শুক্রবার | ১৮ই এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ | ৫ই বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ

বাঘায় আন্তর্জাতিক নার্স দিবস পালন

বাঘায় আন্তর্জাতিক নার্স দিবস পালন

নিজস্ব প্রতিবেদক: রাজশাহীর বাঘায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আয়োজনে শুক্রবার (১২ মে) আন্তর্জাতিক নার্স দিবস পালন করা হয়েছে।

“আমাদের নার্স, আমাদের ভবিষ্যৎ” এবারে এই প্রতিপাদ্যে বিষয় নিয়ে, দিবসটি পালনে সকাল ১১ টার দিকে বর্ণাঢ্য র‌্যালি শেষে ও উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সম্মেলন কক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

ডাঃ রাকিব হোসেনের সঞ্চালনায় আলোচনা সভায় বক্তব্য রাখেন, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ আশাদুজ্জামান আশাদ, নার্সিং সুপার ভাইজার মালেকা পারভীন, নার্সিং ইনচার্জ ফাতেমা জাহান প্রমুখ।

এতে স্বাস্থ্য কমপ্লেক্সের কর্মরত চিকিৎসক, নার্সিং কর্মকর্তা, মিডওয়াইফারি কর্মকর্তা ও কর্মচারীরা অংশগ্রহণ করেন।

আধুনিক নার্সিং সেবার অগ্রদূত ফ্লোরেন্স নাইটিঙ্গেলকের প্রতি গভীর শ্রদ্ধা রেখে বক্তারা বলেন, নার্সিং পেশার পথিকৃৎ ফ্লোরেন্স নাইটিঙ্গেলকে স্মরণ রেখেই ১২ই মে আন্তর্জাতিক নার্স দিবস পালিত হয়ে আসছে।

বক্তারা কর্মস্থলে নার্সদের কর্মপরিবেশ ও সুরক্ষা নিশ্চিত করার জন্য সকলের প্রতি আহ্বান জানিয়ে দেশের চিকিৎসা সেবায় নার্সদের অবদানের জন্য আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা প্রকাশ করেন।


©2022 newsprobaha.com
Developed by- .:: SHUMANBD ::.