রবিবার | ২৩শে মার্চ, ২০২৫ খ্রিস্টাব্দ | ৯ই চৈত্র, ১৪৩১ বঙ্গাব্দ

রাজশাহীতে সিল্ক এলিভেটরসের শো-রুমের উদ্বোধন

রাজশাহীতে সিল্ক এলিভেটরসের শো-রুমের উদ্বোধন

নিজস্ব প্রতিবেদক: রাজশাহীতে সিল্ক এলিভেটরস শো-রুমের উদ্বোধন করা হয়েছে। শনিবার (৬ মে) নগরীর কোর্ট স্টেশন মোড় এলাকায় এই শো-রুমের উদ্বোধন করা হয়।

উদ্বোধনী অনুষ্ঠানে সিল্ক এলিভেটরসের রাজশাহী জোনের জোনাল চিফ এক্সিকিউটিভ রবিউল আলম বাবুর সার্বিক তত্ত্বাবধানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, রাজশাহী চেম্বার অফ কমার্স এন্ড ইন্ডাস্ট্রির সভাপতি মাসুদুর রহমান রিংকু।

এসময় সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, সিল্ক এলিভেটরস এর হেড অফ মার্কেটিং ইঞ্জিনিয়ার মোঃ খালিদ হাসান।

উদ্বোধনী অনুষ্ঠান শেষে দোয়া পরিচালনা করেন নগরীর হড়গ্রাম মুন্সিপাড়া এলাকার বায়তুল আমিন জামে মসজিদের পেশ ইমাম মুফতি মাওলানা মোঃ শহিদুল ইসলাম।

এসময় অতিথিবৃন্দ সিল্ক এলিভেটরস এর উত্তরোত্তর মঙ্গল কামনা করেন।


©2022 newsprobaha.com
Developed by- .:: SHUMANBD ::.