শুক্রবার | ১২ই সেপ্টেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ | ২৮শে ভাদ্র, ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ খবর :
‘তৃণমূলে ওষুধের প্রাপ্যতা কমাবে উচ্চ রক্তচাপের প্রকোপ’: সাংবাদিক কর্মশালায় বক্তারা জি এম কাদের ও তার স্ত্রীর দেশত্যাগে নিষেধাজ্ঞা ২১ আগস্ট গ্রেনেড হামলা : তারেক রহমান-বাবরের খালাসের রায় বহাল ডাকসু নির্বাচন নিয়ে কোনো রিট শুনব না : হাইকোর্ট `অপরাধবোধ ও বিবেকের তাড়নায় আমি রাজসাক্ষী হওয়ার সিদ্ধান্ত নিয়েছি’ রাজশাহীর আদিবাসি সাঁওতাল পল্লীতে কালোথাবা, ৫ সেপ্টেম্বরের মধ্যে পল্লী ছাড়তে হুমকি নুরের ওপর হামলায় জামায়াত জড়িত, নির্বাচন পেছানোর ষড়যন্ত্র করছে: ছাত্রদল নেতা আমান তারেক রহমানের ৩১ দফার বার্তা প্রতিটি ঘরে পৌঁছে দিতে হবে: বেগম সেলিমা রহমান নুরের ওপর হামলায় জড়িত কেউ রেহাই পাবে না, সরকারের বিবৃতি ফেব্রুয়ারির প্রথমার্ধে নির্বাচন প্রতিহত করার কোনও শক্তি নাই: প্রেস সচিব
রাজশাহী মডেল হাসপাতালে ভুল চিকিৎসায় শিশু মেরে ফেলার অভিযোগ

রাজশাহী মডেল হাসপাতালে ভুল চিকিৎসায় শিশু মেরে ফেলার অভিযোগ

নিজস্ব প্রতিবেদক: রাজশাহী মডেল হাসপাতালে ভুল চিকিৎসায় নবজাতক শিশুকে মেরে ফেলার অভিযোগ উঠেছে।

সোমবার (১৫ মে) রাত ৮ টার দিকে নগরীর লক্ষীপুর এলাকায় মডেল হাসপাতালে দেলোয়ার হোসেন তার শিশুকে ভর্তি করান। সেখানে ঠিকমত চিকিৎসা না হওয়ায় মঙ্গলবার সকালে শিশুকে মেডিকেলে নিয়ে যেতে চাইলে কর্তব্যরত চিকিৎসকরা বাধা দেয়। একপর্যায়ে বন্ডসই দিয়ে তিনি সেখান থেকে চলে আসেন এবং রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করালে চিকিৎসকরা তার শিশুকে মৃত ঘোষনা করেন।

এর আগেও এমন ঘটনা ঘটছে বলেও অভিযোগ উঠে হাসপাতালটির বিরুদ্ধে। দেলোয়ার হোসেনে অভিযোগ করেন ওই হাসপাতালে আরও ৪ টা রোগীর সাথে ঠিক এমনটাই হয়েছিল কিন্ত সময়মতো সেখান থেকে বের করে নিয়ে এসেছেন শিশুর অভিভাবকরা।

দেলোয়ার হোসেন আরো জানান, কাল রাতে যখন আমার বাচ্চাকে মডেল হাসপাতালে ভর্তি করি তখন আমার বাচ্চা স্বাভাবিক ছিল এরা আমার শিশুকে কোন চিকিৎসা দেয়নি। আমার বাচ্চার অবস্থা যখন খারাপের পথে তখন আমি জোর করে বাচ্চাকে বিল পরিশোধ করে বন্ডসই দিয়ে নিয়ে চলে আসি। আমার বাচ্চা তাদের হাসপাতালে মারা হেছে কারণ বাচ্চাকে ভর্তি করার পরে আমাদেরকে একবারের জন্য দেখতে দেয়নি। এছাড়া তারা আমাদেরকে হাসপাতাল থেকে আসতে বাঁধা দিয়েছে আমি জোর করে এসেছি। সেখান থেকে এসে রামেক হাসপাতালের ডাক্তার দেখে বাচ্চা মৃত বলে জানিয়েছেন। তাদের অবহেলার কারণে আমার বাচ্চাটাকে আমি বাঁচাইতে পারলামনা।

রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসারত কয়েকজন ভুক্তভোগীরা জানান, আমাদের সাথেও একই অবস্থা হয়েছিল আমরা জোর করে বাচ্চাকে বের করে রাজশাহী মেডিকেল কলে হাসপাতালে নিয়ে এসে চিকিৎসা নিচ্ছি এখন আল্লাহর রহমতে বাচ্চা সুস্থ আছে।

ভুক্তভোগী হেলেনা জানান, আমার শিশুকে সমস্যার কারণে ৫ দিন নিয়ে ছিলাম মডেল হাসপাতালে। শারিরিক কোন উন্নতি না হওয়ায় চলে এসেছি। ৫ দিনে আমার বিল করেছিল ৩২ হাজার টাকা। আরও ৫ দিন থাকতে বলেছিল কিন্তু আমার বাচ্চার শরীরে কোন উন্নতি হবে এটার নিশ্চয়তা দিবেনা বলেছিল সে কারণে আমি মেডিকেলে নিয়ে এসেছিলাম এবং এখন আমার বাচ্চা পুরোপুরি সুস্থ আজ বাসায় নিয়ে চলে যাব। ওখানে শুধু টাকার খেলা চিকিৎসার নামে একটা ব্যবসা প্রতিষ্ঠান খুলে বসেছে তারা।

এ বিষয়ে রাজশাহী মডেল হাসপাতালের শিশু বিভাগের ডা: মনিরুল হক তরফদারের সাথে কথা বললে তিনি জানান, আমরা শিশুদের চিকিৎসার বিষয়ে অনেক এক্টিভ। আর দেলোয়ায় হোসেন যে অভিযোগটা তুলেছেন আমাদের প্রতিষ্ঠানের বিরুদ্ধে সেটা সবটায় ভূল। আমাদের কাছে সবকিছুর এভিডিয়েন্স আছে। আমরা প্রতি ঘন্টায় শিশুর চিকিৎসা যা যা করনীয় সবটায় করেছি। হঠাৎ সকালে তিনি সকালে আমার চেম্বারে এসে চলে যাওয়ার কথা বলছেন এবং তাকে অনেক সময় ধরে বোঝানোর পরেও সে বোঝেনি। এমনকি আমি তাকে বাচ্চার ক্ষতি হয়ে যাবে এখন চলে গেলে এটাও বুঝিয়েছি কিন্তু সে না বুঝে সিদ্ধান্ত নেয় এবং আমাদের যেসব নিয়ম কানুন আছে সেগুলো মেনে সে চলে গিয়েছে।

আর বিল বেশি নেওয়া সম্পর্কে জানতে চাইলে তিনি জানান, আমাদের এখানে অনেক গরীব অসহায় রোগী আসে আপনারা খোঁজ নিয়ে দেখবেন আমরা ৩০% ছাড় দিই আমরা তাদের জন্য। আর আমাদের যেটা খরচ সেটাই আমরা নিই এখানে এক টাকাও বেশি নেওয়াের সুযোগ নায়।


ads



©2022 newsprobaha.com
Developed by- .:: SHUMANBD ::.