বুধবার | ২রা জুলাই, ২০২৫ খ্রিস্টাব্দ | ১৮ই আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ খবর :
আনুপাতিক পদ্ধতির নির্বাচন সময়ের দাবি : চরমোনাই পীর ঢাকার বায়ুদূষণ রোধে ‘ডিগ্রেডেড এয়ারশেড’ চিহ্নিত করা হবে: পরিবেশ উপদেষ্টা আশ্রয়প্রার্থীদের নৌকায় চেপে ব্রিটেনে পৌঁছানোর রেকর্ড অন্তর্বর্তী সরকারের বৈধতা চ্যালেঞ্জ : লিভ টু আপিল শুনানি ১৬ জুলাই ‘পঞ্চপাণ্ডব’ ছাড়া নতুন যুগে বাংলাদেশ একদিনে আরও ৩৮৬ জনের ডেঙ্গু শনাক্ত, সবচেয়ে বেশি বরিশালে একান্ত বৈঠকে কী বলেছিলেন প্রধান উপদেষ্টা, জানালেন সিইসি আমরা নতুন দেশ গড়ার আন্দোলনে নেমেছি : নাহিদ ইসলাম ট্রাম্প ও নেতানিয়াহুকে ‘আল্লাহর শত্রু’ আখ্যা দিয়ে ইরানে ফতোয়া নির্বাচিত সরকারের সঙ্গে কাজ করার ব্যাপারে আশাবাদী চীন : ফখরুল
বাঘার পদ্মায় মিললো যুবকের ভাসমান মরদেহ

বাঘার পদ্মায় মিললো যুবকের ভাসমান মরদেহ

নিজস্ব প্রতিবেদক: দুই দিন আগে চুল কাটানোর উদ্দেশ্য আলাইপুর বিজিবি ক্যাম্প সংলগ্ন কিশোরপুর বাজারে আসার কথা বলে বের হয়েছিল নেপাল বিশ্বাস (২২) । পরে আর ফিরে যায়নি।

শনিবার (৬ মে) রাজশাহী বাঘার পদ্মা নদী থেকে নেপাল বিশ্বাস (২২) এর মরদেহ উদ্ধার করা হয়েছে। পুলিশ জানায়, উপজেলার পাকুড়িয়া ইউনিয়নের বিজিবি ক্যাম্পের ১ কিলোমিটার দক্ষিনে পদ্মা নদী থেকে নেপাল বিশ্বাসের মরদেহ উদ্ধার করা হয়েছে। তার বাড়ি সাতক্ষীরা জেলার তালা উপজেলার গুনারি গ্রামে। মরদেহ উদ্ধারের আগের দিন সন্ধ্যায় বাঘা থানায় জিডি করেছিলেন নিহতের বাবা উদয় বিশ্বাস। প্রাথমিকভাবে মৃত্যুর কারণ সম্পর্কে জানা যায়নি।

জানা যায়, পদ্মায় মাছ ধরার জন্য নেপাল বিশ্বাস তার বাবা উদয় বিশ্বাসের সাথে গত চৈত্র মাসে বাঘা উপজেলার পদ্মায় আসেন। তাদের সাথে থাকা সুকুমার বিশ্বাস জানান, তারা থাকা-খাওয়া করতেন নদীর উপর নৌকায়।

নিহতের বাবা উদয় বিশ্বাস জানান, গত বুধবার (৩ মে) সকালের দিকে চুল কাটানোর উদ্দেশ্য বিজিবি ক্যাম্প সংলগ্ন কিশোরপুর বাজারে যাওয়ার কথা বলে বের হয়। পরে আর ফিরে যায়নি। তার খোঁজ না পেয়ে শুক্রবার (৫ মে) সন্ধ্যায় বাঘা থানায় জিডি করেন। শনিবার সকালে পদ্মায় নেপাল বিশ্বাসের ভাসমান মরদেহ উদ্ধার করে সনাক্ত করেন। তার কাছে থাকা এ্যানড্রোয়েড ফোন ও টাকার সন্ধান পাননি।

বাঘা থানার অফিসার ইনচার্জ (ওসি) খায়রুল ইসলাম বলেন, খবর পেয়ে ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করা হয়েছে। এ ব্যাপারে ইউডি মামলা হয়েছে। বিষয়টি নৌ পুলিশ দেখভাল করছে।

নৌ পুলিশের চারঘাট ফাঁড়ির ইনচার্জ বেলাল হোসেন জানান, মরদেহ হেফাজতে নিয়ে মৃত্যুর সঠিক কারণ নির্ণয়ের জন্য রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।


ads



©2022 newsprobaha.com
Developed by- .:: SHUMANBD ::.