প্রবাহ ডেস্ক: রাজধানীর উত্তরায় মোবাইল অ্যাপে ক্ষুদ্রঋণ দেওয়ার নামে প্রতারণা করে আসা চক্রের মূল হোতাসহ ১৯ সদস্যকে আটক করেছে পুলিশের অ্যান্টি টেররিজম ইউনিট (এটিইউ)। আটককৃতদের মধ্যে ১১ জন নারী এবং ৮ জন পুরুষ রয়েছে।
এটিইউ জানায়, ‘র্যাপিড ক্যাশ’ নামের মোবাইল অ্যাপের মাধ্যমে কথিত ক্ষুদ্রঋণ দিয়ে লোকজনকে ফাঁদে ফেলতো। এরপর ঋণের সুদের নামে মোটা অঙ্কের টাকা দাবি করতো।
কেউ দিতে আপত্তি করলে তার ফোন থেকে হাতিয়ে নেওয়া গোপন ছবি, তথ্য প্রকাশের হুমকি দিতো। এতে বাধ্য হয়ে তাদের দাবি করা টাকা দিতেন অনেকে। এভাবে দীর্ঘদিন ধরে প্রতারণা চালিয়ে আসা চক্রটি।
এটিইউ সাইবার ক্রাইম উইংয়ের এসপি ফারহানা ইয়াসমিন জানান, মঙ্গলবার (১৬ মে) রাত ৯ টার দিকে উত্তরা পশ্চিম থানার সোনারগাঁও জনপথ সড়কের বাসা নং-৬, ৫ম তলার একটি ফ্ল্যাটে গোপনে ঝটিকা অভিযান চালিয়ে তাদেরকে গ্রেপ্তার করা হয়। অভিযান বিকেল ৫ টার দিকে শুরু হয়ে রাত সাড়ে ৯ টার দিকে শেষ হয়।
তিনি জানান, অভিযানকালে ওই ফ্ল্যাট থেকে মূলহোতা মাহিন ওরফে মাহেরসহ ১৯ জনকে আটক করা হয়েছে। এসময় ঘটনাস্থল থেকে পাঁচটি ডেক্সটপ, (সিপিও), ১০টি লেপটপ, একাধিক ডিভাইস, মোবাইল ফোন জব্দ করা হয়েছে।