প্রবাহ ডেস্ক: আসন্ন বর্ষা মৌসুমে এডিসের বংশবিস্তার নিয়ন্ত্রণে মশক নিধন কার্যক্রমে ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসির) সঙ্গে যুক্ত হয়েছে বাংলাদেশ ন্যাশনাল ক্যাডেট কোর (বিএনসিসি) ও জাতীয় স্কাউট দল। মূলত তারা বাড়ি বাড়ি গিয়ে মশক নিধন কার্যক্রম ও জনসচেতনতা সৃষ্টিতে কাজ করবে।
বুধবার (১৭ মে) রাজধানীর মিরপুর-১ নম্বর সনি সিনেমা হলের সামনে থেকে এ কার্যক্রমের উদ্বোধন করেন ডিএনসিসির মেয়র আতিকুল ইসলাম।
এসময় তিনি বলেন, ডেঙ্গুর প্রকোপ রোধে জনগণকে সচেতন ও সম্পৃক্ত করতে আমরা ব্যাপক প্রচারণা চালানোর সিদ্বান্ত নিয়েছি। ডিএনসিসির কাউন্সিলর ও কর্মকর্তাদের সঙ্গে এবার মাঠে নামছে বিএনসিসি ও স্কাউট।
বিভিন্ন অঞ্চলকে ৪০০ মিটার গ্রিডে ভাগ করে এই সচেতনতা কার্যক্রম পরিচালনা করা হবে। আমরা বিশ্বাস করি জনগণের মধ্যে সচেতনতা বৃদ্ধি করে সামাজিক আন্দোলন গড়ে তুলতে পারলে ডেঙ্গু নিয়ন্ত্রণ সম্ভব হবে।
আতিকুল ইসলাম বলেন, এর আগে আমরা বাংলাদেশ ন্যাশনাল ক্যাডেট কোর (বিএনসিসি) ও জাতীয় স্কাউট দলের সঙ্গে বৈঠক করেছি।
আমরা পরিকল্পনা করেছি বিএনসিসি ও জাতীয় স্কাউট দলের সদস্যরা তারা প্রতিটি বাড়িতে বাড়িতে যাবে এবং সাধারণ মানুষদের সচেতন করবে।
এই বিষয়ে সামাজিক আন্দোলন সৃষ্টি করবে। মানুষকে বলবে আপনাদের বাড়িতে জমা পানি ফেলে দিন। তাৎক্ষণিকভাবে ফেলে দিতে উদ্বুদ্ধ করবে তারা।
মেয়র বলেন, এখন বৃষ্টি হচ্ছে, আবার রোদ উঠছে। এই রোদ বৃষ্টির জন্য আমাদের ক্যাম্পেইন শুরু করেছি। অন্যান্য সময় আমরা বিভিন্নভাবে ক্যাম্পেই করি। আজ আমরা সামাজিক সচেতনতা সৃষ্টি করার লক্ষ্যে শুরু করেছি।
আতিকুল ইসলাম বলেন, আজকের এই দিনটি বাঙালি জাতির জন্য একটি বড় দিন, বাংলাদেশের জন্য একটি বড় দিন, ১৭ কোটি মানুষের জন্য বড় দিন।
জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কন্যা, আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার স্বদেশ প্রত্যাবর্তন দিবস আজ। দীর্ঘ নির্বাসন শেষে ১৯৮১ সালের ১৭ মে দেশের মাটিতে পা রাখেন তিনি।
এই প্রত্যাবর্তন দিবস উপলক্ষ্যেই ঢাকা উত্তর সিটি করপোরেশন, বাংলাদেশ স্কাউট, বাংলাদেশ ন্যাশনাল ক্যাডেট কোর এবং আমাদের কাউন্সিলররা মিলে আজকে আমাদের সচেতনতামূলক কর্মকাণ্ড শুরু করেছে।
ক্যাম্পেইনে ডিএনসিসির বিভিন্ন বিভগের ঊর্ধ্বতন কর্মকর্তা, কাউন্সিলররাসহ বাংলাদেশ ন্যাশনাল ক্যাডেট কোর (বিএনসিসি) ও জাতীয় স্কাউট দলের সদস্যরা উপস্থিত ছিলেন।