শনিবার | ১৩ই সেপ্টেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ | ২৯শে ভাদ্র, ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ খবর :
‘তৃণমূলে ওষুধের প্রাপ্যতা কমাবে উচ্চ রক্তচাপের প্রকোপ’: সাংবাদিক কর্মশালায় বক্তারা জি এম কাদের ও তার স্ত্রীর দেশত্যাগে নিষেধাজ্ঞা ২১ আগস্ট গ্রেনেড হামলা : তারেক রহমান-বাবরের খালাসের রায় বহাল ডাকসু নির্বাচন নিয়ে কোনো রিট শুনব না : হাইকোর্ট `অপরাধবোধ ও বিবেকের তাড়নায় আমি রাজসাক্ষী হওয়ার সিদ্ধান্ত নিয়েছি’ রাজশাহীর আদিবাসি সাঁওতাল পল্লীতে কালোথাবা, ৫ সেপ্টেম্বরের মধ্যে পল্লী ছাড়তে হুমকি নুরের ওপর হামলায় জামায়াত জড়িত, নির্বাচন পেছানোর ষড়যন্ত্র করছে: ছাত্রদল নেতা আমান তারেক রহমানের ৩১ দফার বার্তা প্রতিটি ঘরে পৌঁছে দিতে হবে: বেগম সেলিমা রহমান নুরের ওপর হামলায় জড়িত কেউ রেহাই পাবে না, সরকারের বিবৃতি ফেব্রুয়ারির প্রথমার্ধে নির্বাচন প্রতিহত করার কোনও শক্তি নাই: প্রেস সচিব
রাজশাহীতে আবারও তাপমাত্রার উর্ধ্বগতি

রাজশাহীতে আবারও তাপমাত্রার উর্ধ্বগতি

নিজস্ব প্রতিবেদক: রাজশাহীতে গত কয়েকদিন থেকে আবারও তাপমাত্রা বেড়ে চলেছে। গত মার্চ মাসের শেষেরদিক থেকে রাজশাহী অঞ্চলে তাপমাত্রা লাগাতর বাড়তে থাকে। গত এপ্রিল মাসজুড়ে তাপপ্রবাহ চলতে থাকে। এবছর রাজশাহী সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয় গত ১৭ এপ্রিল ৪২.৬ ডিগ্রী সেলসিয়াস।

পরে ঝড় বৃষ্টি হলে তা কমে আসে এবং জনজীবনে স্বস্থি ফেরে। পুনরায় প্রায় ১ সপ্তাহ আগে থেকে পুনরায় তাপমাত্রা বাড়তে থাকে। আজ সোমবার (৮মে) রাজশাহীতে সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছে। দুপুর তিনটায় ৪০ ডিগ্রী সেলসিয়াস তাপমাত্রা রেডর্ক করা হয়। এই সময় বাতাসের আদ্রতা ছিলো ২৪ শতাংশ।

এছাড়াও তার আগে দুপুর ২ টায় তপমাত্র রেকর্ড করা হয় ৩৯.৫ ডিগ্রী সেলসিয়াস, বাতাসের আদ্রতা ২২ শতাংশ। দুপুর ১ টায় তাপমাত্রা ৩৮.৮ ডিগ্রী সেলসিয়াস, বাতাসের আদ্রতা ১৯ শতাংশ এবং দুপুর ১২ টায় ৩৮ ডিগ্রী সেলসিয়াস ও বাতাসের আদ্রতা ৩০ শতাংশ রেকর্ড করা হয়েছে।

রাজশাহী আবহাওয়া অফিসের সিনিয়র পর্যবেক্ষক রাজিব খান এসব তথ্য জানিয়ে বলেন, আগামী আরো কয়েকদিন এমন তাপমাত্রা অব্যহত হতে পারে। সামনে ঘুর্ণিঝড় মোখা আঘাত হানার সম্ভাবনা রয়েছে ফলে তার আগে রাজশাহী অঞ্চলে বৃষ্টিপাত হওয়ার সম্ভবনা নেই বলে জানান।


ads



©2022 newsprobaha.com
Developed by- .:: SHUMANBD ::.