মঙ্গলবার | ২৩শে ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ | ৮ই পৌষ, ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ খবর :
বীর মুক্তিযোদ্ধাদের প্রেরণা নিয়ে ভবিষ্যত গড়তে চাই: মনোজ কুমার আগামী ৩-৪ কার্যদিবসের মধ্যে গণভোট আইন: আইন উপদেষ্টা নির্বাচন শান্তিপূর্ণ ও উৎসবমুখর করতে সেনাবাহিনীর সহায়তা দরকার: প্রধান উপদেষ্টা রাজশাহীতে বিচারকের বাসায় ঢুকে ছেলেকে ছুরিকাঘাত করে হত্যা, স্ত্রী গুরুতর আহত আধুনিক ও যুগোপযোগী প্রশিক্ষণের মাধ্যমে প্রস্তুত থাকার আহ্বান সেনাপ্রধানের সংসদ নির্বাচনের দিন গণভোট: প্রধান উপদেষ্টা ফেব্রুয়ারির পর নির্বাচন মানুষ মেনে নেবে না: মির্জা ফখরুল রাজশাহীতে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত ডেঙ্গুতে আরো ৫ জনের মৃত্যু, হাসপাতালে ১০৩৪ জন জাতীয় সংসদের অর্ধেক আসন চায় নারীরা
পবায় ওয়ার্ল্ড ভিশনের উদ্যোগে কৃষক মাঠ দিবস

পবায় ওয়ার্ল্ড ভিশনের উদ্যোগে কৃষক মাঠ দিবস

নিজস্ব প্রতিবেদক: রাজশাহীর পবায় ওয়ার্ল্ড ভিশনের উদ্যোগে কৃষক মাঠ দিবস অনুষ্ঠিত হয়েছে। সোমবার হরিপুর ইউনিয়নের আন্ধারকোটা মিশন প্রাঙ্গনে এ দিবস অনুষ্ঠিত হয়।

জানা গেছে, ওয়ার্ল্ড ভিশনের সহায়তায় মন্দিরা বিশ্বাস নামে এক কৃষক ব্রীধান-৮৪ (জিংক ধান) চাষ করেন। অনুষ্ঠানের শুরুতে গ্রামের সকল কৃষক এবং অতিথিবৃন্দ মন্দিরা বিশ্বাসের ধান ক্ষেতে পরিদর্শন করেন। ধানের ফলনে কৃষকরা পরবর্তীতে এই ধান চাষের আশাবাদ ব্যক্ত করেন।

এ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, পবা উপজেলার সহকারী কৃষি অফিসার মাহবুবুল আলম, ফাদার প্রেমু রোজারিও, ইফতেখার উদ্দিন আহমেদ, লাইভলীহুড টেকনিক্যাল স্পেশালিস্ট, রতন কুমার ভৌমিক, প্রোগ্রাম অফিসার, ডেভিড বাসকে, প্রোগ্রাম অফিসার এবং অত্র গ্রামের কৃষকগণ।

এ ব্যাপারে কৃষক মন্দিরা বিশ্বাস বলেন- ”আমি জানতে পারি যে, এই ধানে প্রচুর পরিমানে জিংক রয়েছে, যা শিশু ও মা দের শরীরে খুবই উপকারী।

তাই আমি এই ধান চাষে আগ্রহী হই। আমি এই ধান বিক্রি করবো না, আমরা পরিবারে খাবারের জন্য আমি আবাদ করেছি।”

তিনি গ্রামবাসীর সকল কৃষকদের এই ধান চাষ করার জন্য অনুপ্রাণিত করেন।

অনুষ্ঠানে অতিথিগণও এটিকে অধিক জিংক সমৃদ্ধ বলে আখ্যায়িত করেন। এটি মানব দেহে জিংক ও আয়রনের ঘাটতি পূরণ হবে বলে জানান। তাই তারাও সকল কৃষকদের এই ধান চাষ করার জন্য উৎসাহ প্রদান করেন।


ads



©2022 newsprobaha.com
Developed by- .:: SHUMANBD ::.