বৃহস্পতিবার | ২০শে নভেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ | ৫ই অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ খবর :
নির্বাচন শান্তিপূর্ণ ও উৎসবমুখর করতে সেনাবাহিনীর সহায়তা দরকার: প্রধান উপদেষ্টা রাজশাহীতে বিচারকের বাসায় ঢুকে ছেলেকে ছুরিকাঘাত করে হত্যা, স্ত্রী গুরুতর আহত আধুনিক ও যুগোপযোগী প্রশিক্ষণের মাধ্যমে প্রস্তুত থাকার আহ্বান সেনাপ্রধানের সংসদ নির্বাচনের দিন গণভোট: প্রধান উপদেষ্টা ফেব্রুয়ারির পর নির্বাচন মানুষ মেনে নেবে না: মির্জা ফখরুল রাজশাহীতে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত ডেঙ্গুতে আরো ৫ জনের মৃত্যু, হাসপাতালে ১০৩৪ জন জাতীয় সংসদের অর্ধেক আসন চায় নারীরা দেশে বর্তমান ভোটার ১২ কোটি ৭৬ লাখ ১২ হাজার ৩৮৪ জন ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় ১০ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১০৬৯ জন
তানোরে যুবলীগের পরিচিতি সভা

তানোরে যুবলীগের পরিচিতি সভা

নিজস্ব প্রতিবেদক: রাজশাহীর তানোর উপজেলার সরনজাই (ইউনিয়ন) ইউপি যুবলীগের পরিচিতি সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার বিকেলের দিকে ইউপির সরকারপাড়া প্রাথমিক বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত হয় পরিচিতি সভা।

ইউপি যুবলীগের সভাপতি মেম্বার সেলিম উদ্দিনের সভাপতিত্বে ও সম্পাদক বেলাল উদ্দিনের সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা পরিষদ চেয়ারম্যান, উপজেলা যুবলীগের সভাপতি লুৎফর হায়দার রশিদ ময়না। প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন উপজেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক প্রভাষক আবুল কালাম আজাদ প্রদীপ সরকার।

অনুষ্ঠিত সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা যুবলীগের সাধারন সম্পাদক জুবায়ের ইসলাম, ভাইস চেয়ারম্যান উপজেলা কৃষকলীগের সাধারন সম্পাদক আবু বাক্কার সিদ্দিক। আওয়ামীলীগ নেতা প্রভাষক মুনসেফ আলী, আবু সাইদ, মইন উদ্দিন প্রমুখ। এসময় ইউপির ৯ ওয়ার্ডের সভাপতি সম্পাদকসহ তৃনমূলের বিপুল সংখ্যাক নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

চেয়ারম্যান ময়না নেতাকর্মীদের বলেন, এবছর কিংবা পরের বছরের শুরুতে জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হবে। এবারের নির্বাচন চ্যালেঞ্জিংয়ের নির্বাচন।

এজন্য যুবলীগকে এক কাতারে আসতে হবে। নির্বাচনে যুবলীগের ভূমিকা থাকবে ভ্যানগার্ডের মত। যুবলীগকে শিশাঢালা প্রাচীরের মত শক্তিশালী ও ঐক্যবদ্ধ হয়ে পুনরায় এমপি ফারুক চৌধূরীর বিজয় নিশ্চিত করতে হবে।

বর্তমান সরকারের মাধ্যমে এমপির উন্নয়ন ঘরেঘরে পৌছে দিতে হবে। আর বসে থাকার সময় নেয়। সামনের সকল চ্যালেঞ্জ মোকাবিলা করে নৌকার জয় সুনিশ্চিত করতে হবে। সাধারন ভোটার দের সরকারের নানা মূখী উন্নয়ন তুলে ধরতে হবে এবং বোঝাতে হবে সরকারের উন্নয়ন সম্পর্কে। সকল ধরনের ভেদাভেদ ভূলে বৃহত্তর স্বার্থে সবাইকে একযোগে এমপি ফারুক চৌধূরীর জন্য ভোটারদের দ্বারেদ্বারে যাওয়ার আহবান জানান তিনি।


ads



©2022 newsprobaha.com
Developed by- .:: SHUMANBD ::.