শুক্রবার | ২৪শে অক্টোবর, ২০২৫ খ্রিস্টাব্দ | ৮ই কার্তিক, ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ খবর :
নির্বাচন নিয়ে ষড়যন্ত্র চলছে, শিক্ষকদের সচেতন হওয়ার আহ্বান: বিএনাপ মিলন রাজশাহীতে জাতীয় নিরাপদ সড়ক দিবস পালিত ‘সাব-জেল’ কারা কর্তৃপক্ষের তত্ত্বাবধানে, খাবার-সাক্ষাৎ বিধি অনুযায়ী: আইজি প্রিজন ইমপোর্ট কুরিয়ার সেকশন থেকে আগুনের সূত্রপাত: বেবিচক চেয়ারম্যান শহীদ শামসুজ্জোহার কবর জিয়ারত করেছে রাকসুর নবনির্বাচিত প্রতিনিধি দল রাজশাহীতে বিশ্ব ও জাতীয় পরিসংখ্যান দিবস উদযাপন গুরুত্বপূর্ণ স্থাপনায় অগ্নিসংযোগের প্রতিবাদে রাবি শিক্ষার্থীদের মানববন্ধন ডেঙ্গুতে আরো চারজনের মৃত্যু, আক্রান্ত ৬০ হাজার মাস্টাররোল কর্মচারীদের বেতন ও মামলার রায় বাস্তবায়নের দাবিতে মানববন্ধন রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের প্রায় ১৮ টন সরঞ্জাম আগুনে পুড়েছে
রাজশাহীতে আবারও তাপমাত্রার উর্ধ্বগতি

রাজশাহীতে আবারও তাপমাত্রার উর্ধ্বগতি

নিজস্ব প্রতিবেদক: রাজশাহীতে গত কয়েকদিন থেকে আবারও তাপমাত্রা বেড়ে চলেছে। গত মার্চ মাসের শেষেরদিক থেকে রাজশাহী অঞ্চলে তাপমাত্রা লাগাতর বাড়তে থাকে। গত এপ্রিল মাসজুড়ে তাপপ্রবাহ চলতে থাকে। এবছর রাজশাহী সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয় গত ১৭ এপ্রিল ৪২.৬ ডিগ্রী সেলসিয়াস।

পরে ঝড় বৃষ্টি হলে তা কমে আসে এবং জনজীবনে স্বস্থি ফেরে। পুনরায় প্রায় ১ সপ্তাহ আগে থেকে পুনরায় তাপমাত্রা বাড়তে থাকে। আজ সোমবার (৮মে) রাজশাহীতে সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছে। দুপুর তিনটায় ৪০ ডিগ্রী সেলসিয়াস তাপমাত্রা রেডর্ক করা হয়। এই সময় বাতাসের আদ্রতা ছিলো ২৪ শতাংশ।

এছাড়াও তার আগে দুপুর ২ টায় তপমাত্র রেকর্ড করা হয় ৩৯.৫ ডিগ্রী সেলসিয়াস, বাতাসের আদ্রতা ২২ শতাংশ। দুপুর ১ টায় তাপমাত্রা ৩৮.৮ ডিগ্রী সেলসিয়াস, বাতাসের আদ্রতা ১৯ শতাংশ এবং দুপুর ১২ টায় ৩৮ ডিগ্রী সেলসিয়াস ও বাতাসের আদ্রতা ৩০ শতাংশ রেকর্ড করা হয়েছে।

রাজশাহী আবহাওয়া অফিসের সিনিয়র পর্যবেক্ষক রাজিব খান এসব তথ্য জানিয়ে বলেন, আগামী আরো কয়েকদিন এমন তাপমাত্রা অব্যহত হতে পারে। সামনে ঘুর্ণিঝড় মোখা আঘাত হানার সম্ভাবনা রয়েছে ফলে তার আগে রাজশাহী অঞ্চলে বৃষ্টিপাত হওয়ার সম্ভবনা নেই বলে জানান।


ads



©2022 newsprobaha.com
Developed by- .:: SHUMANBD ::.