সোমবার | ২৫শে আগস্ট, ২০২৫ খ্রিস্টাব্দ | ১০ই ভাদ্র, ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ খবর :
ফজলুর রহমানকে গ্রেপ্তার দাবিতে বাসার সামনে অবস্থান রোহিঙ্গা সংকট, বিশ্ব সম্প্রদায়ের উচিত প্রয়োজনীয় সহযোগিতা নিশ্চিত করা: জাতিসংঘ ফজলুর রহমানকে আরও ২৪ ঘণ্টা সময় দিলো বিএনপি হত্যা মামলায় রিমান্ডে আফ্রিদি, খালেদা জিয়ার সঙ্গে বাবার ছবি দেখিয়ে জামিন চাইলেন আইনজীবী ছাত্রদলকে ডাকসুতে মনোনয়নপত্র ক্রয় করতে না দিতে মব হচ্ছে : রিজভী চিকিৎসা শেষে ফিরলেন মির্জা ফখরুল, সংকট নিরসনের একমাত্র পথ দ্রুত নির্বাচন আনুষ্ঠানিক দা‌য়িত্ব নিলেন পাকিস্তানের নতুন হাইকমিশনার সুষ্ঠু নির্বাচনে সরকারকে সহযোগিতা দিতে সেনাবাহিনী প্রস্তুত : সেনাপ্রধান আরএমপি’র অভিযানে ইয়াবা, অ্যালকোহল ও চোলাই মদসহ গ্রেপ্তার ৪ চলতে চলতে থেমে যাচ্ছে রেলের ইঞ্জিন, স্পেয়ার পার্টসের অভাবে বিঘ্ন রেল চলাচল
রাজশাহীর কোন শিক্ষাপ্রতিষ্ঠান উন্নয়নের বাইরে নেই: এমপি বাদশা

রাজশাহীর কোন শিক্ষাপ্রতিষ্ঠান উন্নয়নের বাইরে নেই: এমপি বাদশা

নিজস্ব প্রতিবেদক: উন্নয়নের ছোঁয়া লাগেনি এমন শিক্ষাপ্রতিষ্ঠান রাজশাহী মহানগরীতে আর অবশিষ্ট নেই বলে জানিয়েছেন শিক্ষা মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সিনিয়র সদস্য ও রাজশাহী-২ আসনের টানা তিন বারের সংসদ সদস্য ফজলে হোসেন বাদশা।

তিনি বলেছেন, শহরের ৯৯ শতাংশ শিক্ষাপ্রতিষ্ঠানকে এমপিওভুক্ত করা হয়েছে। বেশিরভাগ শিক্ষাপ্রতিষ্ঠানই পেয়েছে নতুন বহুতল ভবন। রাজশাহীর কোন শিক্ষাপ্রতিষ্ঠানই এখন উন্নয়নের বাইরে নেই। সব শিক্ষাপ্রতিষ্ঠানকে উন্নয়নের আওতায় এনে শিক্ষার মান আরও স্বচ্ছ এবং বিকশিত করতে আমাদের পরিকল্পনা চলমান আছে।

সোমবার সকাল ১১টায় রাজশাহী মহানগরের ইসলামিয়া কলেজের ছয়তলা ভিত বিশিষ্ট ভবনের প্রথম তলার উদ্বোধন শেষে আয়োজিত অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। এর আগে কলেজের স্কাউট দলের পক্ষ থেকে এমপি বাদশাকে গার্ড অব অনার-এর মাধ্যমে অভিবাদন জানানো হয়।

অনুষ্ঠানে ফজলে হোসেন বাদশা বলেন, পরিকল্পিত উন্নয়নে রাজশাহীর সব শিক্ষাপ্রতিষ্ঠানের চেহারা বদলে গেছে। তবে উন্নয়ন যেমন প্রয়োজন; তেমনি মানসম্মত শিক্ষাব্যবস্থা গড়ে তোলারও কোন বিকল্প নেই। এই দুটি বিষয় মাথায় রেখেই আমাদের কাজ করতে হবে। এ ক্ষেত্রে অমাদের শিক্ষকদের ভূমিকা রাখতে হবে সবথেকে বেশি। শিক্ষানগরী হিসেবে খ্যাত আমাদের শহরের সুনাম ধরে রাখার জন্য যা করণীয় তাই করা হবে।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ইসলামিয়া কলেজের গভর্নিং বডির সভাপতি ও সাবেক অধ্যক্ষ মুহাম্মদ আমিনুর রহমান। তিনি বলেন, রাজশাহীর শিক্ষাপ্রতিষ্ঠানের উন্নয়নের ক্ষেত্রে এমপি বাদশার ভূমিকা অতুলনীয়। অন্য কেউ থাকলেও হয়তো উন্নয়ন হতো, কিন্তু তিনি থাকার কারণে আমরা চাওয়ার থেকে অনেক বেশি পরিমাণে পেয়েছি। তার কাছে এসব নিয়ে কাউকে কখনো বেগ পেতে হয়নি। এই সময়ে এটি অনেক বড় ব্যাপার!

উদ্বোধনী অনুষ্ঠানে আরো বক্তব্য রাখেন, কমেলা হক কলেজের গভর্নিং বডির সভাপতি সৈয়দ ইসফাক আহমেদ, বঙ্গবন্ধু কলেজের অধ্যক্ষ কামরুজ্জামান, ইসলামিয়া কলেজের অধ্যক্ষ মো: কামরুজ্জামান প্রমুখ। এসময় স্থানীয় এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।


ads



©2022 newsprobaha.com
Developed by- .:: SHUMANBD ::.