রবিবার | ২৩শে মার্চ, ২০২৫ খ্রিস্টাব্দ | ৯ই চৈত্র, ১৪৩১ বঙ্গাব্দ

মোহনপুরে জেলা প্রশাসকের সাথে সরকারি কর্মকর্তা ও সুধীজনদের মতবিনিময়

মোহনপুরে জেলা প্রশাসকের সাথে সরকারি কর্মকর্তা ও সুধীজনদের মতবিনিময়

নিজস্ব প্রতিবেদক: রাজশাহী জেলা প্রশাসক শামীম আহম্মেদ আজ মঙ্গলবার দিনভর মোহনপুর উপজেলায় বিভিন্ন উন্নয়ন প্রকল্প ও কয়েকটি দপ্তর পরিদর্শন করেন।

এ সময় তিনি পুর্বনির্ধারিত সুচী অনুযায়ী উপজেলার বিভিন্ন উন্নয়ন প্রকল্প পরিদর্শনসহ একটি, একটি আশ্রায়ন প্রকল্প, ঘাসিগ্রাম ইউনিয়ন পরিষদ, কেশরহাট পৌর সভা, ধোরশা ইউনিয়ন ভুমি অফিস পরিদর্শন করে সন্তোষ্টি প্রকাশ করেন। এ উপলক্ষে উপজেলা প্রশাসনের আয়োজনে মোহনপুর উপজেলা পরিষদ অডিটরিয়ামে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। মোহনপুর উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলার বিভিন্ন শ্রেণী পেশার মানুষের সাথে মতবিনিময় করেছেন জেলা প্রশাসক শামীম আহম্মেদ।

বেলা ৩ টায় উপজেলা পরিষদ মিলনায়তনে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। উপজেলা নির্বাহী কর্মকর্তা সাবিহা ফাতেমাতুজ্ জোহুরা সভাপতিত্বে অনুষ্ঠিত মতবিনিময় সভায় প্রধান অতিথি ছিলেন রাজশাহী জেলা প্রশাসক শামীম আহম্মেদ। অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন- উপজেলা পরিষদ চেয়ারম্যান এ্যাড. আব্দুস সালাম, উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক অধ্যক্ষ মফিজ উদ্দিন কবিরাজ, ভাইস চেয়ারম্যান মেহবুব হাসান রাসেল, মহিলা ভাইস চেয়ারম্যান সানজীদা রহমান রিক্তা, সহকারী কমিশনার( ভূমি) প্রিয়াংকা দাশ, জেলা পরিষদ সদস্য দিলীপ কুমার সরকার তপন, অফিসার ইনর্চাজ (ওসি) সেলিম বাদশাহ চেয়ারম্যান আজাহারুল ইসলাম বাবলু, আব্দুল মান্নান, আল আমিন বিশ্বাস, বাবলু হোসেন, প্রধান শিক্ষক শহিদুল আলম, উপজেলা প্রেস ক্লাবের সভাপতি সাদিকুল ইসলাম স্বপন, মতিউর রহমানসহ সকল কর্মকর্তা ও কর্মচারী, বীরমুত্তিযোদ্ধা, শিক্ষক, সুশীল সমাজ, কাউন্সিলর ইউপি সদস্য রাজনৈতিক নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।


©2022 newsprobaha.com
Developed by- .:: SHUMANBD ::.