বুধবার | ৩রা সেপ্টেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ | ১৯শে ভাদ্র, ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ খবর :
`অপরাধবোধ ও বিবেকের তাড়নায় আমি রাজসাক্ষী হওয়ার সিদ্ধান্ত নিয়েছি’ রাজশাহীর আদিবাসি সাঁওতাল পল্লীতে কালোথাবা, ৫ সেপ্টেম্বরের মধ্যে পল্লী ছাড়তে হুমকি নুরের ওপর হামলায় জামায়াত জড়িত, নির্বাচন পেছানোর ষড়যন্ত্র করছে: ছাত্রদল নেতা আমান তারেক রহমানের ৩১ দফার বার্তা প্রতিটি ঘরে পৌঁছে দিতে হবে: বেগম সেলিমা রহমান নুরের ওপর হামলায় জড়িত কেউ রেহাই পাবে না, সরকারের বিবৃতি ফেব্রুয়ারির প্রথমার্ধে নির্বাচন প্রতিহত করার কোনও শক্তি নাই: প্রেস সচিব ফজলুর রহমানকে গ্রেপ্তার দাবিতে বাসার সামনে অবস্থান রোহিঙ্গা সংকট, বিশ্ব সম্প্রদায়ের উচিত প্রয়োজনীয় সহযোগিতা নিশ্চিত করা: জাতিসংঘ ফজলুর রহমানকে আরও ২৪ ঘণ্টা সময় দিলো বিএনপি হত্যা মামলায় রিমান্ডে আফ্রিদি, খালেদা জিয়ার সঙ্গে বাবার ছবি দেখিয়ে জামিন চাইলেন আইনজীবী
অতিরিক্ত গতি : কুকুরকে চালক বানিয়ে গ্রেপ্তার এড়ানোর চেষ্টা যুবকের

অতিরিক্ত গতি : কুকুরকে চালক বানিয়ে গ্রেপ্তার এড়ানোর চেষ্টা যুবকের

প্রবাহ ডেস্ক: নির্ধারিত সীমা থেকে অতিরিক্ত গতিতে গাড়ি চালানোয় যুক্তরাষ্ট্রের কলোরাডোতে এক যুবককে থামায় পুলিশ। তবে জরিমানা ও গ্রেপ্তার এড়াতে ওই যুবক চালকের আসনে নিজের কুকুরকে বসিয়ে দেন। সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে এমন অদ্ভুত ঘটনার কথা জানিয়েছে কলোরাডো পুলিশ।

গাড়িটি থামিয়ে কাছে যাওয়ার পর এক পুলিশ কর্মকর্তা দেখতে পান, অভিযুক্ত যুবক চালকের আসন থেকে সরে যাচ্ছেন এবং সেখানে তিনি তার কুকুরকে বসাচ্ছেন।

যেখানে যুবককে আটকানো হয় সেখানে গাড়ির সর্বোচ্চ গতিসীমা ছিল ঘণ্টায় ৪৮ কিলোমিটার। কিন্তু ওই যুবক তখন তার গাড়িটি প্রায় ৮৫ কিলোমিটার বেগে চালাচ্ছিলেন।

এ ব্যাপারে পুলিশ বলেছে, ‘চালক তার কুকুরের সঙ্গে আসন পরিবর্তন করার চেষ্টা করেন…একজন এসপিডি কর্মকর্তা কাছে যান এবং পুরো বিষয়টি দেখেন।’

পুলিশ আরও জানিয়েছে, হাতেনাতে ধরা পড়ার পরও ওই যুবক দাবি করেন ‘গাড়িটি চালাচ্ছিলেন না’ তিনি।

যখন তাকে জিজ্ঞেস করা হয়, মদ পান করেছেন কিনা? তখন তিনি পালিয়ে যাওয়ার চেষ্টা করেন। কিন্তু তাকে প্রায় সঙ্গেই সঙ্গেই ধরে ফেলেন পুলিশ কর্মকর্তা।

এরপর তার বিরুদ্ধে অতিরিক্ত গতিতে গাড়ি চালানো, গ্রেপ্তারে বাধা এবং মদ্যপ অবস্থায় গাড়ি চালানোর অভিযোগ আনা হয়।

ওই যুবককে জেলে পাঠানোর আগে হাসপাতালে নেওয়া হয় বলে জানিয়েছে পুলিশ।

আর যে কুকুরকে গাড়ির চালক ‘ফাঁসানোর’ চেষ্টা করেছিলেন তাকে অপর একজনের জিম্মায় দেওয়া হয়েছে। জেলের মেয়াদ শেষ হলে কুকুরটিকে আবার মালিকের কাছে ফিরিয়ে দেওয়া হবে।

কলোরাডো পুলিশ কুকুরটিকে নিয়ে মজা করে বলেছে, ‘কুকুরটির বিরুদ্ধে কোনো অভিযোগ আনা হয়নি, তাকে শুধু সতর্কতা দিয়ে ছেড়ে দেওয়া হয়েছে।’


ads



©2022 newsprobaha.com
Developed by- .:: SHUMANBD ::.