রবিবার | ১১ই জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৭শে পৌষ, ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ খবর :
বীর মুক্তিযোদ্ধাদের প্রেরণা নিয়ে ভবিষ্যত গড়তে চাই: মনোজ কুমার আগামী ৩-৪ কার্যদিবসের মধ্যে গণভোট আইন: আইন উপদেষ্টা নির্বাচন শান্তিপূর্ণ ও উৎসবমুখর করতে সেনাবাহিনীর সহায়তা দরকার: প্রধান উপদেষ্টা রাজশাহীতে বিচারকের বাসায় ঢুকে ছেলেকে ছুরিকাঘাত করে হত্যা, স্ত্রী গুরুতর আহত আধুনিক ও যুগোপযোগী প্রশিক্ষণের মাধ্যমে প্রস্তুত থাকার আহ্বান সেনাপ্রধানের সংসদ নির্বাচনের দিন গণভোট: প্রধান উপদেষ্টা ফেব্রুয়ারির পর নির্বাচন মানুষ মেনে নেবে না: মির্জা ফখরুল রাজশাহীতে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত ডেঙ্গুতে আরো ৫ জনের মৃত্যু, হাসপাতালে ১০৩৪ জন জাতীয় সংসদের অর্ধেক আসন চায় নারীরা
রাজশাহীতে সিটি কর্পোরেশন নির্বাচন উপলক্ষ্যে ব্যানার ফেস্টুন উচ্ছেদে অভিযান

রাজশাহীতে সিটি কর্পোরেশন নির্বাচন উপলক্ষ্যে ব্যানার ফেস্টুন উচ্ছেদে অভিযান

নিজস্ব প্রতিবেদক: আসন্ন রাজশাহী সিটি কর্পোরেশন নির্বাচন উপলক্ষ্যে নির্বাচনে সম্ভাব্য প্রার্থীগণের অনুমোদন বিহীন ব্যানার ফেস্টুন অপসারণে আরএমপি’র সহায়তায় অভিযান শুরু করেছে রাজশাহী সিটি কর্পোরেশন (রাসিক)।

আগামী ২১শে জুন ২০২৩ খ্রিষ্টাব্দে অনুষ্ঠিত হবে রাজশাহী সিটি কর্পোরেশন নির্বাচন। সিটি করপোরেশন নির্বাচনকে সামনে রেখে রাজশাহীতে সম্ভাব্য মেয়র ও কাউন্সিলর প্রার্থীরা প্রচারণা চালানোর পাশাপাশি প্রতীক বরাদ্দ পাওয়ার আগেই প্রার্থীদের অনেকে মার্কা দিয়ে প্রচারণা চালিয়ে আসছিলেন। তফসীল ঘোষণা আগে ও পরে প্রার্থীদের অনেকে মার্কা যুক্ত করে প্রচারণা করে, যা আচরণবিধি লঙ্ঘনের পর্যায়ে পরে।  নির্বাচনী তফসিল অনুযায়ী, রাজশাহীতে মনোনয়নপত্র দাখিলের শেষ দিন ২৩ মে। প্রার্থিতা প্রত্যাহারের ১লা জুন। এরপরই প্রার্থীদের প্রতীক বরাদ্দ দেওয়া হবে।

এ অবস্থায় গত ২৫ এপ্রিল রাজশাহী-সহ গাজীপুর, খুলনা, বরিশাল ও সিলেট সিটি কর্পোরেশন নির্বাচনে নগরীতে সম্ভাব্য প্রার্থীদের ব্যানার ও পোস্টার অপসারণের নির্দেশনা দেয় নির্বাচন কমিশন (ইসি)। নির্বাচন কমিশন উপ-সচিব আতিয়ার রহমান কর্তৃক স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

এমন নির্দেশনার পরেও রাজশাহী  মহানগরীর বিভিন্ন স্থানে সম্ভাব্য প্রার্থীগণের বিভিন্ন শুভেচ্ছা বার্তা-সহ নির্বাচনী প্রতারণার ব্যনার ফেস্টুন পরিলক্ষিত হয়।

এসকল অনুমোদন বিহীন প্রচারণা সামগ্রী সরিয়ে নিতে ইসি’র নির্দেশনার পরিপ্রেক্ষিতে গতকাল সন্ধ্যা থেকে আরএমপি’র সহায়তায় রাজশাহী সিটি কর্পোরেশন (রাসিক) নগরীতে নির্বাচনে সম্ভাব্য প্রার্থীগণের অনুমোদন বিহীন পোষ্টার, ব্যানার, দেয়াল লিখন, বিলবোর্ড, গেইট, তোরণ বা ঘের, প্যান্ডেল ও আলোকসজ্জা ইত্যাদি অপসারণে অভিযান শুরু করেছে । কয়েকটি দলে বিভক্ত হয়ে নগরীর বিভিন্ন স্থানে এ অভিযান চলছে।


ads



©2022 newsprobaha.com
Developed by- .:: SHUMANBD ::.