বুধবার | ২৪শে ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ | ৯ই পৌষ, ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ খবর :
বীর মুক্তিযোদ্ধাদের প্রেরণা নিয়ে ভবিষ্যত গড়তে চাই: মনোজ কুমার আগামী ৩-৪ কার্যদিবসের মধ্যে গণভোট আইন: আইন উপদেষ্টা নির্বাচন শান্তিপূর্ণ ও উৎসবমুখর করতে সেনাবাহিনীর সহায়তা দরকার: প্রধান উপদেষ্টা রাজশাহীতে বিচারকের বাসায় ঢুকে ছেলেকে ছুরিকাঘাত করে হত্যা, স্ত্রী গুরুতর আহত আধুনিক ও যুগোপযোগী প্রশিক্ষণের মাধ্যমে প্রস্তুত থাকার আহ্বান সেনাপ্রধানের সংসদ নির্বাচনের দিন গণভোট: প্রধান উপদেষ্টা ফেব্রুয়ারির পর নির্বাচন মানুষ মেনে নেবে না: মির্জা ফখরুল রাজশাহীতে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত ডেঙ্গুতে আরো ৫ জনের মৃত্যু, হাসপাতালে ১০৩৪ জন জাতীয় সংসদের অর্ধেক আসন চায় নারীরা
নৌকার বিজয়ে সবাইকে এক হয়ে কাজ করতে হবে : এমপি এনামুল

নৌকার বিজয়ে সবাইকে এক হয়ে কাজ করতে হবে : এমপি এনামুল

নিজস্ব প্রতিবেদক: রাজশাহীর বাগমারা উপজেলার গোয়ালকান্দি ইউনিয়ন আওয়ামী লীগ কার্যকরী কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার বিকেলে ইউনিয়নের গোয়ালকান্দি মাদ্রাসা মাঠে ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি জাহিদুল ইসলামের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে মুঠোফোনের মাধ্যমে বক্তব্য রাখেন রাজশাহী-৪ (বাগমারা) আসনের সংসদ সদস্য, সড়ক পরিবহণ ও সেতু মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সদস্য ও বাগমারা উপজেলা আওয়ামী লীগের সভাপতি ইঞ্জিনিয়ার এনামুল হক।

প্রধান অতিথি বলেন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের আর বেশি দিন সময় নেই। জাতীয় সংসদ নির্বাচন ঘিরে গোয়ালকান্দি ইউনিয়নে আওয়ামী লীগের দূর্গ গড়ে তুলতে হবে। কোন অপশক্তি যেন মাথাচাড়া দিয়ে উঠতে না পারে সে ব্যাপারে সবাইকে সজাগ থাকতে হবে। সেই সাথে নির্বাচন না হওয়া পর্যন্ত সবাইকে এক হয়ে ভোটের মাঠে থেকে নৌকার বিজয়ে কাজ করতে হবে। দেশের উন্নয়নকে বেগবান করতে চাইলে নৌকার বিজয়ের বিকল্প নেই। নৌকা মানে উন্নয়ন। আওয়ামী লীগ সরকার ক্ষমতায় আছে বলে দেশের মানুষ শান্তিতে আছে। প্রতিটি স্তরে উন্নয়ন হচ্ছে। উন্নয়ন ধারা অব্যাহত রাখতে এখন থেকেই দলমত নির্বিশেষে নৌকার বিজয় ঘটাতে হবে।

গোয়ালকান্দি ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মাস্টার বকুল আলী খরাদীর পরিচালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন গোয়ালকান্দি ইউনিয়নে দায়িত্বপ্রাপ্ত আহ্বায়ক ও উপজেলা আওয়ামী লীগের প্রচার ও প্রকাশনা বিষয়ক সম্পাদক ফরহাদ হোসেন মজনু। অন্যান্যের মধ্যে বক্তব্য ইউনিয়ন আওয়ামী লীগের সহ-সভাপতি আব্দুল সালাম, আব্দুর রাজ্জাক মোল্লা, আনিসুর রহমান, যুগ্ম সাধারণ সম্পাদক মাহাবুর রহমান, সাংগনিক সম্পাদক রাজু মোল্লা, প্রচার সম্পাদক জিল্লুর রহমান, সহ-প্রচার সম্পাদক আবেদ আলী, মহিলা আওয়ামী লীগের সভাপতি মুঞ্জুয়ারা বেগম, যুবলীগের সম্পাদক আতাউর রহমান শ্যামল, ছাত্রলীগ নেতা শাহাদৎ হোসেন শুভ প্রমুখ। উক্ত সভায় ইউনিয়ন আওয়ামী লীগের অন্যান্য নেতৃবৃন্দ এবং ওয়ার্ডের সভাপতি ও সাধারণ সম্পাদকবৃন্দ উপস্থিত ছিলেন।


ads



©2022 newsprobaha.com
Developed by- .:: SHUMANBD ::.