার মামলার কথা সবার জানা। এবার সেটার প্রতিক্রিয়া দেখা দিলো ৭৬তম কান চলচ্চিত্র উৎসবে। যেটির পর্দার উঠেছে মঙ্গলবার (১৬ মে)। এবারের উৎসবের পর্দা উঠল জনি ডেপ অভিনীত ‘জিন দ্যু বারি’ সিনেমা দিয়ে।

জনি ডেপের সিনেমা দিয়ে কান উৎসব শুরু হওয়ায় ব্যাপক খেপেছেন অ্যাম্বার ভক্তরা। অ্যাম্বার ভক্তদের অভিযোগ, কান উৎসব নির্যাতনকারীদের উৎসাহ দিচ্ছে। সামাজিক মাধ্যমে একটি ক্যাম্পেইন শুরু করেছেন তারা।

সেখানে হ্যাশট্যাগ দিয়ে ‘কান ইউ নট’ লিখেছেন নেটিজেনরা। সাথে ৭৬তম কান চলচ্চিত্র উৎসবকে ব্যঙ্গ করে লেখা হয়েছে, ‘নির্যাতনকারীদের উদযাপন করার ৭৬ বছর।’ এই ক্যাম্পেইন উৎসব শুরুর আগের দিন শুরু করেছেন অ্যাম্বার হার্ডের ভক্তরা।

ইভ বারলো নামের এক সাংবাদিক, যিনি অ্যাম্বারের কাছের বন্ধু- লিখেছেন ‘ধর্ষক এবং নির্যাতনকারীদের গর্বের সাথে সমর্থন করে আসার ইতিহাস রয়েছে কানের।’

এই পোস্টের সঙ্গে তিনি জুড়ে দিয়েছেন কানের উপস্থিত থাকা জনি ডেপ, রোমান পোলানস্কি, হার্ভে ওয়েনস্টেইন, জেরার্ড ডেপারডিউ এবং লাক বেসনের ছবি। বারলো আরও লিখেছেন, ‘আপনি যদি কান সমর্থন করেন, তাহলে এই পশুদেরও সমর্থন করছেন।’

এই সিনেমা দিয়ে কান উৎসব শুরু করায় বিতর্ক হবে তা আগেই বুঝতে পেরেছিলেন কান ফেস্টিভ্যালের পরিচালক থিয়েরি ফ্রেমাক্স।

এই প্রসঙ্গে তিনি ভ্যারাইটিতে দেয়া এক সাক্ষাৎকারে বলেছিলেন, ‘আমার মনে হয় না মাইওয়েনের ছবি দিয়ে শুরু করার সিদ্ধান্তটি বিতর্ক তৈরি করবে।

জনি ডেপকে যদি নিষিদ্ধ করা হতো তাহলে আলাদা বিষয় ছিল, সেরকম কিছু তো হয়নি।’ তিনি আরও বলেন, ‘থিয়েরি ফ্রেমাক্স আরও বলেন, ‘সিনেমা তো আর জনি ডেপকে নিয়ে না।’

‘জিন দ্যু বারি’ সিনেমায় ফরাসি সম্রাট পঞ্চদশ লুই চরিত্রে দেখা গেছে জনি ডেপকে। রাজা লুইয়ের সর্বশেষ উপপত্নী ‘জিন দ্যু বারি’কে ঘিরে সিনেমার গল্প সাজিয়েছেন পরিচালক মাইওয়েন।

দরিদ্র ঘরে জন্ম জিন দ্যু বারির। সাধারণ নারী থেকে তিনি কীভাবে ফরাসি রাজতন্ত্রের অংশ হয়ে ওঠেন, সেই গল্প দেখানো হবে ছবিতে।

রাজা লুই ফিফটিন প্রায় ৫৯ বছর ফ্রান্স শাসন করেন। মৃত্যুর আগে তিনি দুর্নীতি ও অবাধ্যতার দায়ে অভিযুক্ত হয়েছিলেন। গিলোটিনের মাধ্যমে তার মৃত্যুদণ্ড কার্যকর করা হয়।

প্রসঙ্গত, সাবেক স্ত্রী অ্যাম্বার হার্ড জনি ডেপের বিরুদ্ধে গৃহ নির্যাতনের অভিযোগ তুলেছিলেন। মানহানি মামলায় জেতার পরে ‘জিন দ্যু বারি’ দিয়েই বড় পর্দায় ফিরছেন ‘পাইরেটস অব দ্য ক্যারিবিয়ান’ খ্যাত অভিনেতা।


ads



©2022 newsprobaha.com
Developed by- .:: SHUMANBD ::.