বৃহস্পতিবার | ২৩শে অক্টোবর, ২০২৫ খ্রিস্টাব্দ | ৭ই কার্তিক, ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ খবর :
নির্বাচন নিয়ে ষড়যন্ত্র চলছে, শিক্ষকদের সচেতন হওয়ার আহ্বান: বিএনাপ মিলন রাজশাহীতে জাতীয় নিরাপদ সড়ক দিবস পালিত ‘সাব-জেল’ কারা কর্তৃপক্ষের তত্ত্বাবধানে, খাবার-সাক্ষাৎ বিধি অনুযায়ী: আইজি প্রিজন ইমপোর্ট কুরিয়ার সেকশন থেকে আগুনের সূত্রপাত: বেবিচক চেয়ারম্যান শহীদ শামসুজ্জোহার কবর জিয়ারত করেছে রাকসুর নবনির্বাচিত প্রতিনিধি দল রাজশাহীতে বিশ্ব ও জাতীয় পরিসংখ্যান দিবস উদযাপন গুরুত্বপূর্ণ স্থাপনায় অগ্নিসংযোগের প্রতিবাদে রাবি শিক্ষার্থীদের মানববন্ধন ডেঙ্গুতে আরো চারজনের মৃত্যু, আক্রান্ত ৬০ হাজার মাস্টাররোল কর্মচারীদের বেতন ও মামলার রায় বাস্তবায়নের দাবিতে মানববন্ধন রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের প্রায় ১৮ টন সরঞ্জাম আগুনে পুড়েছে
বিজেএসসির বরেন্দ্র বিশ্ববিদ্যালয় সংসদের নেতৃত্বে ইশরাক-শুভ

বিজেএসসির বরেন্দ্র বিশ্ববিদ্যালয় সংসদের নেতৃত্বে ইশরাক-শুভ

­নিজস্ব প্রতিবেদক : বাংলাদেশ জার্নালিজম স্টুডেন্টস কাউন্সিল (বিজেএসসি) এর বরেন্দ্র বিশ্ববিদ্যালয় সংসদে ফাতিন ইশরাককে সভাপতি ও এস.এম. শাহ পরান শুভকে সাধারণ সম্পাদক করে ২০২৩-২৪ কার্যকরী পরিষদের কমিটি ঘোষণা করা হয়েছে।

মঙ্গলবার (১৬ মে) সংগঠনটির কেন্দ্রীয় সংসদের সভাপতি হেদায়েতুল ইসলাম ও সাধারণ সম্পাদক তাওসিফ আব্দুল্লাহ স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে আগামী এক বছরের জন্য এই কমিটি ঘোষণা করা হয়।

ফাতিন ইশরাক বিশ্ববিদ্যালয়টির জার্নালিজম, কমিউনিকেশন অ্যান্ড মিডিয়া স্টাডিজ বিভাগের চতুর্থ বর্ষের ও এস.এম. শাহ পরান শুভ একই বিভাগের তৃতীয় বর্ষের শিক্ষার্থী।

কার্যকরী পরিষদে সংগঠনটির সহ সভাপতি পদে মনোনীত হয়েছেন সবনাজ মোস্তারী স্মৃতি, ইসমত আরা। যুগ্ম সাধারণ সম্পাদক পদে মনোনিত হয়েছেন লিখন আলী এবং সাংগঠনিক সম্পাদক পদে মনোনীত হয়েছেন তাহসীব আলম শাহ।

কমিটিতে দপ্তর সম্পাদক সাদিক-উল-ইসলাম, অর্থ বিষয়ক সম্পাদক মিষ্টি খাতুন, প্রচার সম্পাদক সাজিদুর রহমান, প্রকাশনা সম্পাদক ফারিয়া জামান সুহানা, নারী বিষয়ক সম্পাদক আমিনা জাহান শাওনি, সংস্কৃতি বিষয়ক সম্পাদক আফিয়া আফরিন, তথ্য ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক শিমন সাহা, সমাজসেবা বিষয়ক সম্পাদক আহমেদ হোসেন, মুক্তিযুদ্ধ বিষয়ক সম্পাদক উম্মে সালমা মনোনীত হয়েছেন।

এছাড়াও কার্যকারী সদস্য হিসেবে মনোনীত হয়েছেন, ফয়েজ উল্লাহ, মোসা: রোবাইয়া, প্রীতু বীর, কাওসার আলী, রেজোয়ান মিয়া।

প্রসঙ্গত, ২০১৫ সালের ১৩ নভেম্বর যাত্রা শুরু করে বাংলাদেশ জার্নালিজম স্টুডেন্টস কাউন্সিল (বিজেএসসি)। ‘একতাই বল, যোগাযোগই সম্বল’ এই স্লোগানকে ধারণ করে সংগঠনটি সারাদেশের বিশ্ববিদ্যালয়গুলোর সাংবাদিকতা বিভাগের শিক্ষার্থীদের সঙ্গে নিয়ে বিভিন্ন গঠনমূলক কাজ করে যাচ্ছে। বর্তমানে ১৯টি সরকারি ও বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা বিজেএসসির সঙ্গে যুক্ত রয়েছে।


ads



©2022 newsprobaha.com
Developed by- .:: SHUMANBD ::.