নিজস্ব প্রতিবেদক: আসন্ন ২১ জুন রাজশাহী সিটি করপোরেশন নির্বাচন উপলক্ষে মহানগরীর ৫ নং ওয়ার্ডে নির্বাচনী মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।শুক্রবার (৫ মে) নগরীর টুলটুলি পাড়া এলাকায় চেতনা ৭১ এর কার্যালয়ের সামনে এই সভার আয়োজন করা হয়।
সভায় ৫ নং ওয়ার্ড আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি আরমান আলী লাউসানের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক তানজীর হোসেন দুলালের সঞ্চালনায় অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, রাজশাহী মহানগর আওয়ামী লীগের সহ-সভাপতি শাহাদত হোসেন, যুগ্ম সাধারণ সম্পাদক মোস্তাক হোসেন, আহসানুল হক পিন্টু, সাংগঠনিক সম্পাদক আজিজুল আলম বেন্টু, সদস্য মোকাদ্দেস হোসেন লাভলু, রাজপাড়া থানা আওয়ামী লীগের সভাপতি হাফিজুর রহমান বাবু, সাধারণ সম্পাদক শেখ আনসারুল হক খিচ্চু, ৫ নং ওয়ার্ড কাউন্সিলর কামরুজ্জামান কামরু প্রমূখ।
এসময় সভায় আসন্ন রাজশাহী সিটি করপোরেশন নির্বাচনে আওয়ামী লীগ মনোনীত মেয়র প্রার্থী এ.এইচ.এম খায়রুজ্জামান লিটনকে জয়যুক্ত করার লক্ষ্যে ওয়ার্ডের বিভিন্ন মহল্লায় নির্বাচনী প্রচার প্রচারণা নিয়ে আলোচনা করা হয়।
বক্তারা বলেন, রাজশাহী সিটি বর্তমানে একটি পর্যটন কেন্দ্রে পরিণত হয়েছে। বর্তমানে রাজশাহী নিয়ে বিশ্বের বিভিন্ন দেশ প্রশংসায় পঞ্চমুখ। আর এই উন্নয়নের রূপকার রাজশাহীর নগর পিতা এ.এইচ.এম খায়রুজ্জামান লিটন।
তারা বলেন, রাজশাহীতে উন্নয়ন ইতিমধ্যেই দৃশ্যমান হয়েছে। এবার প্রয়োজন কর্মসংস্থানের। আর এ.এইচ.এম খায়রুজ্জামান লিটন এবার সেই কর্মসংস্থানের লক্ষ্যেই চেষ্টা চালিয়ে যাচ্ছেন। এজন্য সামনে নির্বাচনেও খায়রুজ্জামান লিটনকেই জয়যুক্ত করতে হবে।