নিজস্ব প্রতিবেদক: আসন্ন ২১ জুন রাজশাহী সিটি করপোরেশন নির্বাচন উপলক্ষে মহানগরীর ৮ নং ওয়ার্ডে নির্বাচনী মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।শনিবার (৬ মে) নগরীর কাজীহাটার সিঅ্যান্ডবি মোড়ে এই সভার আয়োজন করা হয়।
সভায় ৮ নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি রবিউল ইসলামের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক আবু সালেহ তুহিনের সঞ্চালনায় অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, রাজশাহী মহানগর আওয়ামী লীগের সহ-সভাপতি সৈয়দ শাহাদত হোসেন, যুগ্ম সাধারণ সম্পাদক মোস্তাক হোসেন, আহসানুল হক পিন্টু, সাংগঠনিক সম্পাদক আজিজুল আলম বেন্টু, সদস্য মোকাদ্দেস হোসেন লাভলু, রাজপাড়া থানা আওয়ামী লীগের সভাপতি হাফিজুর রহমান বাবু প্রমূখ।
এছাড়াও ৮ নং ওয়ার্ড আওয়ামী লীগের বিভিন্ন মহল্লা কমিটির নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
এসময় সভায় আসন্ন রাজশাহী সিটি কর্পোরেশন নির্বাচনে আওয়ামী লীগ মনোনীত মেয়র প্রার্থী এ.এইচ.এম খায়রুজ্জামান লিটনকে জয়যুক্ত করার লক্ষ্যে ওয়ার্ডের বিভিন্ন মহল্লায় নির্বাচনী প্রচার প্রচারণা নিয়ে আলোচনা করা হয়।
সভায় বক্তারা বলেন, রাজশাহীর উন্নয়নের ধারা অব্যাহত রাখতে আগামী ২১ জুন আবারও এ.এইচ.এম খায়রুজ্জামান লিটনকে ভোট দিয়ে জয়যুক্ত করতে হবে। রাজশাহীতে উন্নয়ন ইতিমধ্যেই দৃশ্যমান হয়েছে। এবার প্রয়োজন কর্মসংস্থানের। আর এ.এইচ.এম খায়রুজ্জামান লিটন এবার সেই কর্মসংস্থানের লক্ষ্যেই চেষ্টা চালিয়ে যাচ্ছেন।
বক্তারা আরও বলেন, আমাদের প্রতিপক্ষ দল ঘোষণা দিয়েছে তারা নির্বাচনে অংশগ্রহণ করবে না। কিন্তু তারা আসন্ন ২১ জুন রাজশাহী সিটি কর্পোরেশন নির্বাচনকে প্রশ্নবিদ্ধ করার জন্য বিভিন্ন ষড়যন্ত্র করছেন। সেই ষড়যন্ত্রকে আমাদের নগরবাসীকে একত্রিত হয়েই প্রতিহত করতে হবে।