নিজস্ব প্রতিবেদক: বঙ্গবন্ধু পরিষদ রাজশাহী মহানগর কমিটির বিশেষ সভা অনুষ্ঠিত হয়েছে। সোমরার (১ মে) বিকেল ৫ টায় নগরীর মিয়াপাড়ায় সংগঠনের কার্যালয়ে রাজশাহী সিটি কর্পোরেশন নির্বাচন ও সাংগঠনিক বিষয়ে এ সভা অনুষ্ঠিত হয়।
বঙ্গবন্ধু পরিষদের সভাপতি অধ্যাপক নূরল আলমের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক আরিফুল হক কুমারের পরিচালনায় সভায় বক্তব্য দেন বীর মুক্তিযোদ্ধা অধ্যাপক রুহুল আমিন প্রামাণিক, মো. নাজীম উদ্দিন, অধ্যাপক তানবিরুল আলম, অধ্যাপক ড. মোকবুল হোসেন, আব্দুল আওয়াল খান চৌধুরী জ্যোতি, মিনাজ্জুল হোসেন বাবু, মতিউল হক টিটু, ডিএম জিল্লুর রহমান, রিয়াজ উদ্দিন আহমেদ, ফেরদৌস আহমেদ, অধ্যাপক শওকত আলী খান, আখতার বানু বীণা প্রমুখ।
বিশেষ এ সভায় রাজশাহী সিটি কর্পোরেশন নির্বাচনে এএইচএম খায়রুজ্জামান লিটনকে বিজয়ী করতে মহানগরজুড়ে নানা কর্মসূচি গ্রহণ করা হয়।