রবিবার | ২৫শে মে, ২০২৫ খ্রিস্টাব্দ | ১১ই জ্যৈষ্ঠ, ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ খবর :
বিএনপি-জামায়াত-এনসিপির দ্বন্দ্বে নতুন সমীকরণে রাজনীতি ওজন কমাবে এই ৫টি ফল রাজশাহী মহানগরীতে বিশেষ অভিযানে ৩ জনসহ অন্যান্য অভিযোগে গ্রেপ্তার ১৯ খবরদার! বিছানায় শুয়ে শুয়ে এই কাজটি আর করবেন না! কী মারাত্মক বিপদ ডেকে আনে জানলে শিউরে উঠবেন পুরুষদের টাকেও গজাবে চুল! অতিপরিচিত এই সবজির বীজ ব্যবহার করেই মাথা ঢাকবে কুচকুচে কালো কেশে বাঘায় গণমাধ্যমকর্মীদের নিয়ে মতবিনিময় সভা অনুষ্ঠিত চরিত্র বদলে ফের হানা করোনার! নতুন ভ্যারিয়েন্টের থেকে বাঁচতে কোন কোন লক্ষণ দেখলে সতর্ক হবেন? প্রধান উপদেষ্টার সঙ্গে বৈঠকে বিএনপির প্রতিনিধিদল আমাগীকাল থেকে তিন দিনব্যাপী ভূমি মেলা শুরু নাটকীয় মৌসুম শেষে শিরোপা জিতেছে নাপোলি
সালাউদ্দিন অসুস্থ, তার মানসিক চিকিৎসা প্রয়োজন : সুমন

সালাউদ্দিন অসুস্থ, তার মানসিক চিকিৎসা প্রয়োজন : সুমন

প্রবাহ ডেস্ক: সুপ্রিম কোর্টের আইনজীবী ও বাংলাদেশ ফুটবল ফেডারেশনের বর্তমান পরিচালনা পর্ষদের কঠোর সমালোচক ব্যারিস্টার সৈয়দ সায়েদুল হক সুমন বলেছেন, বাফুফে সভাপতি কাজী সালাউদ্দিন মানসিকভাবে অসুস্থ, তার চিকিৎসা প্রয়োজন।

বুধবার (৩ মে) সুপ্রিম কোর্টে সাংবাদিকদের ‘বাবা’ নিয়ে সালাউদ্দিনের আপত্তিকর মন্তব্য প্রসঙ্গে তিনি এসব কথা বলেন।

ব্যারিস্টার সুমন বলেন, ‘গতকাল সালাউদ্দিন সাংবাদিকদের বাবা নিয়ে অশালীন কথা বলেছেন। একটা মানুষ কতটা অসুস্থ হলে এ ধরনের কথা বলতে পারে। সাংবাদিকরা ফুটবলকে এগিয়ে নেওয়ার জন্য কাজ করে যাচ্ছে। আসলে কাজী সালাউদ্দিন অসুস্থ মানসিকতার মানুষ। তার চিকিৎসা প্রয়োজন। এ ধরনের অসুস্থ মানুষ ফুটবল ফেডারেশনের সভাপতি থাকা উচিত না। সে কতটা অসুস্থ আমি নিরুপণ করতে পারবো না। তবে নষ্ট যে এ ব্যাপারে আমি নিশ্চিত।’

সালাউদ্দিনের ক্ষমা প্রসঙ্গে ব্যারিস্টার সুমন বলেন, ‘উনি ক্ষমা তো চেয়েছেন বেঁচে যাওয়ার জন্য। পরিস্থিতি থেকে উৎরায়ে যাওয়ার জন্য এটা তার কৌশল। সাংবাদিকদের বিষয়ে উনি যে কি ধারণা পোষণ করেন এটা নিশ্চিত হওয়া গেছে।’

গতকাল যখন সংবাদ সম্মেলন শুরুর প্রস্তুতি চলছিল। তখন সহকর্মীদের সঙ্গে কথা বলছিলেন বাফুফে সভাপতি সালাউদ্দিন। যার কিছু কথা ধরা পড়ে সাংবাদিকদের রেকর্ডারে। আর সেসব কথায় ক্ষোভের সৃষ্টি হয় সাংবাদিকদের মধ্যে।

আনুষ্ঠানিকভাবে সংবাদ সম্মেলন শুরুর আগে সহকর্মীদের সঙ্গে সালাউদ্দিনকে সাংবাদিকদের বাবা-মা নিয়ে কটাক্ষ করতে শোনা যায় সেই রেকর্ডে। তার পাশে থাকা বাফুফে সহ-সভাপতি কাজী নাবিল আহমেদের কাছে বলেন, ‘জার্নালিস্টরা এখানে ঢুকতে গেলে ফটো (ছবি) দিতে হবে তাদের বাপ-মায়ের।’

পাশে থাকা বাফুফের অন্য কোনো সদস্যদের মধ্যে কেউ একজন কিছু বললে, প্রত্যুত্তরে সালাউদ্দিন বলেন, ‘আরেকটা কন্ডিশন হলো তার বাপের ফটো পাঠাতে হবে জুতা পরা। ঠিক আছে (হাসি)? এটা হতে হবে মেন্ডেটরি। বাপের জুতা পরা ছবি থাকতে হবে।’

পরে অবশ্য বাফুফে থেকে একটি ভিডিও বার্তা পাঠান সালাউদ্দিন। সেখানে আবার তিনি স্রেফ মজা করছিলেন বলে উল্লেখ করেন, ‘আমি জার্নালিস্টদের হার্ট করার জন্য বলিনি। আমি নাবিলের সঙ্গে একটা জিনিস নিয়ে মজা করছিলাম। সেটা যে কেউ টেপ করছিল আমি জানি না।’


ads



©2022 newsprobaha.com
Developed by- .:: SHUMANBD ::.