মঙ্গলবার | ১৫ই জুলাই, ২০২৫ খ্রিস্টাব্দ | ৩১শে আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ খবর :
আ.লীগ জাতীয় পার্টিকে সার্কাস পার্টিতে পরিণত করেছিল : জি এম কাদের রাত ১টার মধ্যে নয় অঞ্চলে ঝড়ের আভাস জুলাইয়েই ক্রেস্ট, সার্টিফিকেট আর নগদ পুরস্কার পাচ্ছেন সেরা শিক্ষার্থীরা দেশি কোচদের সঙ্গে বৈঠক করলেন বিসিবি সভাপতি শুল্কনীতি নিয়ে যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনা উৎসাহব্যঞ্জক : বাণিজ্য উপদেষ্টা নিষেধাজ্ঞা পুনর্বহালের বিরুদ্ধে পাল্টা পদক্ষেপের হুঁশিয়ারি ইরানের ডেঙ্গুতে আরও ২ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ৩৩০ জনগণের বিরুদ্ধে দাঁড়ায় যারা, তাদের সঙ্গে ঐক্য সম্ভব নয় : নাহিদ ইসলাম ২০২৬ সালের ফেব্রুয়ারিতে নির্বাচন হতে হবে : মির্জা ফখরুল আবু সাঈদ-মুগ্ধদের জাতীয় বীর ঘোষণা করতে হাইকোর্টের রুল
গোদাগাড়ীতে র‌্যাব ও জেলা ডিবির অভিযানে মদকসহ গ্রেপ্তার ২

গোদাগাড়ীতে র‌্যাব ও জেলা ডিবির অভিযানে মদকসহ গ্রেপ্তার ২

নিজস্ব প্রতিবেদক: রাজশাহীর গোদাগাড়ীতে র‌্যাব জেলা ডিবির অভিযানে হেরোইনসহ দুই মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করা হয়েছে।

১ মে সোমবার গোপন সংবাদের ভিত্তিতে রাজশাহীর পুলিশ সুপার এ বি এম মাসুদ হোসেন, বিপিএম (বার) ও অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস্) সনাতন চক্রবর্তী দিক নির্দেশনায় ওসি ডিবি আব্দুল হাই, পিপিএম এর নেতৃত্বে পুলিশ পরিদর্শক আতিকুর রেজা সরকারসহ সঙ্গীয় ফোর্সদের সকাল সাড়ে ১০ টার দিকে গোদাগাড়ী থানাধীন হরিশংকরপুর গ্রামে পূর্ব পার্শ্বে কাদিপুর টু দিয়ার মহব্বতপুরগামী পাকা রাস্তার উপর অবৈধ মাদকদ্রব্য হেরোইন ক্রেতার নিকট বিক্রয়ের উদ্দেশ্যে অবস্থান করছিলেন মাদক কারবারিরা।

এসময় আক্কাশ আলী (৪৮), পিতা সোহরাব আলী, সাং- হরিশংকরপুর, থানা- গোদাগাড়ী কে ৫০ গ্রাম হেরোইন ও মাদক বিক্রয়ের নগদ ৪,৩০০ টাকাসহ হাতে নাতে গ্রেপ্তার করে ডিবি পুলিশ। এ সংক্রান্তে গ্রেপ্তারকৃত আসামী ও পলাতক আসামীর বিরুদ্ধে গোদাগাড়ী মডেল থানায় মামলা হয়েছে।

অপরদিকে, র‌্যাব ৫ এর নিয়মিত অভিযানের অংশ হিসেবে রাজশাহী বিভিন্ন সময় অভিযান পরিচালনা করে মাদক উদ্ধার ও মাদক ব্যবসায়ীদের গ্রেফতারসহ বিভিন্ন গুরুত্বপূর্ন মামলার আসামী গ্রেফতার এবং চোরের মূল হোতাকে গ্রেফতার করে থাকে।

তারই ধারাবাহিকতায় সোমবার দুপুর ২ টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে সদর কোম্পানী র‌্যাব-৫ রাজশাহীর একটি অভিযানিক দল রাজশাহী জেলার গোদাগাড়ি থানার সিএন্ডবি মোড় এলাকায় অভিযান পরিচালনা করে। এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য নিশ্চিৎ করেন র‌্যাব ৫ এর উপ পরিচালক মিডিয়া অফিসার।

এসময় ৪৫০ গ্রাম হেরোইনসহ নুরুল ইসলাম (৪৫) নামের মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করে। নুরুল গোদাগাড়ী উপজেলার মাটিকাটা গ্রামের হোসেন আলীর ছেলে। গ্রেপ্তারকুত আসামী একজন পেশাদার মাদক ব্যবসায়ী। তার নামে গোদাগাড়ী থানার একাধিক মাদক মামলা রয়েছে।

গ্রেপ্তারকৃতকে প্রাথমিক জিজ্ঞাসাবাদের মাদক ক্রয়- বিক্রয় এর সাথে তার সম্পৃক্ততার কথা স্বীকার করেছে র‌্যাবের কাছে।আসামীর বিরুদ্ধে গোদাগাড়ী থানায় এজাহার দায়ের করা হয়েছে র‌্যবের পক্ষ থেকে।


ads



©2022 newsprobaha.com
Developed by- .:: SHUMANBD ::.