সোমবার | ২১শে এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ | ৮ই বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ

নগরীতে চার লেন সড়কের কার্পেটিং কাজ পরিদর্শনে রাসিক মেয়র লিটন

নগরীতে চার লেন সড়কের কার্পেটিং কাজ পরিদর্শনে রাসিক মেয়র লিটন

নিজস্ব প্রতিবেদক: রাজশাহী মহানগরীর সমন্বিত নগর অবকাঠামো উন্নয়ন প্রকল্পের আওতায় বন্ধগেট থেকে সিটি হাট পর্যন্ত সড়ক দুই লেন থেকে চারলেনে উন্নীতকরণে কাজ বাস্তবায়ন হয়েছে। বর্তমানে তেরখাদিয়া এলাকায় বাকি অংশের কার্পেটিং কাজ শুরু হয়েছে। মঙ্গলবার দুপুরে সড়কের কার্পেটিং কাজ পরিদর্শন করেন বাংলাদেশ আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য ও রাজশাহী সিটি কর্পোরেশনের মেয়র এ.এইচ.এম খায়রুজ্জামান লিটন।

উল্লেখ্য, রাজশাহী মহানগরীর সমন্বিত নগর অবকাঠামো উন্নয়ন প্রকল্পের আওতায় বন্ধগেট থেকে সিটি হাট পর্যন্ত  সড়ক ফোরলেনে উন্নীতকরণ ও উন্নয়ন কাজ করা হয়েছে। প্রায় ৪ কিলোমিটারের রাস্তাটি ৮০ ফিট প্রশস্ত করা হয়। রাস্তার উভয় পাশের্^ হবে ৯ ফুটের ফুটপাত, মাঝখানে ৪ ফুটের ডিভাইডার নির্মাণ করা হয়েছে। সড়কটি দৃষ্টিনন্দন সড়কবাতিতে আলোকায় করা হয়েছে।


©2022 newsprobaha.com
Developed by- .:: SHUMANBD ::.