বৃহস্পতিবার | ২৩শে অক্টোবর, ২০২৫ খ্রিস্টাব্দ | ৭ই কার্তিক, ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ খবর :
নির্বাচন নিয়ে ষড়যন্ত্র চলছে, শিক্ষকদের সচেতন হওয়ার আহ্বান: বিএনাপ মিলন রাজশাহীতে জাতীয় নিরাপদ সড়ক দিবস পালিত ‘সাব-জেল’ কারা কর্তৃপক্ষের তত্ত্বাবধানে, খাবার-সাক্ষাৎ বিধি অনুযায়ী: আইজি প্রিজন ইমপোর্ট কুরিয়ার সেকশন থেকে আগুনের সূত্রপাত: বেবিচক চেয়ারম্যান শহীদ শামসুজ্জোহার কবর জিয়ারত করেছে রাকসুর নবনির্বাচিত প্রতিনিধি দল রাজশাহীতে বিশ্ব ও জাতীয় পরিসংখ্যান দিবস উদযাপন গুরুত্বপূর্ণ স্থাপনায় অগ্নিসংযোগের প্রতিবাদে রাবি শিক্ষার্থীদের মানববন্ধন ডেঙ্গুতে আরো চারজনের মৃত্যু, আক্রান্ত ৬০ হাজার মাস্টাররোল কর্মচারীদের বেতন ও মামলার রায় বাস্তবায়নের দাবিতে মানববন্ধন রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের প্রায় ১৮ টন সরঞ্জাম আগুনে পুড়েছে
চাঁপাইনবাবগঞ্জে বীর মুক্তিযোদ্ধাকে হত্যার চেষ্টার অভিযোগ

চাঁপাইনবাবগঞ্জে বীর মুক্তিযোদ্ধাকে হত্যার চেষ্টার অভিযোগ

নিজস্ব প্রতিবেদক: চাঁপাইনবাবগঞ্জে জমি সংক্রান্ত বিরোধে আফসার আলী (৭২) নামে এক বীর মুক্তিযোদ্ধাকে হত্যার চেষ্টার অভিযোগ উঠেছে। শুক্রবার সকাল সাড়ে ১০টার দিকে সদর উপজেলার রানীহাটি ইউনিয়নের ঘোড়াপাখিয়া গ্রামে এ ঘটনা ঘটে। পরে তাকে উদ্ধার করে চিকিৎসার জন্য জেলা হাসপাতালে ভর্তি করা হয়েছে।

আহত বীরমুক্তিযোদ্ধা রানীহাটি ইউনিয়নের ঘোড়াপাখিয়া গ্রামের বাসিন্দা। এ নিয়ে আহতের ছেলে ওয়ালিউল্লাহ বাদি হয়ে সদর মডেল থানায় একটি অভিযোগ দায়ের করেছেন। অভিযোগে বলা হয়, একই এলাকার ইয়াহিয়া ওরফে এহু মোড়লের সঙ্গে দীর্ঘদিন ধরে বসতবাড়ির আইল সীমানা নিয়ে বিরোধ চলে আসছিল। এ নিয়ে স্থানীয় ইউনিয়ন পরিষদ থেকে বিষয়টি সমাধান করে সীমানার প্রাচীর বসানো হয়। কিন্তুসকালে ইয়াহিয়া ঘটনাস্থলে গিয়ে সীমানার প্রাচীর ভেঙে ফেলার চেষ্টা করেন। বিষয়টি দেখে বাধা দিতে যান বীরমুক্তিযোদ্ধা আফসার আলী।

এতে ক্ষিপ্ত হয়ে তাকে লোহার সাবল দিয়ে মাথা ও হাতে আঘাত করে হত্যার চেষ্টা চালানো হয়। এতে গুরুত্বর আহত হন তিনি। পরে পরিবারের সদস্যরা তাকে উদ্ধার চিকিৎসার জন্য ২৫০ শয্যা বিশিষ্ট জেলা হাসপাতালে ভর্তি করে। বর্তমানে সেখানেই চিকিৎসাধীন রয়েছেন বীরমুক্তিযোদ্ধা আফসার আলী।

জেলা হাসপাতালের জরুরী বিভাগের দায়িত্বরত চিকিৎসক ডা. আহসান হাবিব বলেন, বীরমুক্তিযোদ্ধা আফসার আলী মাথায় ও হাতে আঘাত নিয়ে হাসপাতালে আসেন। ভর্তি করে তাকে চিকিৎসা দেয়া হচ্ছে। এ বিষয়ে চাঁপাইনবাবগঞ্জ সদর মডেল থানার ওসি সাজ্জাদ হোসেন জানান, এ ঘটনায় বীরমুক্তিযোদ্ধার ছেলে থানায় লিখিত অভিযোগ দিয়েছেন। ঘটনাটি তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে।


ads



©2022 newsprobaha.com
Developed by- .:: SHUMANBD ::.