বুধবার | ১৬ই জুলাই, ২০২৫ খ্রিস্টাব্দ | ১লা শ্রাবণ, ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ খবর :
রাজশাহীতে নারী ও শিশু অধিকার বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রাজশাহীতে তিন দিনব্যাপী জুলাই ভিত্তিক ছড়া ও কবিতা আবৃত্তি প্রতিযোগিতা শুরু রাবিতে জুলাই ’২৪ স্মৃতি চত্বরের ভিত্তিপ্রস্তর স্থাপন রাজশাহীতে হেরোইনসহ মাদক ব্যবসায়ী আটক রাজশাহীতে গৃহবধূ হত্যা মামলার শ্বাশুড়ি গ্রেপ্তার আ.লীগ জাতীয় পার্টিকে সার্কাস পার্টিতে পরিণত করেছিল : জি এম কাদের রাত ১টার মধ্যে নয় অঞ্চলে ঝড়ের আভাস জুলাইয়েই ক্রেস্ট, সার্টিফিকেট আর নগদ পুরস্কার পাচ্ছেন সেরা শিক্ষার্থীরা দেশি কোচদের সঙ্গে বৈঠক করলেন বিসিবি সভাপতি শুল্কনীতি নিয়ে যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনা উৎসাহব্যঞ্জক : বাণিজ্য উপদেষ্টা
কীভাবে ৩ কোটির ফ্ল্যাট ও ৫৬ লাখের গাড়ি কিনেছেন তার জবাব দিলেন বুবলী

কীভাবে ৩ কোটির ফ্ল্যাট ও ৫৬ লাখের গাড়ি কিনেছেন তার জবাব দিলেন বুবলী

প্রবাহ ডেস্ক: রোববার সংবাদমাধ্যমকে দেয়া এক সাক্ষাৎকারে চিত্রনায়িকা বুবলীর বিরুদ্ধে ‘অবৈধ সম্পর্কের’ অভিযোগ তুলে ৩ কোটির ফ্ল্যাট ও ৫৬ লাখের গাড়ি কেনার অর্থের উৎসব নিয়েও প্রশ্ন তোলেন চিত্রনায়ক শাকিব খান। এবার সেই প্রশ্নের জবাব দিলেন বুবলী।

বিষয়টি নিয়ে জানতে চাওয়া হলে সংবাদমাধ্যকে বুবলী বলেন, ‘আমি অনেক বছর ফিল্ম করছি, তার আগে নিউজ পড়েছি, অনেক কালচারাল প্রোগ্রাম করি, বিভিন্ন ওপেনিং শো করি, বিজ্ঞাপন করি, এত বছর সম্মানের সঙ্গে কাজ করে আমার নিজ সামর্থ্য আর পরিবারের হেল্প নিয়ে যতটুকু থাকার ঠিক ততটুকুই আছে। আমার গাড়ির কথা উনি বলছেন সেটা ব্যাংক লোন নিয়ে নেয়া। সব লোনের কাগজ আমার কাছে আছে। যে শোরুম থেকে নেয়া সেই শোরুম উনি নিজেও চিনেন।

তিনি আরও বলেন, ‘আমার বাসার কথা উনি বলেছেন- যেটাতে আমি আম্মু, আব্বু, শেহজাদ, আমার ছোট ভাইসহ পরিবার নিয়ে থাকি। এই বাসা আমার নামেও না, কারণ এটাও লোন নিয়ে করা। আমি আমার সিনেমা আর বিজ্ঞাপন থেকে কিছু টাকা দিয়ে কিছুটা পরিবার থেকে হেল্প নিয়ে বাকিটা লোন করে গাড়ি কিনেছি। গাড়ি আর বাসার প্রতি মাসের ইনস্টলমেন্টের হিসাব আমার কাছে আছে। আমি এত বছর কাজ করে লোন করে কিছু করতে গেলেও সমস্যা?’

এ পাল্টা প্রশ্ন রেখে এই চিত্রনায়িকা বলেন, ‘আমার আর সন্তানের জন্য তো আমাকে কাজ করতে হয় কারণ সব দায়িত্ব আমার একার। উনি এসবেও নোংরামি করতে চান? তাহলে নিজে কেন কোনো দায়িত্ব নেননি?’

এর আগে রোববার এক সাক্ষাৎকারে শাকিব খান বলেন, ‘শেহজাদকে জন্ম দেয়ার পর আমেরিকা থেকে দেশে এসে সে নানা স্ক্যান্ডালে জড়িয়ে পড়ল। নানা জনের সঙ্গে অবৈধ সম্পর্ক গড়ে তুলল। যা মিডিয়াসহ সবাই জানে। একই সঙ্গে সাড়ে ৩ কোটি টাকার ফ্ল্যাট এবং ৫৬ লাখ টাকার গাড়ির মালিক হলো, হঠাৎ করে এমন বিত্ত-বৈভবের মালিক হওয়া কীভাবে সম্ভব।’


ads



©2022 newsprobaha.com
Developed by- .:: SHUMANBD ::.