বৃহস্পতিবার | ১০ই এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ | ২৭শে চৈত্র, ১৪৩১ বঙ্গাব্দ

রাজশাহীর খাদেমুল ইসলাম বালিকা বিদ্যালয় ও কলেজের শহীদ এএইচএম কামারুজ্জামান একাডেমিক ভবনের উদ্বোধন

রাজশাহীর খাদেমুল ইসলাম বালিকা বিদ্যালয় ও কলেজের শহীদ এএইচএম কামারুজ্জামান একাডেমিক ভবনের উদ্বোধন

নিজস্ব প্রতিবেদক: ৩ কোটি ১০ লাখ টাকা ব্যয়ে নির্মিত রাজশাহী মহানগরীর খাদেমুল ইসলাম বালিকা বিদ্যালয় ও কলেজের ৫তলা বিশিষ্ট শহীদ এএইচএম কামারুজ্জামান একাডেমিক ভবনের উদ্বোধন করেছেন বাংলাদেশ আওয়ামী লীগের সভাপতিমন্ডলীর সদস্য ও রাজশাহী সিটি কর্পোরেশনের মেয়র এ.এইচ.এম খায়রুজ্জামান লিটন। শনিবার দুপুরে ফিতা কেটে ও ফলক উন্মোচনের মাধ্যমে ভবনটির উদ্বোধন করেন রাসিক মেয়র। আনুষ্ঠানিকভাবে ভবন উদ্বোধনের পর দোয়া ও মোনাজাত করা হয়।

এদিকে ভবন উদ্বোধনের পরে খাদেমুল ইসলাম বালিকা বিদ্যালয় ও কলেজের বার্ষিক ক্রিড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতার পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে যোগ দেন রাসিক মেয়র এ.এইচ.এম খায়রুজ্জামান লিটন।

অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে মেয়র এএইচএম খায়রুজ্জামান লিটন বলেন, মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা রাজশাহীর উন্নয়নে সহযোগিতা অব্যাহত রয়েছেন। আজকে যে রাজশাহী দেখছেন, আগামী ৫ বছরে আরো উন্নত ও আধুনিক হবে। সেই রাজশাহী বর্তমান রাজশাহী সিটির চেয়ে বড় হবে। বর্তমান আয়তনের চেয়ে চারগুন বেশি বড় করার প্রস্তাব ইতোমধ্যে আমি পাঠিয়েছি। আগামীতে সেটি বাস্তবায়ন করা হবে।

মেয়র আরো বলেন, আমার নির্বাচনী ইশতেহারে প্রথম বিষয়টি থাকবে কর্মসংস্থান। ‘উন্নয়ন দৃশ্যমান, এবার হবে কর্মসংস্থান।’ এটি হবে নির্বাচনী স্লোগান। আগামী ৫ বছরে ৫০ হাজার মানুষের কর্মসংস্থানের ব্যবস্থা করে দিতে চাই।

রাসিক মেয়র বলেন, কৃষি খাতের উন্নয়ন ও গবেষণার জন্য রাজশাহীতে কৃষি বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা করতে চাই। রাজশাহীতে একটি গালর্স ক্যাডেট করতে চাই।

রাসিক মেয়র আরো বলেন, করোনার কারণে আমাদের উন্নয়ন কাজ ব্যহৃত হয়েছে। করোনাকালীন সময়ে দফায় দফায় খাদ্য, নগদ অর্থ, বিনামূল্যে ওষুধ, অক্সিজেনা মানুষের বাড়ি বাড়ি পৌছে দিয়েছি। সব সময় মানুষের পাশে ছিলাম,  আগামীতেও থাকবো।

খাদেমুল ইসলাম বালিকা বিদ্যালয় ও কলেজের গর্ভনিং বডির সভাপতি শফিকুর রহমান বাদশার সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খাদেমুল ইসলাম বালিকা বিদ্যালয় ও কলেজের গর্ভনিং বডির প্রাক্তন সভাপতি এ্যাড আব্দুল হাদি, বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদের রাজশাহী ইউনিট কমান্ডের সাবেক কমান্ডার ডা. মো. আব্দুল মান্নান, রাজশাহী মহানগর আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আহসানুল হক পিন্টু, রাজশাহী সিটি কর্পোরেশনের ২৫ নং ওয়ার্ড কাউন্সিলর মোঃ তরিকুল আলম পল্টু ও ২৫ নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি মো: গোলাম রাব্বানী মাসুম। অনুষ্ঠান সঞ্চালনা করেন খাদেমুল ইসলাম বালিকা বিদ্যালয় ও কলেজের অধ্যক্ষ রণজিৎ কুমার সাহা।

উল্লেখ্য, তথ্য প্রযুক্তির সহায়তায় শিক্ষার মানোন্নয়নের লক্ষ্যে নির্বাচিত বেসরকারি কলেজসমূহের উন্নয়ন (২য় সংশোধিত) শীর্ষক প্রকল্পের আওতায় ৩ কোটি ১০ লাখ টাকা ব্যয়ে ৫তলা একাডেমিক ভবন নির্মাণ করেছে শিক্ষা প্রকৌশল অধিদপ্তর। বাস্তবায়ন করেছে মাধ্যম ও উচ্চ শিক্ষা বিভাগ।


©2022 newsprobaha.com
Developed by- .:: SHUMANBD ::.