শুক্রবার | ২৪শে অক্টোবর, ২০২৫ খ্রিস্টাব্দ | ৮ই কার্তিক, ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ খবর :
নির্বাচন নিয়ে ষড়যন্ত্র চলছে, শিক্ষকদের সচেতন হওয়ার আহ্বান: বিএনাপ মিলন রাজশাহীতে জাতীয় নিরাপদ সড়ক দিবস পালিত ‘সাব-জেল’ কারা কর্তৃপক্ষের তত্ত্বাবধানে, খাবার-সাক্ষাৎ বিধি অনুযায়ী: আইজি প্রিজন ইমপোর্ট কুরিয়ার সেকশন থেকে আগুনের সূত্রপাত: বেবিচক চেয়ারম্যান শহীদ শামসুজ্জোহার কবর জিয়ারত করেছে রাকসুর নবনির্বাচিত প্রতিনিধি দল রাজশাহীতে বিশ্ব ও জাতীয় পরিসংখ্যান দিবস উদযাপন গুরুত্বপূর্ণ স্থাপনায় অগ্নিসংযোগের প্রতিবাদে রাবি শিক্ষার্থীদের মানববন্ধন ডেঙ্গুতে আরো চারজনের মৃত্যু, আক্রান্ত ৬০ হাজার মাস্টাররোল কর্মচারীদের বেতন ও মামলার রায় বাস্তবায়নের দাবিতে মানববন্ধন রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের প্রায় ১৮ টন সরঞ্জাম আগুনে পুড়েছে
মুক্তিযুদ্ধবিরোধী অপশক্তিকে প্রশ্রয় দেয়ার ব্যাপারে সতর্ক হওয়ার আহ্বান বাদশার

মুক্তিযুদ্ধবিরোধী অপশক্তিকে প্রশ্রয় দেয়ার ব্যাপারে সতর্ক হওয়ার আহ্বান বাদশার

নিজস্ব প্রতিবেদক: মুক্তিযুদ্ধের পক্ষের শক্তির ঐক্যের জন্য ক্ষতিকর অপশক্তিসমূহকে আশ্রয়-প্রশ্রয় দেয়ার ব্যাপারে সতর্ক হওয়ার আহ্বান জানিয়েছেন বাংলাদেশের ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক ও কেন্দ্রীয় ১৪ দলীয় জোটের অন্যতম নেতা ফজলে হোসেন বাদশা এমপি।

শনিবার বিকালে গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে তিনি এই আহ্বান জানিয়েছেন।

বিবৃতিতে তিনি বলেছেন, সম্প্রতি কতিপয় সংবাদ মাধ্যমে রাজশাহী সিটি নির্বাচনকেন্দ্রিক কিছু প্রতিবেদনে স্থানীয় পর্যায়ের কিছু বিবৃতি ও খবর আমার দৃষ্টিগোচর হয়েছে। উক্ত বিবৃতিসমূহে রাজশাহীতে ১৪ দলীয় জোটের মধ্যে অনৈক্য সৃষ্টির অপপ্রয়াস স্পষ্টভাবে দৃশ্যমান হয়। স্বাধীনতা ও মুক্তিযুদ্ধের পক্ষের ঐক্যবিরোধী কিছু শক্তি নিজেরাই নির্মূল হওয়ার ভয়ে ১৪ দল ও মুক্তিযুদ্ধের পক্ষের শক্তির ঐক্যে শঙ্কিত।

অপশক্তিরা নিজেরাই ‘গর্তে পরার ভয়ে’ এসব অপচেষ্টায় লিপ্ত উল্লেখ করে বর্ষিয়ান এই রাজনীতিক বিবৃতিতে বলেন, ‘আমি সুস্পষ্টভাবে বলতে চাই, সমসাময়িক রাজনৈতিক প্রেক্ষাপট বিবেচনায় এমন বিবৃতিদানের নেপথ্যের লক্ষ্য ও উদ্দেশ্য কি; তা খতিয়ে দেখতে হবে। কারণ, এই ধরনের অপপ্রয়াস সার্বিকভাবে মুক্তিযুদ্ধের চেতনা ও অসাম্প্রদায়িক গণতান্ত্রিক রাজনৈতিক শক্তিকে ক্ষতিগ্রস্ত করবে।’

তিনি বলেন, ‘অবস্থাদৃষ্টে মনে হচ্ছে, বিএনপি-জামায়াত নিজেরাই গর্তে পরার ভয়ে এখন মুক্তিযুদ্ধের পক্ষের শক্তির মধ্যে বিভক্তি সৃষ্টির অপচেষ্টায় লিপ্ত হয়েছে। আর তাদের আশ্রয়-প্রশ্রয় দেয়া চূড়ান্ত বিশ্লেষণে আত্মঘাতী হবে। কাজেই ভবিষ্যতে এই ধরনের বিবৃতি ও অপপ্রয়াস অব্যাহত থাকলে মুক্তিযুদ্ধের পক্ষের সকল শক্তি ঐক্যবদ্ধভাবে পাল্টা ব্যবস্থা নিতে বাধ্য হবে।’


ads



©2022 newsprobaha.com
Developed by- .:: SHUMANBD ::.