বুধবার | ২রা জুলাই, ২০২৫ খ্রিস্টাব্দ | ১৮ই আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ খবর :
আনুপাতিক পদ্ধতির নির্বাচন সময়ের দাবি : চরমোনাই পীর ঢাকার বায়ুদূষণ রোধে ‘ডিগ্রেডেড এয়ারশেড’ চিহ্নিত করা হবে: পরিবেশ উপদেষ্টা আশ্রয়প্রার্থীদের নৌকায় চেপে ব্রিটেনে পৌঁছানোর রেকর্ড অন্তর্বর্তী সরকারের বৈধতা চ্যালেঞ্জ : লিভ টু আপিল শুনানি ১৬ জুলাই ‘পঞ্চপাণ্ডব’ ছাড়া নতুন যুগে বাংলাদেশ একদিনে আরও ৩৮৬ জনের ডেঙ্গু শনাক্ত, সবচেয়ে বেশি বরিশালে একান্ত বৈঠকে কী বলেছিলেন প্রধান উপদেষ্টা, জানালেন সিইসি আমরা নতুন দেশ গড়ার আন্দোলনে নেমেছি : নাহিদ ইসলাম ট্রাম্প ও নেতানিয়াহুকে ‘আল্লাহর শত্রু’ আখ্যা দিয়ে ইরানে ফতোয়া নির্বাচিত সরকারের সঙ্গে কাজ করার ব্যাপারে আশাবাদী চীন : ফখরুল
সাউথ এশিয়ান টিটিতে বাংলাদেশের ৯ পদক

সাউথ এশিয়ান টিটিতে বাংলাদেশের ৯ পদক

প্রবাহ ডেস্ক: সাউথ এশিয়ান জুনিয়র ও ক্যাডেট চ্যাম্পিয়নশিপের টেবিল টেনিসে (টিটি) গত আসরে স্বর্ণ জিতেছিল বাংলাদেশ। এবার ভারতের অরুণাচলে খুব কাছে গিয়ে স্বর্ণ মিস করলেও, বিভিন্ন ইভেন্টে তারা একাধিক পদক জিতেছে।

মালদ্বীপে অনুষ্ঠিত গত আসরে বাংলাদেশ একটি স্বর্ণ ও পাঁচটি ব্রোঞ্জ পদক জিতেছিল। এবার তাদের দখলে সাতটি ব্রোঞ্জ ও দুইটি রৌপ্য পদক।

আজ (১৭ মে) সকালে অনূর্ধ্ব-১৯ দলের হৃদয়-রামহিম জুটি শক্তিশালী ভারতীয় জুটি জস মোদি ও শ্রীবাস্তের সঙ্গে অসাধারণ খেলেন। প্রথম দুই গেমে ৭-৫ এবং ৯-৭ পয়েন্টে এগিয়ে থাকা সত্ত্বেও, তারা দুটো গেমই হেরে যান।

তৃতীয় গেম জিতলেও বাংলাদেশ চতুর্থ গেমে হারে ৩-১ সেটে। অনূর্ধ্ব-১৫ জুটির হাসিব ও মাহি প্রত্যেকটি গেমে ফাইট করেও ভারতের অভিন্দ ও পিয়নুজ জুটির সঙ্গে ০-৩ সেটে হেরে রৌপ্য পদক জেতেন।

অনূর্ধ্ব-১৯ এককের সেমিফাইনালে হৃদয় হেরে যান ভারতের জেইনের কাছে ও রামহিম হারান অংকুর। হৃদয়-রামহিম দুজনই ব্রোঞ্জ জেতেন। চমক ছিল মেয়েদের অনূর্ধ্ব-১৯ ইভেন্টেও।

প্রথমবারের মতো এই পর্যায়ে বাংলাদেশি কোনো নারী সেমিফাইনালে পৌঁছান । সেমিফাইনালে ওঠার পথে বাংলাদেশের খই খই সাই মারমা শক্তিশালী শ্রীলঙ্কান খেলোয়াড়কে হারান। পরবর্তীতে সেমিফাইনালে খই খই হেরে যান ভারতীয় খেলোয়াড়ের কাছে।

দলগত অনূর্ধ্ব-১৯ বালক বিভাগে তিন দলের মধ্যে টাই হয়ে স্বর্ণপদক মিস করে বাংলাদেশ। এবার স্বর্ণ জিততে ব্যর্থ হলেও, দেশের পদকসংখ্যা গতবারের চেয়ে বেশি।


ads



©2022 newsprobaha.com
Developed by- .:: SHUMANBD ::.